সন্তান ডিবি কার্যালয়ে আমি কীভাবে চিন্তামুক্ত থাকি -নাহিদের মা
২৯ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
সন্তান ডিবি কার্যালয়ে, আমি কীভাবে চিন্তামুক্ত থাকব। আমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে নিতে চাই। পাঁচজনকে যেন তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। নিরাপত্তার নামে ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের পাঁচ সমন্বয়কের একজন মা মমতাজ বেগম একথা বলেন।
নাহিদের দুই ফুফু ও স্ত্রীসহ মমতাজ বেগম ছেলের সাথে দেখা করতে গতকাল রোববার মিন্টু রোডের ঢাকা মহানগর ডিবি কার্যালয়ে আসেন। কিন্তু নাহিদের পরিবারকে মিন্টো রোড থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রায় দেড় ঘণ্টা ধরে নাহিদের পরিবার ডিবি কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।
মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, আমরা খুব চিন্তায় আছি। যদি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য হেফাজতে নেওয়ার প্রয়োজন ছিল তাহলে তো পুলিশ হাসপাতালেই তাদের নিরাপত্তা দিতে পারতো। ডিবি থেকে বলা হয়েছে চিন্তামুক্ত থাকার জন্য। কিন্তু সন্তান ডিবি কার্যালয়ে, আমি কীভাবে চিন্তামুক্ত থাকি? সবগুলো ছেলেকে যেন ছেড়ে দেয় তাদের পরিবারের কাছে।
পরে নাহিদের মা তার ছেলেকে ফিরে পেতে সাংবাদিকদের সামনে আকুতি জানিয়ে বলেন, নাহিদকে হেফাজতে নেওয়ার পর এখন পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি। আমার ছেলেকে নিরাপত্তার জন্য এখানে আনা হয়েছে সেটা আমরা মানি না। আমি চাই আমার ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। আমরা চাই প্রতিটি সন্তানকে তাদের মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হোক।
তিনি বলেন, এর আগে তুলে নিয়ে নাহিদকে নির্যাতন করা হয়েছে। এখন আবার তাকে তুলে নেওয়া হয়েছে। আমরা নাহিদের সঙ্গে দেখাও করতে পারিনি। চিকিৎসাধীন অবস্থায় নাহিদকে তুলে নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে আরও দুজনকে তুলে আনা হয়েছে।
ডিবি থেকে বলা হয়েছে চিন্তামুক্ত থাকার জন্য এ বিষয়ে নাহিদের মা বলেন, আমরা কীভাবে চিন্তামুক্ত থাকি। নাহিদের পরিবার তাকে নিয়ে এখন কি আশঙ্কা করছে জানতে চাইলে নাহিদের মা বলেন, আমার প্রশ্ন নাহিদকে এখানে (ডিবিতে) কেন নিয়ে আসবে। নাহিদের শারীরিক অবস্থা ভালো না। এ অবস্থায় তাকে হাসপাতাল থেকে তুলে নিয়ে আসা হয়েছে। এ সময় উপস্থিত নাহিদের এক ফুপু সাংবাদিকদের বলেন, সর্বশেষ আমি নাহিদকে হাসপাতালে দেখে এসেছিলাম। তখন নাহিদের পায়ের ক্ষতগুলো বাজে অবস্থায় ছিল। আমরা নাহিদকে বাড়িতে নিতে চেয়েছিলাম। তখন চিকিৎসকরা বললেন কিছুদিন চিকিৎসার পরে বাড়িতে নিয়ে নিয়েন। নাহিদকে যেদিন ডিবিতে নিয়ে আসা হয় আমাদের পরিকল্পনা ছিল এর পরের দিন নাহিদকে আমরা বাসায় নিয়ে যাব। নাহিদের শারীরিক অবস্থা ভালো ছিল না। গায়ে জ্বর ও পায়ে প্রচ- ব্যথা ছিল।
####
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি