ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১

সারা দেশে পুলিশের সাঁড়াশি অভিযান গ্রেফতার অব্যাহত

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৭ জুলাই ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৭ জুলাই ২০২৪, ১২:০২ এএম

কোটা সংস্কারকে ঘিরে সারা দেশে পুলিশের ওপর হামলা, স্থাপনা ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়াসহ সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় গতকাল শুক্রবার দেশের বিভিন্ন এলাকায় সন্দেহভাজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলের ভিডিও ফুটেজসহ বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরো অনেককে গ্রেফতার করা হবে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে সংঘাতের ঘটনায় আরো ৬৮জন আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জে সরকারি-বেসরকারি স্থাপনা-প্রতিষ্ঠান, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুরে ৫ মামলায় আসামি ৮ শতাধিক। সখিপুর থানা পুলিশ বিএনপি নেতা পৌর ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাছেদ সিকদার ও বিএনপি সমর্থক সিরাজকে আটক করে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-

চট্টগ্রামে ৬৮ জন গ্রেফতার : আরো একটি মামলা
শফিউল আলম, চট্টগ্রাম থেকে জানান, চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে সংঘাতের ঘটনায় আরো ৬৮জন আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। নগরীর ১৬টি থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৮ মামলায় ৪১ জনকে গ্রেফতার করা হয়। একই সময়ে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় ৬৮ জনসহ এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৮০৩ জন। চট্টগ্রাম মহানগরীর ও জেলার বিভিন্ন থানায় গতকাল শুক্রবার পর্যন্ত মামলা হয়েছে ২৯টি। এসব মামলায় আসামি করা হয়েছে ৪১ হাজারের বেশি মানুষকে। এদিকে বৃহস্পতিবার রাতে নগরীতে আরো একটি মামলায় ৭১ জনকে। ডবলমুরিং থানায় দায়েরকৃত এ মামলায় এজাহারনামীয় আসামি ৩১ জন এবং অজ্ঞাতনামা আসামি ৩০-৪০ জন বলে জানিয়েছেন নগর পুলিশের এডিসি (পিআর) কাজী মো. তারেক আজিজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নগরীর মুরাদপুর, ষোলশহর ও বহদ্দারহাটে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ছয়জন নিহত এবং কয়েক শ’ আহত হয়েছেন। এসব ঘটনায় পুলিশ ও ছাত্রলীগের নেতারা বাদী হয়ে নগরীতে ১৮টি ও জেলা ১১টি মামলা করেন। এরপর থেকে চলছে পুলিশের ধরপাকড়। বিএনপির নেতারা পুলিশের বিরুদ্ধে গণগ্রেফতারের অভিযোগ করেন। তারা বলছেন, সরকারি দলের ক্যাডারদের হামলায় সাধারণ শিক্ষার্থীরা হতাহত হয়েছেন। পুলিশও তাদের কঠোরভাবে দমন করেছে। এখন উল্টো শিক্ষার্থীদের গ্রেফতার করা হচ্ছে। সেইসঙ্গে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

নারায়ণগঞ্জে আরও ৬২ জন আটক, চার থানায় নতুন মামলা ৮
মো. হাফিজুর রহমান মিন্টু, নারায়ণগঞ্জ থেকে জানান, কোটা আন্দোলনে নারায়ণগঞ্জে সরকারি-বেসরকারি স্থাপনা-প্রতিষ্ঠান, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে বিভিন্ন থানায় ৮টি নাশকতার মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে মোট গ্রেফতারের সংখ্যা ৪৩৬ জন, মামলার সংখ্যা ২২টি।
জানা গেছে, ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া, পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন থেকে ২০ জুলাই পর্যন্ত বিক্ষুব্ধ আন্দোলনকারীরা নারায়ণগঞ্জ শহরসহ বিভিন্ন জায়াগায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়।

