জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সমাবেশ, শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্দোলনের সমন্বয়ক নুসরাত ও আরিফকে তুলে নেয়ার অভিযোগ

Daily Inqilab জাবি সংবাদদাতা

২৯ জুলাই ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১২:০১ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ জন সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। নতুন করে গত শনিবার রাতে আরো দুই সমন্বয়ককে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করা হয়েছে। এই দুই সমন্বয়ক হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসসুম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আরিফ সোহেল।

এর মধ্যে নুসরাত তাবাসসুমকে রোববার ভোর পাঁচটায় মিরপুরের একটি বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়। এমনটাই জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল হান্নান মাসউদ। এছাড়া প্লাটফর্মটির সহ-সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাতও ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে ডিবি পরিচয়ে শনিবার দিবাগত রাত চারটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকার ভাড়া বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। তিনি পরিবারের সঙ্গে আমবাগান এলাকায় ভাড়া থাকতেন।

ঘটনার বর্ণনা দিয়ে আরিফ সোহেলের বাবা মো. আবুল খায়ের বলেন, ‘শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাসার নিচে ৮ থেকে ১০ জন এসে ফটকে ধাক্কা দেন। তখন আমি এবং আরিফের বড় ভাই মোহাম্মদ আলী জুয়েল তাদের পরিচয় জানতে চাই। তখন তারা নিজেদের ডিবি ও সিআইডির লোক বলে পরিচয় দেন। পরে ফটকের তালা খুলে দিলে ওই ব্যক্তিরা বাসার ভেতরে ঢুকে প্রথমে সবার মুঠোফোন নিয়ে নেন। এছাড়া তারা জুয়েলের কম্পিউটারের বিভিন্ন ড্রাইভ চেক করে বেশ কয়েকটি ছবি তোলেন।’

তিনি আরো বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তারা আরিফ সোহেল ও জুয়েলের সঙ্গে কথা বলবেন জানিয়ে তৈরি হতে বলেন। পরে তাদের দু’জনকে গাড়িতে তুলে দ্রুত সেখান থেকে চলে যান তারা। এরপর আমি আশুলিয়া থানা, সাভার মডেল থানা ও ঢাকা জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর) কার্যালয়ে গিয়ে সন্তানদের খোঁজ নিই। কিন্তু কোথাও তাদের পাইনি। পরে বড় ছেলে জুয়েলের মুঠোফোনে কল করলে জানতে পারি, তাকে ওই ব্যক্তিরা সাভারের গেন্ডা এলাকায় নামিয়ে দিয়ে শুধু আরিফকে নিয়ে গেছেন।’

তবে পুলিশ বলছে, তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার কোনো সমন্বয়ককে এই থানায় আনা হয়নি। এমনকি কাউকে তুলে নেওয়ার বিষয়ে কিছুই জানি না।’

ঢাকা জেলা গোয়েন্দা শাখা ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘ডিবি পরিচয়ে রাতে কাউকে তুলে আনার বিষয়টি আমার জানা নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার কোনো সমন্বয়ককে আমরা আটক বা গ্রেফতার করিনি।’

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে তুলে নেওয়া ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এছাড়া আন্দোলনের সময় নিহতদের প্রতি গভীর শোক ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন তারা।
এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে গতকাল রোববার দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন নবনির্মিত ছাত্র-জনতা শহীদ স্মৃতিস্তম্ভের সামনে শিক্ষকদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা, তাদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানান শিক্ষকেরা। এছাড়া আরিফ সোহেলকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর রায়হান রাইন বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনগণের উপর বর্বরোচিতভাবে হামলা চালানো হয়। এখন যেসকল শিক্ষার্থী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাদেরকে নিরাপত্তার কথা বলে তুলে নেওয়া হচ্ছে। আমরা জানি, শিক্ষার্থীদের রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। আমরা শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বাংলা বিভাগের সভাপতি প্রফেসর শামীমা সুলতানা বলেন, ‘সারাদেশে যা ঘটে যাচ্ছে, তাতে আমরা ভীষণভাবে মর্মাহত। বর্তমান সরকার যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, আমরা যাদের স্বৈরাচার বলতাম, তাদের আমলেও এমন হত্যাকাণ্ড ঘটেনি।’
অন্যদিকে আরিফ সোহেলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বিকাল চারটায় বিশ^বিদ্যালয়ের পুরাতন পরিবহন চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে আরিফ সোহেলের ছোট বোন ও বিশ^বিদ্যালয়ের চারুকলা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী উম্মে খায়ের ঈদি বলেন, ‘গতকাল দিবাগত রাতে সাদা পোশাকে কিছু লোক জোর করে বাসায় ঢুকে আমার ভাইকে তুলে নিয়ে যান। আমি ও আমার পরিবার এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত। ন্যায়সঙ্গত একটি অধিকারের জন্য অন্যায়ভাবে আমার ভাইকে যেন আটকে রাখা না হয়। আমার ভাইকে দ্রুত সময়ের মধ্যে ছেড়ে দেওয়ার দাবি জানাই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, ‘বিভিন্ন জায়গায় খোঁজ করেও আরিফ সোহেল কোথায় এবং কীভাবে আছে জানতে পারিনি। আইনশৃঙ্খলাবাহিনী ও ক্ষমতাসীন আওয়ামীপন্থি লোকজন প্রতিনিয়তই আমাদেরকে হামলা মামলার ভয় দেখাচ্ছে। এমনকি সকল সমন্বয়কদের গ্রামের বাড়িতে গিয়েও পুলিশ হয়রানি করছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত হল খুলে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি যেসকল সমন্বয়ককে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাদের নিঃশর্তভাবে মুক্তির দাবি জানাচ্ছি। হামলা মামলার ভয় দেখিয়ে আমাদের যৌক্তিক আন্দোলন দমানো যাবে না।’


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় ড. ইউনূসের নেতৃত্বে কমিশন গঠন
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সুপারিশ
কোটি টাকা লুটপাট : সাবেক এমপি নদভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
আরও

আরও পড়ুন

বিরলে সীঁমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার

বিরলে সীঁমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার

বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি

বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি

নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের

নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের

হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না  : মুফতি ফয়জুল করীম

মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম

কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন

কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন

ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন

ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

বিপিএল শেষ কর্নওয়ালের

বিপিএল শেষ কর্নওয়ালের

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি

আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি

রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় ড. ইউনূসের নেতৃত্বে কমিশন গঠন

রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় ড. ইউনূসের নেতৃত্বে কমিশন গঠন

শায়খ ফুলতলী আমাদের বেহেশতের পথ দেখিয়েছেন: দামেস্কের শায়খ সাইয়্যিদ ফাদি জু’বা

শায়খ ফুলতলী আমাদের বেহেশতের পথ দেখিয়েছেন: দামেস্কের শায়খ সাইয়্যিদ ফাদি জু’বা

সৈয়দপুরে নববধূ মুক্তার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সৈয়দপুরে নববধূ মুক্তার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ইভটিজিংয়ের জেরে ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত কিশোরীর আত্মহত্যা

ইভটিজিংয়ের জেরে ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত কিশোরীর আত্মহত্যা

গাজীপুরে ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ গ্রহণ: ওসি ক্লোজ, বদলি ৩ এসআই

গাজীপুরে ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ গ্রহণ: ওসি ক্লোজ, বদলি ৩ এসআই