কারফিউ থাকবে কি না আজ সিদ্ধান্ত
২৯ জুলাই ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১২:০১ এএম
মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৪’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিচ্ছে সরকার। কক্সবাজারের মহেশখালী ও মাতারবাড়ী এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ সমন্বিতভাবে করার জন্য একটি কর্তৃপক্ষ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। যার নাম হবে ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ। আজ মন্ত্রিসভার বৈঠকে ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৪-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিতে মন্ত্রিসভায় প্রস্তাব উপস্থাপন করা হবে। এর আগে এপ্রিল মাসে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৪-এর খসড়া অনুমোদন দেয়া হয়েছিলো। গত এপ্রিল-জুন পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিবেদন আজকের বৈঠকে উপস্থাপন করা হবে। এছাড়া অফিস আদালতের সময় সূচি,শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং কারফিউ থাকবে কি না মন্ত্রিসভায় সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
এদিকে কারফিউ প্রতিদিনই কয়েক ঘন্টা করে শিথিল করা হচ্ছে। আগামী বুধবার থেকে কারফিউ থাকবে কি না আজ সোমবার মন্ত্রিসভায় সিদ্ধান্ত হতে পারে। এছাড়া প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার হবে কি না সে বিষয়ও মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার মধ্যে গত সপ্তাহে তিনদিন (রবি, সোম ও মঙ্গলবার) সাধারণ ছুটির পর গত বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। গতকাল রোববার থেকে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত সারাদেশে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলছে। আগামী বুধবার থেকে অফিস সময় সুূচি বাড়বে কি না তা সিদ্ধান্ত আসতে পারে।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন বৈঠকের সিদ্ধান্ত জানাবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। দেশ-বিদেশী ব্যক্তি এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগের সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা গ্রহণ এবং কার্যক্রম বাস্তাবায়নে মহেশখালী-মাতারবাড়ী ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (মিডি) মহাপরিকল্পনা (কম্প্রিহেনসিভ মাস্টার প্ল্যান) জন্য নতুন আইন করেছে সরকার। এছাড়া সদস্য করা হয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, শিল্প মন্ত্রী, বানিজ্য মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী/প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার বিভাগ মন্ত্রী/প্রতিমন্ত্রী,বিদ্যুৎ,জ্বালানীও খনিজ সম্পদ মন্ত্রী/প্রতিমন্ত্রী/ প্রধানমন্ত্রীর মূখ্যসচিবসহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি থাকছে। নির্বাহী পরিষদের চেয়ারম্যান গবনিং বোর্ডের সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।
এর আগে গত এপ্রিল মাসে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে বলেন, কক্সবাজারের মহেশখালী ও মাতারবাড়ী এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ সমন্বিতভাবে করার জন্য একটি কর্তৃপক্ষ করার সিদ্ধান্ত নিয়েছে। এই কাজগুলোকে সমন্বিত রূপ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন একটি কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত হয়েছে।এ আইনের আওতায় একটি গভর্নিং বোর্ড থাকবে। এই বোর্ডের চেয়ারম্যান থাকবেন প্রধানমন্ত্রী। এর বাইরে একজন মুখ্য নির্বাহী কর্মকর্তা থাকবেন। সরকার তাঁকে নিয়োগ দেবে। ওই কর্তৃপক্ষের মূল কাজ হবে নির্ধারিত এলাকায় ভূমির মহাপরিকল্পনা করা এবং মহাপরিকল্পনা অনুযায়ী যাঁদের সেই ভূমি ব্যবহারের জন্য দেওয়া হবে, তাঁরা যেন সেই কাজ করেন। এ ছাড়া বিদেশি বিনিয়োগ এবং যাঁরা সেখানে বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য সুযোগ-সহায়তার ব্যবস্থাসহ আরও কিছু কাজ করা হবে এই কর্তৃপক্ষের লক্ষ্য। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন পর্যন্ত ওই এলাকার ৫৫ হাজার ৯৬৮ একর জমি নিয়ে এই কর্তৃপক্ষ থাকবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত এই কর্তৃপক্ষের মূল অফিস হবে কক্সবাজার এলাকায়। তবে ঢাকায় লিয়াজোঁ অফিস থাকতে পারবে।
জানা গেছে, ২০১৭ সালে কক্সবাজারের মহেশখালী উপজেলার সার্বিক উন্নয়ন সমন্বয়ের জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ কমিটি গঠন করে আদেশ জারি করা হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। বেজার মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ভূমি মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১। গতবছর ২১ সেপ্টেম্বর মাতারবাড়ীর কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর সমন্বিত উন্নয়নে দ্রুত আইন হচ্ছে। মাতারবাড়ীকে সরকার একটি ‘ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’-এর আওতায় নিয়ে এসেছে। তার জন্য সংসদে একটি আইনও পাঠানো হয়েছে। আশা করি, আইনটি দ্রুত সেখানে পাস হবে।
মহেশখালীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিবীক্ষণ ও মনিটরিং, মহেশখালী উপজেলায় নাগরিক ও সামাজিক সুবিধা সৃষ্টির জন্য স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের প্রকল্প বাস্তবায়নের সমন্বয় সাধন করাও হবে এ কমিটির কাজ। এ ছাড়া বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগ ব্যবস্থা স্থাপন সংশ্লিষ্ট প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের বিষয় তদারকি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়ক বাঁধ নির্মাণ, পানি নিষ্কাশন প্রকল্প বাস্তবায়ন ইত্যাদি কার্যক্রম তদারকি করবে কমিটি। একই সঙ্গে কমিটি মহেশখালী উপজেলার সমন্বিত মাস্টার প্ল্যান ও বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়ন এবং এর সময়ানুগ বাস্তবায়ন পরিবীক্ষণও করবে।
বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্রবন্দর, এলএনজি, এলপিজি টার্মিনাল, ইকোনমিক জোনসহ ৩৭টি মেগা প্রকল্পের কাজ চলছে মাতারবাড়ীতে। এসব পরিকল্পনা সমন্বয় করতে একটি শক্তিশালী কর্তৃপক্ষ গঠন করা হবে। আর তার জন্য তৈরি করা হচ্ছে আইন। বহুল প্রতীক্ষিত প্রকল্প এলাকা মহেশখালী-মাতারবাড়ী ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (মিডি) ঘিরে মহাপরিকল্পনা (কম্প্রিহেনসিভ মাস্টার প্ল্যান) নিয়েছে। এ আইনের ক্ষমতাবলে ‘মিডি’ এলাকা পরিচালনায় একটি শক্তিশালী কর্তৃপক্ষ হচ্ছে।
বর্তমানে দেশে বহুমুখী অর্থনৈতিক উন্নয়নের বিরাট কর্মযজ্ঞ চলছে এই ‘মহেশখালী-মাতারবাড়ী ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ এলাকায়। বিদ্যুৎকেন্দ্র, সমুদ্রবন্দর, এলএনজি, এলপিজি টার্মিনাল, ইকোনমিক জোন, ওয়াটার ফ্রন্ট ইন্ডাস্ট্রিজ, টাউনশিপ ডেভেলপমেন্ট, পানিসম্পদ উন্নয়ন এবং পরিবেশের সুরক্ষাসহ ইকোট্যুরিজম পার্কসহ ৩৭টি মেগা প্রকল্পের কাজ চলছে সমানতালে। এ ছাড়া এসব মেগা প্রকল্পসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সেক্টর উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী বর্তমানে এখানে ৬৮টি প্রকল্প চিহ্নিত করা গেছে। ইতিমধ্যে চিহ্নিত প্রকল্পগুলোর মধ্যে প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ছয়টি প্রকল্প শেষ হয়েছে। প্রায় ৭৮ হাজার ৫৪৪ কোটি ৬৯ লাখ টাকার ছয়টি প্রকল্পের কাজ চলমান। অন্যান্য প্রকল্প সম্ভাব্যতা যাচাইসহ বিভিন্ন পর্যায়ে রয়েছে। এর মধ্যে ১৫টি প্রকল্প জাপান সরকারের বিনিয়োগে বাস্তবায়নের প্রস্তাব রয়েছে। বিপুল পরিমাণ বিনিয়োগে এসব অবকাঠামো উন্নয়ন দেশের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, কানেক্টিভিটি এবং আন্ত ও আন্তর্জাতিক শিল্প-বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিডি এলাকাজুড়ে চলতে থাকা এসব উন্নয়ন কাজের প্রায় সবটাই হচ্ছে বিচ্ছিন্নভাবে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের দায়িত্বে আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বে বিদ্যুৎ মন্ত্রণালয়। সেখানে যে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, সেটির দায়িত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। গ্যাসলাইন, এলএনজি, রাস্তাঘাট হচ্ছে। সরকারের বিভিন্ন দপ্তর আলাদা করে এসব প্রকল্প বাস্তবায়ন করছে, যার ফলে কাজের সমন্বয় হচ্ছে না। এসব কাজের সমন্বয় করার জন্য সরকার একটি নতুন আইন পাস করতে যাচ্ছে।
প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত মন্ত্রিসভায়॥ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে, তা নিয়ে এখনো কোনো তথ্য জানায়নি সরকার। তবে চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে। গতকাল রোববার সচিবালয়ে এক বৈঠক তিনি এ তথ্য জানান। তবে সেই বৈঠক রোববার হচ্ছে না। বরং আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর প্রাথমিক বিদ্যালয় কবে খোলা হবে, তা নিয়ে বৈঠক করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেখানে সার্বিক দিক আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।এর পরে জানানো হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, আজ সোমবার মন্ত্রিসভা মিটিং আছে। এ বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়েও আলোচনা হতে পারে। সেখানে কোনো ইঙ্গিত পাওয়া গেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আবার বৈঠক করে নিজেদের মধ্যে আলোচনা করবে। তারপর সিদ্ধান্ত জানা যাবে। গত এর আগে গত শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি
রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় ড. ইউনূসের নেতৃত্বে কমিশন গঠন
শায়খ ফুলতলী আমাদের বেহেশতের পথ দেখিয়েছেন: দামেস্কের শায়খ সাইয়্যিদ ফাদি জু’বা
সৈয়দপুরে নববধূ মুক্তার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
ইভটিজিংয়ের জেরে ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত কিশোরীর আত্মহত্যা
গাজীপুরে ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ গ্রহণ: ৩ এসআই ক্লোজ, ওসি তদন্ত বদলি