ঢাকা ছাড়ছে কিছু দূরপাল্লার বাস
২৭ জুলাই ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৭ জুলাই ২০২৪, ১২:০১ এএম
কারফিউ শিথিলের সময়টায় রাজধানী ঢাকা থেকে চলাচল করছে কিছু দূরপাল্লার বাস। রাজধানীর তিনটি আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় এসব বাস। মহাখালী, গাবতলী, সায়েদাবাদ টার্মিনালসহ দূরপাল্লার বাস ছেড়ে যাওয়ার পয়েন্টগুলোতে কাউন্টারে গিয়ে সেসব জায়গায় গিয়ে এ অবস্থা দেখা গেছে। একটি পরিবহনের কাউন্টারের বুকিং সহকারীরা বলেছেন, দিনের পাশাপাশি রাতেও তাদের গাড়ি ছাড়ছে, তবে পরিমাণে কম। আবার বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার কিছু বাস ঢাকায় এসেছে। তবে চলাচলকারী দূরপাল্লার বাসের সংখ্যা খুবই কম। এসব বাসে নেই পর্যাপ্ত যাত্রী। গতকাল শুক্রবার সড়ক পরিবহন মালিক সমিতি, বাসের চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে।
জানা গেছে, সকালে গাবতলী থেকে কিছু বাস উত্তরবঙ্গের দিকে, মহাখালী থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণার দিকে, সিলেট রুটে এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম ও দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে ছেড়ে গেছে। এসব বাসে যাত্রী সংখ্যা কম ছিল।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারফিউয়ে জরুরি কাজ ছাড়া কেউ দূরপাল্লায় যাতায়াত করছেন না। নিরাপত্তার স্বার্থে সবাই সাবধানে আছেন।
রাঙ্গামাটি গিয়েছিলেন বেসরকারি এক চাকরিজীবী। ১৯ জুলাই ঢাকায় ফেরার কথা ছিল, টিকেটও কাটা ছিল আগে। তবে বাস চলাচল বন্ধ হওয়ায় তারা আটকা পড়েন। তিনি বলেন, পাঁচ দিন আটকা থাকার পর কারফিউ শিথিলের সুযোগে বাস ছাড়তে পারে জানতে পেরে বাস কাউন্টারে যোগাযোগ করলে তারা নির্দিষ্ট করে কিছু বলতে পারছিলেন না। শেষপর্যন্ত তিনি টিকেট পান। রাঙামাটি থেকে সায়েদাবাদ টার্মিনালে পৌঁছায় তাদের বহনকারী বাসটি। পরিবার নিয়ে ঢাকায় ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তিনি।
সিলেট থেকে ঢাকায় আসা যাত্রী খোরশেদ বলেন, শনিবার আমাদের একটা জরুরি কাজ আছে, সে কারণেই ঢাকায় আসা। বর্তমান পরিস্থিতিতে রাস্তায় একটু ভীত সাব্যস্ত হলেও কোনো অসুবিধা হয়নি। নিরাপদে আসা গেছে।
ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে চলাচলকারী একটি বাসের চালক বলেন, ময়মনসিংহ থেকে বাস চালিয়ে একটু আগেই ঢাকায় ফিরলাম। রাস্তায় কোনো সমস্যা নেই। আরামে আসা গেছে। তবে যাত্রীর সংখ্যা কিছুটা কম। জরুরি দরকার ছাড়া হয়তো কেউ চলাচল করছে না।
ঢাকা থেকে সিরাজগঞ্জে চলাচল করা সেবা লাইনের চালক বলেন, এই কয়দিনে কোনো ট্রিপ মারতে পারি নাই। ট্যাকাটুকা ভাইঙা খাইছি বইসা। আমরা তো কোনো দোষ করলাম না। তাও ভুগলাম। সরকার আমাদের কিছু আর্থিক সহায়তা দিক।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সামদানী খন্দকার বলেন, কারফিউ শিথিলের সময়ের ওপর নির্ভর করে আমাদের গাড়িগুলো দূরপাল্লার উদ্দেশে ছেড়ে গেছে। সময়ের সঙ্গে সমন্বয় করে গাড়ি ছাড়া হচ্ছে। এখনো পুরোপুরি গাড়ি চলাচল শুরু করেনি। তবে নিরাপত্তার বিষয় রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পারলে আমাদের গাড়ি চালাতে অসুবিধা নেই।
১৫ জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের অবরোধে দিনের বেলা সারা দেশে বাস চলাচল বিঘ্নিত হয়। ১৬ থেকে ১৭ জুলাই পর্যন্ত সীমিত সংখ্যায় বাস চলাচল করলেও ১৮ জুলাই শাটডাউন কর্মসূচি ঘিরে পরিস্থিতি আরও সহিংস হয়ে ওঠে। ওই দিন থেকে ঢাকার সঙ্গে দূরপাল্লার বাসের চলাচল বন্ধ হয়ে যায়। ১৯ জুলাই আসে কারফিউ। সেদিন রাত থেকে দেশের কোনো প্রান্ত থেকে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে আসেনি। এ অবস্থা ছিল ২৩ জুলাই পর্যন্ত। ২৪ জুলাইয়ে শুরু হয় দূরপাল্লার বাসের চলাচল। এ দিন সাত ঘণ্টা কারফিউ শিথিলের সুযোগে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় এবং ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে বাস চলা শুরু হয়।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান বাবলু আটক
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি