২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
১৫ জুলাই ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ১৫ জুলাই ২০২৪, ১২:১২ এএম
সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। স্মারকলিপিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে দিয়েছেন তারা। এ সময়ের মধ্যে সরকার যদি কোনো সিদ্ধান্তে না যায় তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে কোটাবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানী ঢাকার বাইরেও বিভিন্ন জেলার বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপি প্রদান করেন।
পদে পদে পুলিশের বাধা ডিঙিয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের ১ দফা দাবিতে প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপি প্রদান করেছে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীরা। শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন› এর ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে প্রেসিডেন্ট বরাবর এ স্মারকলিপি প্রদান করেন। প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন তার সামরিক সচিব।
গতকাল রোববার বিকাল ৩টার দিকে বঙ্গভবনে গিয়ে এ স্মারকলিপি দেন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। শিক্ষার্থীদের এ প্রতিনিধি দলে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, আসিফ মাহমুদ, মো. মাহিন, আব্দুল কাদের, আব্দুল হান্নান মাসউদ, আরিফ সোহেল, আশিক আহমেদ, নিদ্রা, সুমাইয়া আখতার এবং সহ-সমন্বয়ক হাসিব আল ইসলাম ও রাশিদুল ইসলাম রিফাত।
বঙ্গভবন থেকে ফিরে এসে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, কঠোর কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ তৈরি করা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা এখনো কোনো আশ্বাস পাচ্ছি না। সরকারের কী উদ্দেশ্য, তা আমরা বুঝতে পারছি না। সব গ্রেডে কোটা সংস্কারের এখতিয়ার নির্বাহী বিভাগ ও সরকারেরই। সরকারের কাছ থেকে যেহেতু আমরা কোনো আশ্বাস পাচ্ছি না, আমরা চাইছি রাষ্ট্রের অভিভাবক হিসেবে প্রেসিডেন্ট হস্তক্ষেপ করে আমাদের এক দফা দাবির পরিপ্রেক্ষিতে আইন পাস করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন।
নাহিদ ইসলাম বলেন, স্মারকলিপিতে আমরা মহামান্য প্রেসিডেন্টের কাছে ২৪ ঘণ্টার একটি সুপারিশ করেছি। ২৪ ঘণ্টার মধ্যে সংসদের অধিবেশন ডেকে আমাদের এক দফা দাবি বাস্তবায়নে আইন পাসের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। ২৪ ঘণ্টার মধ্যে আমরা এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। তিনি বলেন, আমাদের দমন করার পরিকল্পনা হচ্ছে। কিন্তু আজ আমরা প্রমাণ করে দিয়েছি যে আমাদের মিছিল থামানো যায়নি। আমরা জানানোর চেষ্টা করছি যে চাইলে আমরা ১০-২০ হাজার মানুষের জমায়েত করতে পারি। কিন্তু আমরা চাইছি না জনদুর্ভোগের কর্মসূচি করতে আমাদের বাধ্য করা হোক। আমরা দাবির বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ চাইছি। আমরা আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করব যে সরকার, মহামান্য প্রেসিডেন্ট ও দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে কী ধরনের বক্তব্য বা পদক্ষেপ আসছে। এরপর আমরা আমাদের পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করব।
আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় হওয়া মামলার বিষয়ে নাহিদ বলেন, আমরা বলেছিলাম, ২৪ ঘণ্টার মধ্যে আমাদের বিরুদ্ধে শাহবাগ থানায় হওয়া অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার করতে হবে। এটি আমরা আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে আমাদের কর্মসূচি কঠোরতর হবে।
এর আগে এদিন সকাল ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যুক্ত হয় ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আশপাশের আরো বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বেলা ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক অতিক্রম করে শাহবাগ হয়ে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের গণপদযাত্রায় বারবার পুলিশের মুখোমুখি হতে হয়। প্রথমে শাহবাগ হয়ে মৎস ভবন পার হয়ে শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশের বাধায় পড়েন শিক্ষার্থীরা। কিছুসময় সেখানে পুলিশের সাথে বাকবিতণ্ডার পর আন্দোলনের সমন্বয়কদের কথায় পরিস্থিতি শান্ত হয়। পুলিশও পিছু হটলে শিক্ষার্থীদের পদযাত্রা