পুলিশ জানিয়েছে, কোটা আন্দোলনের সুযোগ নিয়ে আসামিরা চাষাঢ়া মোড়, ২নং রেলগেট, সদর থানা, ফতুল্লা থানার জালকুড়ি, ভূঁইগড়, সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল, চিটাগাং রোড, ডাচ্-বাংলা ব্যাংকের মোড়ে পুলিশের ওপর আক্রমণ, সরকারি অফিস সার্ভিসের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ ছাড়া নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ও পুলিশ পিবিআইএ অফিসেও তারা হামলা করে। এছাড়াও কাঁচপুর মেঘনা টোল প্লাজা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। সেই সাথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এসবি গার্মেন্ট, যুব উন্নয়ন অধিদফতর, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, সাইনবোর্ড হাইওয়ে পুলিশ বক্স, বন্দর ধামগড় ফাঁড়ি, জালকুড়ি শীতল বাস ডিপো পুড়িয়ে দেয়। শিমরাইল ডাচ্-বাংলা ব্যাংকের মোড়ে হাইওয়ে পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে গত ২১ জুলাই পুলিশ, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে নাশকতাকারীদের অপসারণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ২৫ জুলাই দুপুর পর্যন্ত বিভিন্ন থানায় ১৪টি নাশকতার মামলা দায়ের করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম-অপারেশন) চাইলাউ মারমা জানান, বৃহস্পতিবার ২৫ জুলাই হতে শুক্রবার ২৬ জুলাই পর্যন্ত নতুন করে ৮টি নাশকতার মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় ৩টি, ফতুল্লা থানায় ২টি, বন্দর থানায় ১টি ও সদর থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল থেকে নিয়ে এ পর্যন্ত ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে, মোট গ্রেফতার সংখ্যা ৪৩৬ জন। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

মাদারীপুরে ৫ মামলায় আসামি ৮ শতাধিক
আবুল হাসান সোহেল, মাদারীপুর থেকে জানান, মাদারীপুরে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি মামলায় ৮ শতাধিক আসামি করা হয়েছে। এই মামলায় শতাধিক গ্রেফতার করা হয়েছে। মামলা ও আসামির সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। এদিকে হামলার কারনে ধ্বংস স্তুপে রূপ নিয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। এসব স্থাপনা নতুন করে ঠিক করতে সময় লাগবে প্রায় ৬ মাস। গত বৃহস্পতি ও শুক্রবার কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের রক্তক্ষয়ী ব্যাপক সংঘর্ষের ঘটনায় মাদারীপুরে ৩জন নিহত হয়েছে। ওই ঘটনায় বিক্ষুব্ধরা সরকারি বেসরকারি অন্তত ১০ প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় একটি পেট্টোলপাম্প, ৩২টি যাত্রীবাহী বাস, ৩টি ট্রাকসহ একাধিক ছোট যানবাহন। এতে ৪০ কোটি ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

মাদারীপুরের অতিরিক্তি পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, হামলার ঘটনায় এপর্যন্ত ৫টি মামলায় হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা ৮ শতাধিক আসামি করা হয়েছে। দোষিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান বলেন, তদন্ত কমিটি করে ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়েছে। পুরো জেলায় ক্ষয়ক্ষতির পরিমান ৪০ কোটি ৮ লাখ টাকা।
মাহাম্মদ শরীফুল ইসলাম, সখিপুর (টাঙ্গাইল) থেকে জানান, গতকাল শুক্রবার সকালে সখিপুর থানা পুলিশ বিএনপি নেতা পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর বাছেদ সিকদার ও বিএনপি সমর্থক সিরাজকে আটক করে। এরপর গতকাল টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
দেশের সাংবিধানিক নাম ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ
সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ ও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
আরও

আরও পড়ুন

বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

বিপিএল শেষ কর্নওয়ালের

বিপিএল শেষ কর্নওয়ালের

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

ধূমপানকে না বলুন

ধূমপানকে না বলুন

জালিমের পরিণতি ভালো হয় না

জালিমের পরিণতি ভালো হয় না

অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি

অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি

মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়

মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়

১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত

১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত