যানবাহন চলেনি রাজধানীর বেশির ভাগ সড়কে

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১২ জুলাই ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১২ জুলাই ২০২৪, ১২:০১ এএম

চতুর্থ দিনের মতো গতকাল বৃহস্পতিবার চলছে কোটা আন্দোলনকারীদের বাংলা ব্লকেড। অবরোধের মুখে কার্যত স্থবির হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকার যান চলাচল। পূর্ব ঘোষিত কর্মসূচি পর থেকেই রাস্তা অবরোধের জন্য বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। শাহবাগ, সায়েন্স ল্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ব্যারিকেড দেওয়া হয়। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় এর প্রভাব পড়েছে প্রতিটি পাড়া-মহল্লার অলিগলিতে। এতে জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। যানবাহন বন্ধ থাকায় শত শত লোকজন পরিবার-পরিজন নিয়ে রাস্তায় বিপাকে পড়েছেন। আন্দোলনের কেন্দ্রস্থল শাহবাগ ও এর আশপাশ এলাকা। এই এলাকাতেই রয়েছে দেশের তিনটি বৃহৎ হাসপাতাল ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বারডেম হাসপাতাল। প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন এসব হাসপাতালে। সড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে রোগী ও তাদের স্বজনদের।

ব্লকেড কর্মসূচির কারণে বিভিন্ন এলাকার সড়কে যানবাহনকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। মিরপুর রোডসহ বিভিন্ন সড়ক স্থবির হয়ে যায়। রাজধানীর পান্থপথ, গ্রিন রোড, সোনারগাঁও রোড, তেজগাঁওয়ের সব রাস্তার আশপাশে অলিগলি বন্ধ হয়ে গেছে। এসব রাস্তায় শত শত ছোট যানবাহন আটকে থাকতে দেখা গেছে। তখন যেসব যানবাহন চলাচল করছিল সেগুলো আটকে পড়ে। পরে এসব যানবাহনের যাত্রীরা হেঁটেই রওনা করেন গন্তব্যে। নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব আসার পথে দাঁড়িয়ে আছে সারি সারি বাস। মিরপুর থেকে ধানমন্ডি বা ধানমন্ডি থেকে জিগাতলায় যাওয়ার রাস্তার চিত্রও এক। রাস্তায় বাস থাকলেও বাসে ড্রাইভার, হেলপার, যাত্রী কেউই নেই। যাত্রীরা কিছুটা হেঁটে কিছুটা রিকশায় করে যাচ্ছেন তাদের গন্তব্যে। আর ড্রাইভার হেলপাররা বাস থেকে নেমে বিশ্রাম নিচ্ছেন বা ঘোরাঘুরি করছেন আশপাশে। রাজধানীর আগারগাঁওয়ের সড়ক অবরোধ করে রেখেছেন বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকাল সাড়ে ৫ টার পরে আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ব পাশের সড়কটি অবরোধ করে বসে পড়েন তারা। শাহবাগের মতো ঢাকা-আরিচা মহাসড়কেও পুলিশি ব্যারিকেড ভেঙেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বিকেলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকায় অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে তারা ক্যাম্পাসে ভেতর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে জড়ো হন। ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে তারা বিভিন্ন সেøাগান দিতে থাকেন। এসময় এসব এসব সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

রাস্তায় গাড়ির চালক হানিফ বলেন, রাস্তায় গাড়ি থামিয়ে বসে আছি। যেতে পারছি না। কিছু করারও নেই, মোবাইলে গান শুনছি। আন্দোলন হচ্ছে, রাস্তাঘাট বন্ধ। আমি এই আন্দোলনের পক্ষে। কোটা বাতিল করা হোক। আমার এক আত্মীয় পড়াশোনা করে একটা চাকরি পায়নি। হয়তো কোটা না থাকলে সেও চাকরি পেতো।

আরেক চালক বলেন, কীভাবে যাবো বুঝতে পারছি না। বাস ঠিক সময়মতো ছাড়তে পারবে বলেও মনে হচ্ছে না। সব জায়গায় একই অবস্থা। আমি তো গাড়ি নিয়ে বের হয়েছি ঠিকই, আমার তো আর কোনও দোষ নাই। কিন্তু তেলের খরচের টাকাই যদি না ওঠে তাহলে তো মালিক টাকা দিবে না।

বাড্ডা এলাকায় এক যাত্রী বলেন, রামপুরা পয়েন্ট থেকে হাতিরঝিল দিয়ে বোটে চড়ে আসতে পারলেও তেজগাঁও নেমে আর গাড়ি পাচ্ছিলেন না তারা। পরে তেজগাঁও থেকে পুরো রাস্তা হেঁটেই আসতে হয়েছে তাদের।

সাইনবোর্ড এলাকার এক ব্যক্তি নুরুল ইসলাম বলেন, কোনো যানবাহন না পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) উদ্দেশে হাঁটতে শুরু করেন। গাড়িতে এবং হেঁটে হাসপাতালে পৌঁছাতে সময় লেগেছে সোয়া তিন ঘণ্টা। চিকিৎসা করাতে না পেরে ফিরে যান তিনি। সাধারণত বাসা থেকে ঢামেক হাসপাতালে পৌঁছাতে সময় লাগে ৩০-৩৫ মিনিট। কিন্তু আমার হাসপাতালে আসতে সময় লেগেছে কয়েক ঘণ্টা।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ইনকিলাবে রিপোর্টের পর সরিয়ে দেয়া হলো তিন কর্মকর্তাকে
৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার, পাওয়া যাবে যেখানে
আরও

আরও পড়ুন

চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে

চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে

সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ

সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ

হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার

হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার

পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল

পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল

দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে

দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে

লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে

লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে

নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার

ভারতের  প্রথম মহিলা  নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক

ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক

মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন

মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন

ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!

ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!

মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম

মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম

যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল

যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল

দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি

টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি

বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

মার্কিন মুলুকে নিষিদ্ধ টিকটক, আমেরিকা প্লাটফর্মটি প্রত্যাশা করেঃ মি.বিষ্ট

মার্কিন মুলুকে নিষিদ্ধ টিকটক, আমেরিকা প্লাটফর্মটি প্রত্যাশা করেঃ মি.বিষ্ট

আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাবে রিপোর্টের পর সরিয়ে দেয়া হলো তিন কর্মকর্তাকে

ইনকিলাবে রিপোর্টের পর সরিয়ে দেয়া হলো তিন কর্মকর্তাকে

জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা সংস্কার শেষ করবে : মির্জা ফখরুল

জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা সংস্কার শেষ করবে : মির্জা ফখরুল

ঘাটতি পূরণে আখ চাষের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করতে হবে: কবির উদ্দিন

ঘাটতি পূরণে আখ চাষের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করতে হবে: কবির উদ্দিন