হোমল্যান্ড ইন্স্যুরেন্সের শত কোটি টাকা আত্মসাৎ
২৯ জুলাই ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১২:০১ এএম
ভুয়া ভাউচার, জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে গ্রাহকের ১০৪ কোটি টাকা আত্মসাৎ করেছে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এ বিষয়ে দৈনিক ইনকিলাব সবিস্তর প্রতিবেদন প্রকাশ করে। এ প্রতিবেদনের ভিত্তিতে গ্রাহকরা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট করেন। এ প্রেক্ষিতে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান পর্যায়ে গতকাল রোরবার অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন সংস্থাটির উপ-পরিচালক মো: ইয়াছির আরাফাত। এ প্রেক্ষিতে বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের ডিভিশন বেঞ্চ আগামি ২৭ আগস্টের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
দাখিলকৃত অগ্রগতি প্রতিবেদনের বিষয়ে দুদক কৌঁসুলি সাজ্জাদ হোসেন বলেন, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকের টাকা পরিশোধ না করে বিভিন্ন অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতের বিষয়ে করা রিট এবং তৎপ্রেক্ষিতে দেয়া আদেশের আলোকে অভিযোগ অনুসন্ধানে মহাপরিচালক (মানিলন্ডারিং) বরাবর প্রেরণে কমিশনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এ আলোকে দুদকের নিয়োগ করা অনুসন্ধান কর্মকর্তা মো: ইয়াছির আরাফাত অনুসন্ধান করছেন। এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হয়েছে।
রিটের পক্ষে অ্যাডভোকেট আক্তার রসুল মুরাদ সাংবাদিকদের জানান, হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের ১০৪ কোটি ৬ লাখ ৩৮ হাজার ৬৭৮ টাকা লোপাটের অভিযোগ তদন্তে প্রতিষ্ঠানটির ১৪ গ্রাহক একটি রিট পিটিশন করেন। প্রাথমিক শুনানির পর গত বছর ২৯ মার্চ ‘ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথোরিটি’র চেয়ারম্যান ও দুদক চেয়ারম্যানকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। তদন্ত বিষয়ে নেয়া কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন (কম্পøায়েজ) দাখিলেও নির্দেশ দেয়া হয়। পাশাপাশি বিষয়টি নিয়ে তদন্তের কেন নির্দেশ দেয়া হবে না-এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল দেন হাইকোর্ট। দুদক বরাবর হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের একটি আবেদন পজিটিভলি নিষ্পত্তি করতে নির্দেশ দেন আদালত।
অ্যাডভোকেট আক্তার রসুল মুরাদ বলেন, দুদকের পক্ষে কমপ্লায়েজ দাখিল করা হয়েছে। তারা জানিয়েছে, তদন্ত কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স লিমিটেডের কাছে প্রয়োজনীয় রেকর্ডপত্র, স্বাক্ষীদের বক্তব্য নেয়ার কার্যক্রম শুরু হয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের টাকা লোপাটের ঘটনায় তদন্ত প্রতিবেদন যদি তদন্ত শেষ না হয় তার কারণসহ অগ্রগতি প্রতিবেদন দাখিলে আগামী ২৭ আগস্ট দিন ধার্য করে আদেশ দিয়েছেন।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল, সঙ্গে ছিলেন অ্যাডাভোকেট আক্তার রসুল মুরাদ, আব্দুল্লাহিল মারুফ ফাহিম ও দিদারুল আলম।
প্রতিষ্ঠানটির ১৪ গ্রাহকের পক্ষে রহিমা আক্তার রিটটি দায়ের করেন। রিটে অর্থ সচিব, ইন্সুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথোরিটির চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, হোমল্যান্ড ইন্সুরেন্সের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানটির ১৪ পরিচালককে বিবাদী করা হয়।
উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারিতে দৈনিক ইনকিলাবে হোমল্যান্ডের অর্থ আত্মসাতের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি
রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় ড. ইউনূসের নেতৃত্বে কমিশন গঠন
শায়খ ফুলতলী আমাদের বেহেশতের পথ দেখিয়েছেন: দামেস্কের শায়খ সাইয়্যিদ ফাদি জু’বা
সৈয়দপুরে নববধূ মুক্তার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
ইভটিজিংয়ের জেরে ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত কিশোরীর আত্মহত্যা
গাজীপুরে ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ গ্রহণ: ৩ এসআই ক্লোজ, ওসি তদন্ত বদলি