সামনে এগোয়। এরপর বেলা ১টা ১৫ মিনিটের দিকে সচিবালয় পার হয়ে জিরো পয়েন্টে গেলে পুনরায় পুলিশের বাধার সম্মুখীন হয় শিক্ষার্থীরা। এবার পুলিশের কঠিন ব্যারিকেডের মুখে পড়ে তারা। দীর্ঘ সময় শিক্ষার্থীদের সাথে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা চলে পুলিশের। এক পর্যায়ে সেখানেই বসে পড়ে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বঙ্গভবনের দিকে যাত্রা করে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করে প্রতিনিধি দল যায় প্রেসিডেন্টের বাসভবনে। তবে কিছুক্ষণের মধ্যে পুরো জিরো পয়েন্ট এলাকা অবরোধ করেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে পুলিশের বাদানুবাদ চলতে থাকে আরো কিছুক্ষণ। এক পর্যায়ে বাধ্য হয়ে পুলিশ ব্যারিকেড তুলে নেয়। তখন দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আরো সামনে গিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গিয়ে অবস্থান করে। বিকাল ৩টার দিকে স্মারকলিপি প্রদান করতে পারেন শিক্ষার্থীরা।
স্মাকলিপিতে যা বলা হয়েছে:
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রেসিডেন্টের কাছে যে স্মারকলিপি প্রদান করা হয়েছে সেখানে বলা হয়, জরুরি ভিত্তিতে জাতীয় সংসদে অধিবেশন ডেকে সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে (সর্বোচ্চ ৫ শতাংশ) এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।
২০১৮ সালে কোটা বাতিল করে জারি করা সরকারি পরিপত্রে শিক্ষার্থীদের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটেনি উল্লেখ করে স্মারকলিপিতে আরো বলা হয়- ২০১৮ সালের পরিপত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটেনি। কেননা শিক্ষার্থীরা সকল গ্রেডের সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার চেয়েছিল। প্রথমত, কোটার অসহনীয় মাত্রা মানে দেশের লাখ লাখ তরুণ-তরুণীদের দাবি ও আন্দোলনের সাথে রাষ্ট্রযন্ত্রের প্রহসন। মুক্তিযুদ্ধের যে মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার তা নিশ্চিত করতে ও একটি দক্ষ প্রশাসন গড়তে মেধাভিত্তিক নিয়োগের কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত, কোটা পদ্ধতি না থাকলে নাগরিকদের অনগ্রসর অংশ প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ থেকে বঞ্চিত হবে। তৃতীয়ত, উক্ত পরিপত্রটি শুধু ১ম ও ২য় শ্রেণির সরকারির চাকরির জন্য প্রযোজ্য। কিন্তু সরকারি চাকরিতে সব গ্রেডে ৫ শতাংশ কোটাকে ছাত্রসমাজ যৌক্তিক মনে করে।
স্মারকলিপি প্রদান শেষে বঙ্গভবন থেকে বের হয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ দিকে গুলিস্তান মোড়ে অবস্থান করা শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ২৪ ঘন্টার আল্টিমেটাম ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না দেখলে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কমলনগরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩
কুড়িগ্রামে জেলা বিএনপির ১২টি ইউনিট বিলুপ্ত ঘোষণা
তারাকান্দায় বাসের ধাক্কায় আহত-৪
কুয়েটে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আইডিয়া কেস কম্পিটিশন ‘বিজব্যাটেল’
ভারতের ড্রেসিংরুম চ্যাপেল যুগের মতো বিধ্বস্ত: হরভজন
জুনে জাফর-২ ও পায়া উপগ্রহ উৎক্ষেপণ করবে ইরান
আন্দোলনের ইমেজ বিশ্বকে জানাতে হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
সাতক্ষীরা কালিগঞ্জে বাঁশ ও বেত শিল্প প্রায় বিলুপ্ত
দুই যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ৪ সিএনজি চালকের বিরুদ্ধে- গ্রেপ্তার- ১
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু
শুরু হয়েছে 'শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ সিজন–২ এর রেজিষ্ট্রেশন; কি থাকবে এবারের পর্বে?
২০বছরের অধিক সাজাখাটা বন্দিদের অবিলম্বে মুক্তি দিন প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নেতৃবৃন্দ
বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ, সীমান্তে উত্তেজনা
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৬ জন গ্রেফতার, ড্রেজার জব্দ
ইরানের সুপ্রিম কোর্টের সামনে বন্দুকধারীর গুলিতে নিহত দুই বিচারক
কলাপাড়ায় প্রধান উপদেস্টার কায্যালয়ের সচিব, প্রকল্প পরিচালকের গাড়ী বহর আটকে দিল বিক্ষোভকারীরা
সাজিদ-নোমানের ঘূর্ণিতে ১৩৭ রানেই শেষ উইন্ডিজ
কেন মেলোনির সামনে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী?
ট্রাম্পের অভিষেকে যোগ দিচ্ছেন মুকেশ ও নীতা আম্বানি