ইবি শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার হুমকি
১৬ জুলাই ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ১৬ জুলাই ২০২৪, ১২:০৭ এএম
ছাত্রলীগের প্রোগ্রাম থেকে ফিরে যেন তোকে হলে না দেখি। যদি কেউ কিছু বলে, বলবি আমার নাম হাফিজ। তোর কে আছে দেখবোনে। কোটা বিরোধী আন্দোলনে যাওয়ার জের ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হাফিজ কর্তৃক এক শিক্ষার্থীকে এ হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাহফুজ উল হক। গতকাল সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে মারধর ও হল থেকে বের করে দেয়ার হুমকি প্রদান করে ওই ছাত্রলীগ নেতা। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী যথাযথ নিরাপত্তা প্রদান এবং হুমকি ও মারধরের বিষয়ে বিচারের দাবি জানিয়ে ইবি প্রক্টর, ছাত্র উপদেষ্টা এবং হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত হাফিজ ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী বলে জানা গেছে।
লিখিত অভিযোগে মাহফুজ বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের ৪২০ নং কক্ষে আমার অবস্থান। আনুমানিক সকাল ১১ টার সময় নিজ কক্ষে পড়ছিলাম। পরে সাড়ে ১১টার দিকে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষবর্ষের সোহানুর রহমান আমার রুমের সামনে এসে ছাত্রলীগের প্রোগামে যাওয়ার জন্য আমাকে ডাকাডাকি করে। এর কিছুক্ষণ পর শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান হাফিজ কক্ষের সামনে আসে এবং গত রোববার রাতে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে গিয়েছিলাম কি-না জানতে চায়। আমি গিয়েছি জানার পর তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে মিছিলে যাওয়ার কারণ জানতে চায়। তখন চটে গিয়ে আমাকে তিনি বলে, ‘তুই কি রাজাকার? রাজাকার না হলে ওই মিছিলে গেলি কেন?’ আমি তাকে বললাম, ‘আমি রাজাকার হবো কীসের জন্যে? কোনটা ব্যঙ্গার্থক আর কোনটা আসলেই সেটা তো আপনার বোঝা উচিত।’
এরপর তার সাথে আমার কিছুটা কথা কাটাকাটি হয়। এরপর কক্ষে থাকা ঝাড়ু দিয়ে দুই বার আমার মাথায় সজোরে আঘাত করে। যার ফলে ঝাড়ু ভেঙে গেছে। তিনি আরও মারতে উদ্যত হলে আমাকে ডাকতে আসা সোহান এবং সৌরভ শেখ হাফিজ ভাইকে ঠেকায়। যাওয়ার সময় তিনি হুমকির সুরে বলে যান, ‘ছাত্রলীগের প্রোগ্রাম থেকে ফিরে যেন তোকে হলে না দেখি। যদি কেউ কিছু বলে, বলবি আমার নাম হাফিজ। তোর কে আছে দেখবোনে।’
এ বিষয়ে ছাত্রলীগ কর্মী সোহানুর রহমান সোহান বলেন, আজ ছাত্রলীগের প্রোগাম ছিল। আমি মিছিলের জন্য ডাকাডাকি করতে গিয়েছিলাম। আমি মাহফুজকে ডেকে পাশের রুমে চলে যায়। এরপর আমার পেছন পেছন হাফিজ ভাই আসে। তারপর হঠাৎ চিল্লাচিল্লি শুরু হলে আমি গিয়ে দুজনকে থামিয়ে দেই। পরে হাফিজ ভাইকে নিয়ে আমি নিচে চলে আসি।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান হাফিজ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তখন আমি মিছিলে ছিলাম। এ ধরনের কোন ঘটনার সাথে জড়িত নই।
এ ঘটনায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ চেষ্টা করে তাদের মুঠোফোনে পাওয়া যায়নি।
এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইবি ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. বাকী বিল্লাহ বিকুল বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে কেউ দোষী হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রক্টর প্রফেসর ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, অভিযোগপত্র পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর ওই শিক্ষার্থীর নিরাপত্তার জন্য ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: দোয়া চাইলেন তারেক রহমান
মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ
আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপির
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা