ঢাকায় পানিবদ্ধতায় বিদ্যুতায়িত হয়ে ৪ জনের মৃত্যু
১৪ জুলাই ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১৪ জুলাই ২০২৪, ১২:০১ এএম
রাজধানীতে প্রবল বর্ষণে সৃষ্ট পানিবদ্ধতায় বিদ্যুতায়িত হয়ে তিনটি স্থানে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের সবাই শ্রমজীবী। এদের মধ্যে দুইজন মারা গেছেন তাদের কারখানায় যন্ত্রপাতি সরাতে গিয়ে, একজন বিদ্যুতায়িত হয়েছেন নিজের ঘরে, একজন রাস্তায় বিদ্যুতের খুঁটি ধরার পর প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার মিরপুর, ভাসানটেক ও সূত্রাপুর এলাকায় ঘটনায় তাদের প্রাণ যায় বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- কাঠমিস্ত্রি রাসেল দাস ও তার সহকারী আলাউদ্দিন, নির্মাণ শ্রমিক আব্দুন নূর এবং রংমিস্ত্রী আইয়ুব আলী।
বাউনিয়া বাঁধ আজিজ মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন রাসেল। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার রতন দাসের ছেলে। ১৭ মাস বয়সী একটি ছেলে রয়েছে তার। তার সহকারী আলাউদ্দিনও ঢাকায় একাই থাকতেন। তিনি ময়মনসিংহের তারাকান্দার বাচ্চু মিয়ার ছেলে।
রাসেলের ভায়রা সুমন দাস বলেন, বাউনিয়া বাঁধের আজিজ মার্কেটে খাদিজা ফার্নিচারের কারখানায় কাজ করতেন রাসেল। গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে প্রবল বৃষ্টিতে কারখানায় পানি ঢুকে যায়। সেখানে একটি ভারী মেশিন ডুবে যাওয়া দেখে রাসেল ও আলাউদ্দিন সরাতে গেলে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করা হয়।
আব্দুন নূরের মৃত্যুর বিষয়ে ভাসানটেক থানার এসআই প্রণয় কৃষ্ণ মণ্ডল বলেন, বৃষ্টির পর বিকালে উত্তর ভাসানটেকে নিজের বাসায় জমে থাকা পানিতে বিদ্যুতের তারের সংস্পর্শ হলে অচেতন হয়ে পড়েন আব্দুন নূর। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয়। নূর সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। উত্তর ভাষানটেকে পরিবার নিয়ে থাকতেন।
সূত্রাপুর আইয়ুব আলীর মৃত্যুর বিষয়ে কোতয়ালী থানার এসআই রাজীব ঢালী জানান, বিকালে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতের পাশে আগরবাতি গলি দিয়ে যাচ্ছিলেন আইয়ুব। পানিবদ্ধ গলিতে বিদ্যুতের খুঁটি ধরার সঙ্গে সঙ্গে তিনি অচেতন হয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইয়ুবের বাড়ি পিরোজপুরের নাজিরপুরের তারাবুনিয়া গ্রামে। সূত্রাপুর মথমার গলিতে পরিবারের সঙ্গে থাকতেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ধর্ম নিয়ে তাচ্ছিল্যকারীদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন আজহারী
‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির
নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
লাল সন্ত্রাসের ঘোষণা : মেঘমল্লার বসুর শাস্তির দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ
চুয়াডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম
বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
মধ্যরাতে জাবির ছাত্রী হলের রুম থেকে লালন ভক্ত যুবক আটক
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত