রাজধানীতে বেড়েছে গণপরিবহন
২৯ জুলাই ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১২:০১ এএম
কোটা সংস্কার আন্দোলনের পর গতকাল রোববার সকাল থেকে রাজধানীর সড়কে গণপরিবহনের চলাচল বেড়েছে। সড়কে বিভিন্ন গন্তব্যের পর্যাপ্ত গণপরিবহন চলাচল করছে। আগের মতোই স্বস্তিতে যাতায়াত করতে পারছেন যাত্রীরা। তবে যানবহনের তুলনায় যাত্রী সংখ্যা অনেক কম। জরুরি প্রয়োজন ছাড়া এখনো অনেকে বাইরে চলাফেরা করছেন না বলে রাজধানী ভিতরে ও দূরপাল্লার যানবাহনে যাত্রী কম বলে জানিয়েছেন অনেকে।
উত্তরা বিমানবন্দর সড়কে গত কয়েকদিনের তুলনায় যানবাহনের চাপ বেড়েছে। সকালের দিকে আফিস খোলার সময় এই চাপ বেশি দেখা গেছে। আর এই রুটে চলাচলকারী অনেক যাত্রী মেট্রোরেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে। এখন মেট্রোরেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকার কারণে যাত্রীর চাপ বেড়েছে। তবে বিকালের দিকে এই চাপ আস্তে আস্তে কমে আসে। এমটাই জানানো হয়েছে উত্তরা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে।
সকাল থেকে রাজধানীর সায়েদাবাদ থেকে ছেড়ে যাচ্ছে কিছু দূরপাল্লার বাস। তবে যাত্রী সংখ্যা কম, বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। অনেক কাউন্টার একেবারেই ফাঁকা। কয়েকজন থাকলেও আরও বেশি যাত্রী পাওয়ার আশায় অপেক্ষা করছেন কাউন্টার স্টাফরা। সারি সারি গাড়ি থাকলেও যাত্রী চাপ খুবই কম দেখা গেছে।
সপ্তাহের প্রথম দিন রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কে তেমন কোনো যানজট না থাকায় স্বাচ্ছন্দে গণপরিবহন চালাতে পেরে খুশি পরিবহন শ্রমিকরা। তারা জানান, কোটা সংস্কার আন্দোলনের কারণে প্রায় ১০ দিন পর ঢাকার সড়কে গণপরিবন চলাচল বন্ধ ছিল। বাস ভাঙচুর বা অগ্নিসংযোগ আতঙ্কে কেউ বাস নিয়ে রাস্তায় বের হয়নি। এখন শহরের পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় তারা বাস নিয়ে বের হয়েছেন।
মহাখালী বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা এক যাত্রী আনিসুল বলেন, মহাখালী থেকে বাসে গাজীপুর যাব তাই বাসের অপেক্ষা করছি। বাসা থেকে বের হওয়ার সময় আশঙ্কা ছিল, সড়কে বাস পাবো কি না। রাস্তায় গিয়ে দেখি অনেক বাস চলছে। আশা করি নিজ গন্তব্যের বাস দ্রুত সময়ের মধ্যেই পাওয়া যাবে। তবে রাস্তায় যেসব বাস চলাচল করছে সেগুলোতে দেখা যাচ্ছে তুলনামূলক যাত্রী অনেক কম।
ডেমরা এলাকায় একটি পরিবহনের চালক বলেন, অন্য দিনের তুলনায় আজ বাস বেশি চলাতে মালিক সমিতি থেকে নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী সকাল থেকেই একেক করে বাস গন্তব্যে ছুটছে। তবে যাত্রী কম। গত ১০ দিন বাস বন্ধ রাখায় পরিবহন শ্রমিকদের অনেক ক্ষতি হয়েছে। অনেকে সংসারের খরচ মিটাতে পারেননি।
ঠিকানা এক্সপ্রেস বাসের চালক সায়েন্সল্যাব মোড়ে বলেন, চন্দ্রা থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়কে কোনো যানজট ছিল না। শুধু শ্যামলী, টেকনিক্যাল, আসাদগেট এলাকায় এক-দুই মিনিট করে সিগন্যালে দাঁড়াতে হয়েছে। তবে সড়কে যাত্রী স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কম।
রয়েল পরিবহনের স্টাফ আবদুল অদুদ বলেন, সকাল থেকে সব গাড়ি চলছে। তবে আমাদের যাত্রী খুবই কম। কারফিউয়ের কারণে অনেকে বের হচ্ছেন না, তাই যাত্রী তেমন নেই বললেই চলে। আনেক দেরি করে সময় নিয়ে গাড়ি ছাড়তে হচ্ছে। আগে স্বাভাবিক সময়ে ১০ থেকে ১৫ মিনিট পর গাড়ি ছাড়তাম। এখন ৪০ মিনিট থেকে এক ঘণ্টা পর পর বাস ছাড়তে হচ্ছে। তবে যাত্রী খুবই কম, সেটা একটা বড় সমস্যা। যাত্রী ছাড়া গাড়ি চালিয়ে পোষানো সম্ভব নয়।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সামদানী খন্দকার বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় তাদের অনেক বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তারপরও নগরের মানুষের যাতায়াতের সুবিধার্থে সীমিত আকারে বাস চালু ছিল। রোববার থেকে পুরোদমে বাস চলছে। তবে আগের তুলনায় সড়কে যাত্রী উপস্থিতি কিছুটা কম।
ট্রাফিক পুলিশের উত্তরা জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার কামরুজ্জামান বলেন, উত্তরা বিমানবন্দর সড়কে গত কয়েকদিনের তুলনায় যানবাহনের চাপ বেড়েছে। সকালের দিকে আফিস খোলার সময় এই চাপ বেশি দেখা গেছে। আর এই রুটে চলাচলকারী অনেক যাত্রী মেট্রোরেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে। এখন মেট্রোরেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকার কারণে যাত্রীর চাপ বেড়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাগুরা আইনজীবী সমিতির নির্বাচনে কল্লোল সভাপতি, টগর সাধারণ সম্পদক নির্বাচিত
পেকুয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ কারবারি আটক
দেশকে বিভাজনের জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
ঈশ্বরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ
দেশের সাংবিধানিক নাম ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু