প্রশ্ন জালিয়াতি-ইফায় দুর্নীতির নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে লিখিত অভিযোগ

ধর্মসচিবের অধর্ম চর্চা!

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৬ জুলাই ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ১৬ জুলাই ২০২৪, ১২:০৭ এএম

প্রশাসনে কর্মরত একজন পূর্ণাঙ্গ সচিবের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনা বিরল। পিএসসি’র সাবেক সচিব দায়িত্ব পালনের সময় প্রশ্ন ফাঁস জালিয়াতি চক্রের সঙ্গে যোগসাজশ, অবৈধ ঘুষ বাণিজ্যে করে প্রায় দুই শতাধিক ব্যক্তিকে চাকরি দেয়া এবং ইসলামিক ফাউন্ডেশনের অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত থাকার ঘটনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবদুল হামিদ জমাদারের বিরুদ্ধে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগ সচিবকে লিখিত অভিযোগ করা হয়েছে। ধর্ম বিষয়ক সচিবের বিরুদ্ধে এমন অধর্মের কাজ করার অভিযোগ নিয়ে কানাঘুষা চলছে। এ প্রসঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

গত ৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় দুর্নীতি দমনে ব্যবস্থা নিতে সচিবদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের নিয়ে অনুষ্ঠিত এই বৈঠক নির্ধারিত কোনো আলোচ্য বিষয় থাকে না। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আজকের বৈঠকে ১৫ থেকে ১৬ জন সচিব বক্তব্য দেন। তাঁদের মধ্যে ১১ জন সংশ্লিষ্ট বিষয়ের ওপর আলোচনা করেন। তার ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি দমনে ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ নির্দেশনা দেন। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী ‘জিরো টলারেন্সের’ কথা বলেছেন। তিনি বলেছেন, দুর্নীতি দমনের দায়িত্ব শুধু দুর্নীতি দমন কমিশনের (দুদক) না। দুর্নীতি নিরসন ও প্রতিরোধের দায়িত্ব প্রতিটি মন্ত্রণালয়েরও। তাই যেখানে যেখানে ‘সার্ভিস পয়েন্ট’ আছে, সেখানে নজরদারি বা ভিন্নতর কৌশল অবলম্বন করে যে প্রক্রিয়া নেওয়া দরকার, তা নিয়ে দুর্নীতি দমনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবদুল হামিদ জমাদার ইনকিলাবকে বলেন, আমি দুর্নীতি ও অনিয়ম করে থাকলে আমার বিরুদ্ধে র্ধমমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব তদন্ত করবে। আসলে আমার বিরুদ্ধে যিনি অভিযোগ দিয়েছেন। এই নামে কোনো বক্তিকে খুজে যাওয়া যায়নি। তিনি বলেন, ভালো কাজ করলে অনেক শত্রু দেখা দেয়। সে রকম হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগ সচিবকে দেয়া লিখিত অভিযোগে বলা হয়, সচিব আবদুল হামিদ জমাদার ২০২২/২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সচিব দায়িত্ব পালন কালিন সময় প্রশ্ন ফাঁস জালিয়াতি চক্রের সঙ্গে যোগসাজশে বিপুল অর্থ নিয়েছে। এছাড়া তার নিকটতম আত্মীয় স্বজন প্রায় ৩০ জনকে অবৈধভাবে চাকরি দিয়েছে। ঘুষ বাণিজ্যে প্রায় আরো দুই শতশতাধিক চাকরি দিয়েছে। তদন্ত করলে এর সত্যতা নিশ্চিত করা সম্ভব হবে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদটি অব্যবস্থাপনা চরমে পৌঁছেছে, পূর্ব গেইটের নিজেস্ব রাস্তাটি আবারো ক্রিয়া ভবন সিটি কর্পোরেশনের সহযোগীতায় দখলে নিয়েছে। সন্ধ্যার পরে মসজিদের দক্ষিণ পূর্ব কর্নারে পতিতা ও মাদকের আসর বসে এবং চারিদিকে হকারদের দখলে তাদের দৌরাত্মে মসজিদে নামাজের মুসুল্লি প্রবেশে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। মসজিদে কমীর্র অভাবে ভিতরে পয় নিষ্কাশন ও পরিষ্কার ও পরিচ্ছন্ন কর্তৃপক্ষের তদারকি নেই। এভাবে প্রতিটি সেকশনের স্থবিরতা অনিয়ম চলছে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় যথাযথ ভুমিকা পালন করতে পারছেন না। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, হজ্ব নিয়ে অব্যবস্থাপনা ও ইসলামিক ফাউন্ডেশন অযোগ্য বিতর্কিত কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতায়সহ বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ও ইসলামিক ফাউণ্ডেশনে অস্থিরতা দাপ্তরিক কাজের চরম গাফলতি স্থবিরতা চলছে। শুধু তাই নয়, ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিধি বহির্ভূত ফাউন্ডেশন অযাচিত হস্তক্ষেপসহ ইফার গাড়িসহ বিভিন্ন সম্পদের অপব্যবহার করছেন। ধর্ম বিষয়ক সচিবের মু. আ. হামিদ জমাদ্দার কারণে সংশ্লিষ্টদের জন্য কর্মপরিবেশ বিষাক্ত হয়ে উঠছে। তার অগ্রহণযোগ্য আচরণে বরাবরই তার অধীনস্থদের বিধি বর্হিঃভুত দাপ্তরিক কাজ করতে বাধ্য করে কেউ অপারগতা প্রকাশ করার সাহস পায়না। ইফা একটি স্বায়ত্তশাসিত সংস্থা একজন ডিজি নির্বাহি প্রধান হিসেবে এ প্রতিষ্ঠান পরিচালনা করার নিয়ম,কিন্তু ইফার বিধিমালা অবৈধ ভাবে সংশোধন করে এ প্রতিষ্ঠানের প্রধান ক্ষমতা মন্ত্রণালয়ে অধিনে নেয়া হয়েছে। সচিব হিসেবে তিনি ক্ষমতার অপব্যবহার করে ইসলামিক ফাউণ্ডেশন গর্বনর বোর্ড সংশ্লিষ্ট দপ্তরে সর্বময় ক্ষমতা প্রয়োগ করে এ প্রতিষ্ঠানটির স্বতন্ত্র স্বকীয়তা ধ্বংসে লিপ্ত।

জাতীয় নির্বাচন সাংবিধানিক সংকট তৈরির অপচেষ্টা ব্যর্থ হওয়ায় কিছু অসাধু আমলারা সরকার বিরোধী অপশক্তির ইন্ধনে ধর্ম মন্ত্রনালয়ে আবারো অরাজক পরিস্থিতি তৈরিতে লিপ্ত হয়েছে। চলতি হজ্ব বিষয়ে অনিয়মের অভিযোগ করেছেন বেসরকারি হজ্ব এসোসিয়েশন (হাব) সভাপতি। তথ্য ভিত্তিক এবারের হজ্বকেন্দ্রিক ব্যাপক অনিয়ম-অব্যবস্থাপনার সমস্যা তৈরিতে ধর্ম সচিব মু: আ: হামিদ জমাদ্দারসহ একটি চক্রের অপতৎপরতা তুলে ধরেন। হজ্জ কেলেংকারী রোধে হাবের সভাপতি ও ধর্মমন্ত্রী ২০ হাজার টাকা হজ্জ যাত্রীর ভিসা অনিশ্চিত হওয়ায় তাৎক্ষনিক প্রধানমন্ত্রী সউদী সরকারকে অনুরোধ করায় অবশেষে ভিসাগুলো ডেলিভারি পায় এতে প্রধানমন্ত্রীকে দায়িত্ব পালন করতে হয় যা ভাবমূর্তির প্রশ্ন শুধুমাত্র সচিব সিন্ডিকেটের ষড়যন্ত্রের জন্য। ধর্ম সচিব বর্তমানে অবৈধ ভাবে অতিরিক্ত ইসলামিক ফাউন্ডেশনের দুটি গাড়ি ব্যবহার করছেন যা দাপ্তরিক বিধি লংঘন, ফাউন্ডেশনের চতুর্থ গ্রেডের একজন কর্মকর্তার প্রাপ্য গাড়ি নিয়ে সচিব তার পিএস-টুকে দিয়েছেন। যার নম্বর ঢাকা মেট্রো খ-১১৯৩৭৫। ইসলামিক ফাউন্ডেশনের আউট সোর্সিংয়ের গাড়ি (নম্বর ঢাকা মেট্রো-ঘ ১৩৫২৯২) মন্ত্রণালয়ে সংযুক্ত দেখিয়ে সচিবের স্ত্রীকে দেওয়া হয়েছে। ইসলমিক ফাউন্ডেশনের আরও দুটি গাড়ি ধর্ম সচিবের দপ্তরে সংযুক্ত আছে। এর মধ্যে একটি তিনি নিজে ব্যবহার করেন। আরেকটি তার বাসার কাজে নিয়োজিত রয়েছে। এই গাড়ি দুটির চালক হিসেবে আছেন মো. মাসুদুর রহমান ও মো. জহিরুল ইসলাম। সরকারের টাকায় জ্বালানি ও চালকদের বেতনসহ সব খরচ দেওয়া হলেও চারটি গাড়ি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহার করছেন ধর্ম সচিব। কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পের কাজে গাড়ি পাওয়া যাচ্ছে না।

ইসলামিক ফাউন্ডেশন যখন ইসলাম প্রচার-প্রসারের পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়ন করে সরকারকে সহযোগিতা করছে। এ সকল উন্নয়ন সরকার বিরোধী চক্র সইতে না পেরে প্রশাসনে কিছু ঘাপটি মারা আমলা এ দ্বীনি প্রতিষ্ঠানকে অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য চক্রান্ত-ষড়যন্ত্র শুরু করেছে। আবদুল হামিদ জমাদার ২০২২-২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সচিব দায়িত্ব পালন কালিন প্রশ্ন ফাঁস জালিয়াতি চক্রের সঙ্গে যোগসাজশে বিপুল অর্থ কামিয়েছে। ধর্ম সচিবের স্বেচ্ছাচারীতা অনিয়মের বিরুদ্ধে নিয়ন্ত্রণ বা কোন ব্যবস্থা নিতে পারছেন না। এতে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে অন্যদিকে মন্ত্রণালয় ও ফাউন্ডেশনে কর্মকর্তা কর্মচারী সরকার বিরোধীরা আরো সক্রিয় উঠেছে। জাকাত বিভাগে চরম অনিয়ম দূর্নীতি এ বিভাগে পরিচালক পদ সহ গবেষণা বিভাগ,অনুবাদ সংকলন বিভাগে লোপাট করতে ধর্ম সচিবের আজ্ঞাবহ উপ পরিচালক ড.হারুন অর রশীদকে বসানো হয়েছে। তা বিধি মোতাবেক নয় একজন উপ পরিচালক হয়তো একটি বিভাগের দায়িত্ব পালন করতে পারে কিন্ত দুটি বিভাগের পরিচালকের দায়িত্ব পালন ইফা আইন বিধি বর্হিঃভুত অবৈধ। তার বিরুদ্ধে অতীতে জেলা পর্যায় থাকা কালিন জামাত শিবিরের কর্মকান্ডে লিপ্ত অর্থ তসরুপ সহ দাপ্তরিক কাজের বহু অনিয়য়ের অভিযোগ রয়েছে। ইফার প্রধান কার্যালয় থেকে মুক্তিযুদ্ধের চেতনার যোগ্য সৎ কর্মকর্তাদের সুপরিকল্পিত ভাবে সরিয়ে দিয়ে বর্তমানে প্রধান কার্যালয়টি জামাতি করণ সরকার বিরোধী কর্মকর্তাদের আখড়ায় পরিণত করা হয়েছে। প্রকাশনা বিভাগটি ইফা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিভাগ এ বিভাগ হতে ধর্মীয় পুস্তকাদি শিক্ষা গবেষণা মুলক পত্র পত্রিকা প্রকাশিত হতো, লেখক বুদ্ধিজীবিদের পদযাত্রা ছিলো আজকে এ বিভাগের করুণ দশা এখানেও একজন জামাতি ঘরনার অযোগ্য দুর্নীতি বাজে অভিযুক্ত আবদুর রাজ্জাক উপ-পরিচালককে প্রকাশনা পরিচালক পদে বসিয়ে আরো হালাল সনদ বিভাগ ও হাওর উন্নয়ন জীব বৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প অতিরিক্ত দুটি দপ্তরের দায়িত্ব প্রদান করে সিন্ডিকেটের লোপাট চলছে। আবদুল্লাহ আল মাসুদ উপ পরিচালক অযোগ্য জঙ্গি মনোভাব পোষণ কারীকে আই সিটি বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখার পরও পরিকল্পনা বিভাগের পরিচালক পদে আসীন হয়ে আছে। এ সব অপকর্মের মূলে ধর্ম সচিব ও তার সিন্ডিকেট,ইফার এতো ভয়াবহ অনিয়মের ক্ষেত্রে অতিরিক্ত সচিব ইফার ডিজি ড.বশিরুল আলম জেগে ঘুমাচ্ছে। মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম’ শীর্ষক ৭ষ্ঠ পর্যায় প্রকল্পটি অনুমোদিত এটি সরকারের খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্পে কর্মকর্তা-কর্মচারীদের লাগামছাড়া অনিয়ম আর দুর্নীতি কোনোভাবেই থামছে না। ইফার গনশিক্ষার সহকারি কর্মকর্তা দম্পত্তি মুহাম্মদ আলমান হোসেন ও মারিয়াম ফাতেমা দু›জন একই প্রতিষ্ঠানে চাকরি সুবাদে গত কয়েক বছরে হয়েছেন অঢেল অবৈধ সম্পদের মালিক। আলমান দম্পত্তি ঘুষ, দুনীতি-অনিয়মের বরপুত্র হিসাবে পরিচিত লাভ করলেও তারা বহাল তরবিয়েতে রয়েছেন। মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম’ ৪৫০ জন ফিল্ড অফিসার ও ফিল্ড সুপারভাইজার চাকুরি উন্নয়ন খাত হতে রাজেস্ব অন্তরর্ভুক্ত করে দেয়ার নামে প্রভাবিত করে প্রতিজন থেকে ১৫ হাজার টাকা করে ৭৫লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে। গত মে মাসে আবারো পূনরায় রাজেস্বও নামে ঘুম বানিজ্য হিসেবে প্রতিজনের কাছ থেকে ২৫ হাজার টাকা ঘুষ উত্তোলন করেন। এরমধ্যে যারা দিতে চাচ্ছেনা তাদের চাকরি বদলীসহ চাকুরিচ্যুতির হুমকি দেয়া হচ্ছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সে অনৈতিক ভাবে মেনেজ করে একই বিভাগের হেড অফিসে প্রায় ১৮ বছর হতে থেকে অপকর্মে লিপ্ত রয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
জুলাই ঘোষণাপত্র নিয়ে গণঅভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর অভিমত চেয়েছে সরকার
আরও

আরও পড়ুন

ইতালির পররাষ্ট্রমন্ত্রী এএফডির সঙ্গে সম্পর্ক রাখতে চান না

ইতালির পররাষ্ট্রমন্ত্রী এএফডির সঙ্গে সম্পর্ক রাখতে চান না

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: দোয়া চাইলেন তারেক রহমান

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: দোয়া চাইলেন তারেক রহমান

মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ

মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ

আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ

আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে

পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব

ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব

সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপির

সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপির

মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ

মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?

টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল

টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল

নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার

নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার

টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান

টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান

অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন

অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন

সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স

সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স

বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার

বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার

আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা

আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা

টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩

টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩

৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল

৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল

যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল

যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল