সহিংসতায় নিহতদের মধ্যে ৮৪ জনের ময়নাতদন্ত ঢামেকে
২৫ জুলাই ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৫ জুলাই ২০২৪, ১২:০৪ এএম
রাজধানীসহ দেশের কয়েক জায়গায় সাম্প্রতিক সহিংসতায় নিহত ৮৪ জনের লাশের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। হাসপাতালের মর্গ থেকে একটি সূত্র এ তথ্য জানিয়েছে। হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় অনেকে নিখোঁজ স্বজনদের খোঁজে মর্গে ও হাসপাতালে আসছেন।
সূত্র বলছে, বেশ কয়েকদিনের সহিংসতায় এ পর্যন্ত ঢামেকে নিয়ে আসা ৮৪ লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে লাশগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেয় পুলিশ। এছাড়া আরও কিছু লাশ ময়নাতদন্তের জন্য অপেক্ষায় আছে। এর বাইরে অজ্ঞাত আরও আটটি লাশ মর্গের ফ্রিজে রাখা আছে। এছাড়া সহিংসতায় আহত হয়ে ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত এক হাজার ২৫৪ জন হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসার জন্য টিকেট নিয়েছেন।
গত মঙ্গলবার ২৩ জুলাই চারটি লাশের ময়নাতদন্ত হয়। তবে নিহতদের মধ্যে কোনো নারীর লাশ নেই। সূত্রটি আরও জানায়, কলাবাগ থানা পুলিশ দুইটি লাশ সরাসরি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠালেও বাকি সব লাশ ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে এসেছে। বিভিন্ন থানা পুলিশ সব লাশের সুরতহাল তৈরি করে মর্গে পাঠানোর পরে ময়নাতদন্ত সম্পন্ন হয়। এদিকে ঢাকা মেডিকেল হাসপাতালের টিকেট কাউন্টারের ইনচার্জ তরিকুল জানান, সহিংসতায় আহত হয়ে ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত এক হাজার ২৫৪ জন হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসার জন্য টিকেট নিয়েছেন। তাদের মধ্যে থেকে সাড়ে ৩০০ আহত রোগীকে ভর্তি দেওয়া হয়েছিল। প্রায় সবাই গুলিতে আহত ছিলেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প (ইনচার্জ) বাচ্চু মিয়া জানান, সহিংসতায় নিহত অনেক লাশ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হাসপাতাল থেকে হস্তান্তর করেছে থানা পুলিশ। তবে সহিংসতায় মোট কতজন মারা গেছেন এ সংখ্যা হাসপাতালের পুলিশের কাছে নেই। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার (ইএমও) (নাম প্রকাশে অনিচ্ছুক) এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সব লাশের জন্যই মৃত্যু সনদ দিচ্ছি এবং ময়নাতদন্ত করতে বলছি। তবে স্বজনরা যদি এটি না চান, তাহলে আমরা জোর করতে পারি না।
এদিকে রাজধানীতে গত কয়েকদিনের সহিংসতায় নিখোঁজ ব্যক্তিদের খোঁজে হাসপাতালে সন্ধানে আসছেন স্বজনরা। গত শুক্রবার সংঘর্ষের সময় যাত্রাবাড়ী দয়াগঞ্জ ইবনেসিনা হাসপাতালের সামনে জালালীয়া কনফেকশনারি কর্মচারী শিপন (১৪) নিখোঁজ হয়। এরপর থেকে স্বজনরা বিভিন্ন হাসপাতালে তার সন্ধান করে যাচ্ছেন। মঙ্গলবার বিকেলেও ঢামেকে আসেন নিখোঁজ শিপনের পরিচিত শাহদাদ হোসেন। তিনি জানান, শুক্রবারের সংঘর্ষের সময় দোকান বন্ধ করে নারিন্দা রোডে বাসায় যাওয়ার সময় শিপন নিখোঁজ হয়। তার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নোয়াখালীতে বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের সহায়তা পেল ৩৪ পরিবার
বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নার্গিস ফাখরি
সমাজ কল্যান সংস্থার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস প্রদান
নাটোরে বিএনসিসি মহাস্থান রেজিমেন্টাল ক্যাম্প শুরু
নাটোরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু
জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ বাতিল
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু
দাদা বাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
হিরণ ও তার ড্রাইভারের লাশ ৫ মাস পর উত্তোলন
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা
শুধু এইচএমপিভি নয়, সানজিদার মাল্টিঅর্গান ফেইল করেছিল
ফরিদপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের: এরদোগান
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
সকলে মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
মুগ্ধ হত্যা: ট্রাইব্যুনালে স্নিগ্ধের অভিযোগ
জাবেদ পাটোয়ারী ও বনজ কুমারের পাসপোর্ট বাতিল
কেন এসেছেন, কি করার আছে আপনাদের
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না: রিজভী