ভরা বর্ষায়ও ভ্যাপসা গরম
১৬ জুলাই ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ১৬ জুলাই ২০২৪, ১২:০৭ এএম
আষাঢ় মাস শেষ হলো গতকাল। শ্রাবণ মাস শুরু আজ মঙ্গলবার। আষাঢ়ের শেষ দিকে এসে মাঝখানে দু’য়েকদিন রাজধানী ঢাকাসহ দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পর গত কয়েকদিন ধরে দেশের বেশিরভাগ এলাকায় তেমন বৃষ্টিপাত নেই। বরং তাপমাত্রার পারদ ক্রমেই বৃদ্ধি পেয়েছে। পঞ্জিকার পাতায় এখন ‘বর্ষাকাল’ ঠিক মধ্যভাগে। অথচ ভরা বর্ষায় তাপদাহে অনেক জায়গায় অসহ্য ভ্যপসা গরম অনুভূত হচ্ছে। দিনের বেলায় কোথাও কোথাও ঘন কিংবা মাঝারি ধরনের মেঘমালা উঁকিঝুঁকি দিলেও প্রায় সারাদিন চৈত্রের মতো ঠা ঠা রোদ। বর্ষার ধারক-বাহক দক্ষিণ-মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয়। এ অবস্থায় ঘোর বর্ষায়ও ভ্যাপসা গরমের দাপট বেড়েই চলেছে। আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। গতকাল সোমবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
এদিকে বৈশি^ক আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, বাংলাদেশসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপর বিরাজমান আবহাওয়ার ‘এল নিনো’ বিদায় নিয়ে সেই অবস্থা থেকে ‘লা নিা’র আগমন ও আবহাওয়ায় বড়সড় ধরনের পালাবদল বিলম্বিত হচ্ছে। আগের পূর্বাভাসে সম্ভাব্য আগামী আগস্ট মাসে ‘লা নিনা’র প্রভাব শুরু হচ্ছে না। বরং তার পরিবর্তে আগামী সেপ্টেম্বরের দিকে আবহাওয়ায় ‘লা নিনা’র প্রভাব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে তখন ‘এল নিনো’র কারণে উচ্চ তাপদাহ ও বৃষ্টিরোধক অবস্থা থেকে ‘লা নিনা’র বৃষ্টিবাহী ও তুলনামূলক ‘কম গরম’ অবস্থার দিকে ক্রমশ ধাবিত হতে পারে আবহাওয়া। আপাতত ‘লা নিনা’র প্রভাব বিলম্বিত হওয়ার কারণে বাংলাদেশ ও এর সংলগ্ন ভারতে ভরা বর্ষার টানা এবং অঝোরধারায় বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাছাড়া দিন-রাতে তাপমাত্রাও থাকতে পারে স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বে।
গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ১৮ মিলিমিটার এবং আরও কয়েক জায়গায় অস্থাংয়ীভাবে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত ছাড়া, দেশের অধিকাংশ স্থানে ছিটেফোঁটাও বৃষ্টিপাত হয়নি।
এদিকে আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, মৌসুমী বায়ু আবারও সক্রিয় এবং জোরালো হলে চলতি সপ্তাহের শেষে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুর, সৈয়দপুর, ডিমলা ও শ্রীমঙ্গলে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৪.৯ এবং সর্বনিম্ন ২৮.৪ ডিগ্রি সে.।
তাছাড়া দিনের তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে রাতের ‘সর্বনিম্ন’ তাপমাত্রাও ২৬ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠে গেছে। যা মৌসুমের এ সময়ে অস্বাভাবিক। সেই সঙ্গে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে সর্বত্র। গতকাল রাজধানী ঢাকায় বাতাসে জলীয়বাষ্পের হার ছিল সকালে ৯১ শতাংশ, সন্ধ্যায় ৬৫ শতাংশ। যা অস্বাভাবিক বেশিই।
আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
ফেনী জেলাসহ রংপুর ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়; রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর পরের ৫ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিভাগ জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দক্ষিণ উড়িষ্যা উপকূলে একটি লঘূচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর একটি বলয় সৃষ্টি হয়েছে ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়, উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: দোয়া চাইলেন তারেক রহমান
মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ
আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপির
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা