চট্টগ্রামে ঘরে ঘরে অভিযান ১২ দিনে ৩১ মামলায় গ্রেফতার ৮৯৭ : দিশেহারা শিক্ষার্থী ও বিরোধী দলের নেতাকর্মীরা

রাত নামতেই আতঙ্ক

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

২৯ জুলাই ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১২:০১ এএম

রাতের আঁধারে পুলিশ বাড়িটি ঘেরাও করে ফেলে। এরপর বাড়িতে হানা দিয়ে সব বাসিন্দাকে এক কক্ষে এনে জড়ো করে। কেড়ে নেওয়া হয় সবার মোবাইল ফোন। এরপর বাড়ির কর্তা বিএনপি নেতা মনজুর আলম মনজুকে তুলে নিয়ে যায় পুলিশ। শনিবার রাতের শুরুতে চট্টগ্রাম নগরীর কর্নেল হাটস্থ আশরাফ আলী চৌধুরী বাড়িতে ঘটে এমন ঘটনা। গ্রেফতার মনজুর আলম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

তাকে গ্রেফতারে পুলিশি অভিযানের বর্ণনা দিয়ে নগর বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা ইদ্রিস আলী বলেন, হঠাৎ ৭০-৮০জন পুলিশ সদস্য বাড়িটি ঘেরাও করে। এরপর চলে গ্রেফতার অভিযান। এসময় বাড়ির মহিলা ও শিশুদের সাথেও পুলিশের বিরুদ্ধে দুর্ব্যহারের অভিযোগ করেন তিনি। তিনি বলেন, কোন প্রকার গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তাকে তুলে নেওয়া হয়েছে। ঠিক একই সময়ে নগরীর হালিশহরের বাড়ি থেকে তুলে নেওয়া হয় বিএনপি নেতা কিং আলীকেও।

কোটা সংস্কার আন্দোলন দমনে শিক্ষার্থীদের উপর পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের যৌথ ক্র্যাকডাউনে নগরীর মুরাদপুর ও বহদ্দারহাটে দুই দিনে সংঘর্ষে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়াসহ ছয়জনের মৃত্যু হয়। আহত হন আরো কয়েকশ’ মানুষ। এই ঘটনার পর থেকে পুলিশ, শিক্ষার্থী ও বিরোধী দল বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামির কর্মীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। টানা অভিযানে গত ১২ দিনে জেলা এবং মহানগরীতে ৮৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বিএনপির দাবি একই সময়ে তাদের প্রায় চারশ’ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

নগরীতে সংঘাত সহিংসতার ঘটনায় মোট মামলা হয়েছে ২০টি। আর জেলায় ১১টি মামলা রেকর্ড হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৪২ হাজার মানুষকে। সর্বশেষ শনিবার রাতে নগরীর পাঁচলাইশ থানায় আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে এক ছাত্রলীগ নেতা বাদি হয়ে আরো একটি মামলা করেন। বেসরকারি প্রিমিয়ার বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সম্রাট বাদি হয়ে এই মামলায় নাম উল্লেখ করে ৫০ জনকে আসামি করেন। অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে আসামি করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (পিআর) কাজী মো. তারেক আজিজ বলেন, ১৬ জুলাই নগরীর মুরাদপুরে শিক্ষার্থীদের সাথে সংর্ঘষ চলাকালে একটি ভবন থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের ফেলে দেয়ার ঘটনায় এই মামলা হয়েছে।

উল্লেখ্য ‘নব্য রাজাকারদের প্রতিহত করতে ছাত্রলীগই যথেষ্ট’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পর ১৬ জুলাই কোটা সংষ্কার আন্দোলনের শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত সমাবেশস্থল নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকা লাঠিসোটা নিয়ে দখলে নেয় ছাত্রলীগ ও যুবলীগ। পরে সেখানে কোটা বিরোধীদের সমাবেশ শুরু হলে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের একটি দল পালাতে গিয়ে শিক্ষার্থীদের সমাবেশে আটকা পড়ে।
শিক্ষার্থীদের রোষানল থেকে বাঁচতে তারা মুরাদপুরের একটি ছয়তলা ভবনের ছাদে উঠে যায়। সেখানে গিয়ে লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা করে আন্দোলনকারীরা। এসময় প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী ছাদ থেকে পানির পাইপ বেয়ে নামতে গিয়ে নিচে পড়ে যায়। এই ঘটনায় কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হন। পরে এই ঘটনার জের ধরে একের পর এক মামলা হয় শিক্ষার্থীদের বিরুদ্ধে।

এদিকে ১৬ জুলাই মুরাদপুর এবং ১৮ জুলাই বহদ্দারহাটে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে ছাত্রলীগ ও যুবলীগের কমপক্ষে ১০ নেতাকর্মীকে প্রকাশ্যে ছাত্রদের উপর গুলিবর্ষণ করতে দেখা যায়। তাদের গুলিতেই হতাহতের ঘটনা ঘটে। অথচ এই অস্ত্রধারীদের বিরুদ্ধে কোন মামলা হয়নি। গতকাল পর্যন্ত কোন অস্ত্রধারীকে পুলিশ গ্রেফতারও করেনি। অথচ শিক্ষার্থীদের মারতে গিয়ে যারা মার খেয়েছে তারাই উল্টো শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করছে।

অপরদিকে কোন ঘটনা ছাড়াই নগরীর হালিশহর, ডবলমুরিং ও আকবরশাহ থানা এলাকায় পুলিশ বাদি হয়ে তিনটি মামলা করেছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। শুক্রবার রাতে নগরীর আকবরশাহ থানার পাক্কা রাস্তার মাথা এলাকায় কিছু লোক জড়ো হয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছিল এমন অভিযোগে পুলিশ বাদি হয়ে থানায় একটি মামলা হয়। এতে ৩৭ জনকে এজাহারনামীয় এবং ৭০-৭৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রব্বানী দাবি করেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে নাশকতাকারীরা পালিয়ে যায়। ওই ঘটনায় শনিবার রাতে নগরীর কাট্টলী কর্নেলহাটের বাসা থেকে বিএনপি নেতা মনজুর আলম মনজুকে গ্রেফতার করা হয়। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় ওইদিন ওই এলাকায় কোন ঘটনাই ঘটেনি। অথচ গায়েবি এ মামলায় বিএনপি নেতাকর্মীদের আসামি করা হয়েছে। একই অভিযোগে নগরীর ডবলমুরিং ও হালিশহর থানায়ও দুটি মামলা করে পুলিশ।

কোটাবিরোধী আন্দোলনে সংঘাতের ঘটনায় নগরীতে অভিযান অব্যাহত রয়েছে। সন্ধ্যা হতেই পুলিশ দলবেঁধে বিভিন্ন এলাকা ঘেরাও করে বাসাবাড়িতে অভিযান পরিচালনা করছে। শিক্ষার্থী ছাড়াও এ অভিযানের টার্গেটে পরিণত হয়েছে বিরোধী দলের নেতাকর্মী। টানা ১২ দিনের অভিযানে প্রায় নয় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে আজগুবি অভিযোগে গায়েবি মামলা দিয়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে। যেসব এলাকায় সংঘাত সহিংসতা তো দূরের কথা কোন বিক্ষোভের ঘটনাও ঘটেনি সেখানেও পুলিশ মামলা করছে। আর এসব মামলায় বিরোধী দলের নেতাকর্মীদের আসামি করা হচ্ছে। গণহারে তাদের বাসাবাড়িতে হানা দিয়ে গ্রেফতার করছে পুলিশ।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, দ্বীপ উপজেলা সন্দ্বীপে কোটাবিরোধী কোন আন্দোলনই হয়নি। অথচ সেখানে পুলিশ কথিত নাশকতার অভিযোগে বিএনপি নেতাদের বাসাবাড়িতে সাড়াঁশি অভিযান চালিয়ে যাচ্ছে। গত কয়েকদিনে বিপুলসংখ্যক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। লঞ্চঘাটে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এর ফলে নেতাকর্মীরা এলাকা থেকে কোথাও যেতে পারছে না। রাত হলে জঙ্গলে গিয়ে রাত কাটাচ্ছে তারা। রাতের আঁধার নামতেই পুলিশ নেতাকর্মীদের বাসাবাড়িতে হানা দিচ্ছে। তাদের না পেয়ে পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করছে। জেলার অন্যান্য উপজেলাতেও পুলিশি হয়রানির অভিযোগ করেন বিএনপি নেতারা। গণ গ্রেফতারে দিশেহারা হয়ে পড়েছে বিরোধী দলের নেতাকর্মী।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় ড. ইউনূসের নেতৃত্বে কমিশন গঠন
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সুপারিশ
কোটি টাকা লুটপাট : সাবেক এমপি নদভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
আরও

আরও পড়ুন

বিএসএফের আটক যুবক ফেরত আনলো বিজিবি

বিএসএফের আটক যুবক ফেরত আনলো বিজিবি

নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের

নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের

হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না  : মুফতি ফয়জুল করীম

মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম

কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন

কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন

ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন

ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

বিপিএল শেষ কর্নওয়ালের

বিপিএল শেষ কর্নওয়ালের

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি

আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি

রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় ড. ইউনূসের নেতৃত্বে কমিশন গঠন

রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় ড. ইউনূসের নেতৃত্বে কমিশন গঠন

শায়খ ফুলতলী আমাদের বেহেশতের পথ দেখিয়েছেন: দামেস্কের শায়খ সাইয়্যিদ ফাদি জু’বা

শায়খ ফুলতলী আমাদের বেহেশতের পথ দেখিয়েছেন: দামেস্কের শায়খ সাইয়্যিদ ফাদি জু’বা

সৈয়দপুরে নববধূ মুক্তার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সৈয়দপুরে নববধূ মুক্তার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ইভটিজিংয়ের জেরে ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত কিশোরীর আত্মহত্যা

ইভটিজিংয়ের জেরে ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত কিশোরীর আত্মহত্যা

গাজীপুরে ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ গ্রহণ: ওসি ক্লোজ, বদলি ৩ এসআই

গাজীপুরে ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ গ্রহণ: ওসি ক্লোজ, বদলি ৩ এসআই

এক স্বৈরাচারীকে হটিয়ে আরেক স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ: কামাল উদ্দিন পাটোওয়ারী

এক স্বৈরাচারীকে হটিয়ে আরেক স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ: কামাল উদ্দিন পাটোওয়ারী