লাশে ভরে গেছে গাজা সিটির রাস্তা
১২ জুলাই ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১২ জুলাই ২০২৪, ১২:০১ এএম
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়েছে যাচ্ছে ইসরাইলি বাহিনী। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে নিহত হয়েছে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। সেইসঙ্গে ২০ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে। খবর আল জাজিরার। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, গাজা সিটির রাস্তা লাশে ভরে গেছে। গাজা সিটির তাল আল-হাওয়া শহরে তা-ব চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ৩০ ফিলিস্তিনি। তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মুখ খুলেনি ইসরাইল। সম্প্রতি চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেট জানিয়েছে, গাজায় ৯ মাস ধরে চলা ইসরাইলের নির্বিচার বোমা হামলায় নিহত মানুষের প্রকৃত সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ছাড়িয়ে যেতে পারে।
এদিকে, অবরুদ্ধ গাজা থেকে ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করছে ইসরাইলি স্নাইপাররা। গতকাল স্থানীয়দের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে। এক ফিলিস্তিনি নারী আল জাজিরাকে জানিয়েছেন, তিনি গাজা শহরের শুজাইয়া পাড়ার ইয়ারমুক স্টেডিয়ামের মধ্য দিয়ে যেতে চেয়েছিলেন। তাকে বলা হয়েছে রাস্তায় ফিলিস্তিনিদের মৃতদেহ রয়েছে যাদের ইসরাইলি স্নাইপাররা গুলি করেছে। তিনি বলেন, ‘আমরা অন্তত মৃতদেহ নিতে প্যারামেডিক ও অগ্নিনির্বাপকদের কাছে সাহায্য চাইতে এসেছি যাতে লাশগুলো রাস্তায় না থাকে। রাস্তা থেকে উদ্ধার না করলে লাশ কুকুর খেয়ে ফেলবে। তাদের কবর দেওয়া দরকার।’
ওই এলাকার আরেক ব্যক্তি জানান, প্যারামেডিকরা মরদেহের কাছে পৌঁছাতে পারেনি। তিনি বলেন, ‘তারা আমাদের বলেছে যে তাদের মৃতদেহ উদ্ধারের নির্দেশনা ছিল না এবং যে কেউ মৃতদেহের কাছে যাবে তাকে সরাসরি গুলি করা হবে।’ একাধিক ব্যক্তি জানিয়েছেন, তারা রাস্তায় হাঁটতে থাকা এক ব্যক্তির মাথায় গুলি করতে দেখেছেন। পরে বেশ কয়েকজন লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
হামাস ‘প্রতিরোধের অক্ষ’ এর পক্ষে আলোচনা করছে : লেবাননের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ বলেছেন, হামাস গাজায় যুদ্ধবিরতি আলোচনা ইসরাইলের সঙ্গে পরিচালনা করছে ‘প্রতিরোধের অক্ষ’ এর পক্ষ থেকে। যদি একটি চুক্তি হয় হিজবুল্লাহ আলাদা আলোচনা ছাড়াই ইসরাইলে হামলা বন্ধ করবে।
বুধবার নাসরাল্লাহ এ মন্তব্য করেছেন। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল ও তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। সপ্তাহখানেক আগে ইসরাইলি হামলায় নিহত হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ নাসেরের স্মরণ অনুষ্ঠানে বক্তব্য দেন নাসরাল্লাহ। বক্তব্যে তিনি দাবি করেন, লেবানন সীমান্তে সংঘর্ষের ফলে গাজায় চলমান যুদ্ধে মনোযোগ হারিয়েছে ইসরাইল। তিনি বলেছেন, উত্তরাঞ্চলীয় সীমান্ত পরিস্থিতি ইসরাইলকে বুঝিয়ে দিয়েছে যে, যদি তারা এই অবস্থা বন্ধ করতে চায় তবে তাদের গাজায় আগ্রাসন বন্ধ করতে হবে। একইসঙ্গে, নাসরাল্লাহ সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত ও তারা যুদ্ধে ভীত নয়। ভাষণে ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর ক্রমবর্ধমান রকেট ও ড্রোন হামলার কথা তুলে ধরেছেন তিনি।
নাসরাল্লাহ বলেছেন, হামাস নিজেদের পক্ষে, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর পক্ষে এবং সমগ্র প্রতিরোধের অক্ষের পক্ষ থেকে আলোচনা করছে। হামাস যা মেনে নেবে, আমরাও তা মেনে নেব। নাসরাল্লাহর বক্তব্যের বিষয়ে হামাসের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের সমর্থনে মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট হলো প্রতিরোধ অক্ষ। হিজবুল্লাহ প্রধান বলেছেন, উত্তর ইসরাইলে গত নয় মাসের প্রায় প্রতিদিনের আক্রমণের লক্ষ্য ছিল শত্রুকে ভৌত, আর্থিক ও মানসিকভাবে ক্লান্ত করা। গোষ্ঠীটি এই লক্ষ্য অর্জন করতে পেরেছে বলে দাবি করেছেন তিনি। সূত্র : আল-জাজিরা, রয়টার্স টিআরটি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি
বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
মার্কিন মুলুকে নিষিদ্ধ টিকটক, আমেরিকা প্লাটফর্মটি প্রত্যাশা করেঃ মি.বিষ্ট
আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ইনকিলাবে রিপোর্টের পর সরিয়ে দেয়া হলো তিন কর্মকর্তাকে
জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা সংস্কার শেষ করবে : মির্জা ফখরুল
ঘাটতি পূরণে আখ চাষের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করতে হবে: কবির উদ্দিন
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ডিবিসিসিআই’র নতুন সভাপতি মামুন, সেক্রেটারি রিসালাত
হামাস বন্দি তালিকা না দিলে যুদ্ধবিরতি স্থগিত : নেতানিয়াহু
কুলাউড়ায় পাওনা টাকা চাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা, আটক-১