সমমনাদের সাথে বিএনপির বৈঠক
১২ জুলাই ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১২ জুলাই ২০২৪, ১২:০১ এএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের আন্দোলন চলমান রয়েছে। আর এ আন্দোলনের সাথে দেশের জনগণ একাত্ম। কেউ যদি মনে করে বিশ-ত্রিশ লক্ষ লোকের সমাবেশ ভন্ডুল করে কেউ যদি মনে করে আন্দোলন শেষ হয়ে গেছে, তার চেয়ে বড় ভুল কিছু আর হতে পারে না। সমমনা কয়েকটি দলের সাথে বৈঠক শেষে গতকাল রাজধানীর গুলশানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সমমনা দলগুলোর মধ্যে গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম ও গণফোরামের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির লিয়াঁজো কমিটির নেতৃত্ব দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তার সঙ্গে দলের কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেকের প্রশ্ন থাকে যে, আন্দোলন আবার কবে শুরু হবে। কর্মসূচি আবার কবে হবে। একটা জিনিস পরিস্কার করা দরকার, আন্দোলন চলমান আছে। আপনি যদি মনে করেন, বিশ- ত্রিশ লক্ষ লোকের সমাবেশ টিয়ার গ্যাস দিয়ে, গুলি করে দিয়ে মনে করেন আন্দোলন শেষ হয়ে গেছে তাহলে সেটা বড় ভুল। আন্দোলন শেষ হয়ে যায়নি।
তিনি বলেন, আমাদের চলমান াান্দোলনে দেশের মানুষ সম্পৃক্ত আছেন। দেশের মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। এই ৯৫ শতাংশ লোক আমাদের আন্দোলনে যুক্ত হয়েছেন। তারা বাড়িতে বসে বলেছে, তারা ভোট কেন্দ্রে না গিয়ে প্রত্যাখ্যান করেছেন, তারা আজকে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। সুতরাং ওই মিটিং ভন্ডুল করে, ডামি নির্বাচন করে, ক্ষমতা দখল করে কেউ যদি মনে করে আন্দোলন শেষ হয়ে গেছে, তার চেয়ে বড় ভুল কিছু আর হতে পারে না।
বৈঠক প্রসঙ্গে আমির খসরু বলেন, চলমান যুগপত আন্দোলনে আরও গতি সৃষ্টি করার জন্য আমরা আজকে সহযোগী, সবাই মিলে কাজটা, আগামী দিনের কর্মসূচি প্রণয়ণে, দেশের বর্তমান প্রেক্ষাপটে সবাই মিলে, জনগণের চাহিদা পূরণে আমরা কী করতে পারি, এই আন্দোলনের সফল সমাপ্তি কীভাবে করতে পারি, সেটাও আলোচনা করেছি। বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে।
খসরু বলেন, আমাদের ঐক্যমত্য আগেই হয়েছে। আমাদের সকলের রাস্তা একটা, আমাদের গন্তব্যস্থল একটাই। সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, দেশনেত্রীর মুক্তি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্রের মুক্তি আলাদা করা যাবে না। দুটো একসাথে চলছে। বাংলাদেশের মানুষ এ ব্যাপারে ঐক্যবদ্ধ।
এরপর সাংবাদিকদের সামনে কথা বলেন গণতান্ত্রিক বাম ঐক্যের হারুন আল রশিদ খান, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। তারাও উল্লেখ করেন, চলমান আন্দোলন তারা সামনে এগিয়ে নেবেন। এসময় কোটা সংস্কার আন্দোলন, ভারতের সঙ্গে করা সমঝোতা-স্মারক নিয়েও কথা বলেন বৈঠকে অংশগ্রহণকারী নেতারা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি
বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
মার্কিন মুলুকে নিষিদ্ধ টিকটক, আমেরিকা প্লাটফর্মটি প্রত্যাশা করেঃ মি.বিষ্ট
আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ইনকিলাবে রিপোর্টের পর সরিয়ে দেয়া হলো তিন কর্মকর্তাকে
জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা সংস্কার শেষ করবে : মির্জা ফখরুল
ঘাটতি পূরণে আখ চাষের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করতে হবে: কবির উদ্দিন