আস্থার সংকটে দেশের অর্থনীতি
২৯ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
দেশে চলমান সহিংসতা ও কারফিউর কারণে গত এক সপ্তাহের বেশি কিছু সময়ে সামগ্রিক অর্থনীতিতে প্রায় এক লাখ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা মনে করেন, অর্থনীতির ক্ষতির পাশাপাশি সরকারের রাজনৈতিক দুর্বলতা প্রকাশ পেয়েছে।
এতে করে বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে ভীতি ও আস্থার সংকট সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী, বায়ার ও বিনিয়োগকারীদের আস্থার সংকট কাটাতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিয়ে রাজনৈতিকদল ও ছাত্রদের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান করতে হবে। গত ১৪ জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশের গুলিতে বহু হতাহতের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি নামানো হয়। সারা দেশে কারফিউ জারি করে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়। এমনকি ইন্টারনেট বন্ধ রাখা হয় কয়েকদিন।
অর্থনীতিবিদরা বলছেন, দেশে ঘটে যাওয়া সহিংসতা ও চলমান কারফিউতে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আস্থাহীনতার সংকট। এখনও সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যতদিন পর্যন্ত দেশ স্বাভাবিক জায়গায় যেতে না পারবে ততদিন পর্যন্ত এই অর্থনীতির ক্ষতিটা চলতেই থাকবে। এজন্য রাজনৈতিক যে বিষয়গুলো সাংঘর্ষিক সেগুলো যতটা দ্রুত সম্ভব কমাতে হবে। তবে সরকার যে নীতিতে চলছে সেটা বর্তমান পরিস্থিতিকে সাময়িক নিয়ন্ত্রণে রাখতে পারবে। দীর্ঘমেয়াদি কিছু করতে হলে বিভিন্ন ছাত্রসহ রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসতে হবে। সরকারকে শিখতে হবে, শুনতে হবে ও বুঝতে হবে।
ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) গতকাল জানিয়েছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ফলে দেশের অর্থনীতিতে ১০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় এক লাখ ১৮ হাজার কোটি টাকা। প্রতিদিন ক্ষতির পরিমাণ বাড়ছে। গতকাল ফিকি নেতারা বলেন, দেশে সীমিত অনলাইন এবং ফিজিক্যাল সংযোগের সঙ্গে ধীরে ধীরে ক্ষতি পুষিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু সম্পূর্ণ কার্যক্রম এখনও ফিরে আসেনি এবং আমরা অর্থনৈতিক সম্ভাবনার সর্বোচ্চ ৫০ শতাংশ কাজে লাগাতে পারছি। তারা বলেন, রপ্তানিমুখী শিল্প, ব্যাংকিং, বিমা, লজিস্টিকস, অবকাঠামো, টেলিকম, ই-কমার্স, ফ্রিল্যান্সিং, রাইড-হেলিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং সোশ্যাল কমার্সের ওপর নির্ভরশীল অনেক ক্ষুদ্র ও মাঝারি এবং আরও অনেক প্রতিষ্ঠান শাটডাউনে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিল্পের ওপর এ আর্থিক প্রভাব কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত যেতে পারে। বর্তমানে বিদ্যমান অনেক বিনিয়োগকারী নিয়মিত কার্যক্রম শুরু করতে চেয়েও অনিশ্চয়তাবোধ করছে বলে জানান ফিকি নেতৃবৃন্দ। তারা বলেন, পণ্য খালাস, অপারেশন কার্যক্রম পরিচালনায় বিভিন্ন চ্যালেঞ্জ এবং অদক্ষতা ব্যবসার খরচ বাড়িয়ে দিচ্ছে। যদি আমরা আমাদের বর্তমান বিনিয়োগকারীদের জন্য ব্যবসা সহজীকরণকে অগ্রাধিকার না দিলে বিনিয়োগকারীরা বিনিয়োগের সম্ভাব্য গন্তব্য হিসেবে বাংলাদেশকে বিবেচনায় রাখতে নিরুৎসাহিত হবে।
এ বিষয়ে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, গত এক সপ্তাহের বেশি কিছু সময়ে আমাদের হিসাবে সামগ্রিক অর্থনীতিতে প্রায় এক লাখ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এখনও কারফিউ চলমান আছে কতদিন চলবে জানি না, মোবাইল নেটওয়ার্ক সমস্যাও কাটেনি ফলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। আমাদের বিনিয়োগ কমে গেছে, বিদেশি বিনিয়োগও আগামীতে বাড়বে কিনা সেটা বলা যাচ্ছে না। আর অর্থনৈতিক সূচকগুলো কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে সেটা নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির ওপর। তিনি বলেন, কারফিউ থাকায় অনেক প্রতিষ্ঠান অনেকদিন বন্ধ ছিল তারা ডিফল্টডার হয়ে যেতে পারে। শ্রমিকদের বেতন ভাতা নাও দিতে পারে অথবা বন্ধ করেও দিতে পারে। সেসব প্রতিষ্ঠানকে প্রটেক্ট করতে হবে কীভাবে করবে সেটা সরকার ভালো জানে। নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করে সেটা ঠিক করতে হবে।
এই গবেষক বলেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে। এছাড়া অর্থনীতির যে সব খাতে আমরা উন্নতির আশা করেছিলাম সেটা করতে আরও দেরি হবে। তিনি বলেন, সরকার রাজনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে, দেশের জনগণের নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেটা তো দুর্বলতারই লক্ষণ। সরকার যে নীতিতে চলছে সেটা বর্তমান পরিস্থিতিকে সাময়িক নিয়ন্ত্রণে রাখতে পারবে। দীর্ঘমেয়াদি কিছু করতে হলে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রদের সঙ্গে আলোচনায় বসতে হবে। কারণ সমস্যাটা তো সামাজিক, অর্থনৈতিক ও দুর্নীতি এ সব কিছুর বর্হিপ্রকাশের কারণেই হয়েছে। শুধু কোটা ইস্যু নয়, এর সঙ্গে জনগণের ক্ষোভও রয়েছে।
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, বিগত কয়েকদিন দেশের যে অবস্থা ছিল এতে মোটামুটি দেশের সব কিছু বন্ধ ছিল। সেটার একটা প্রভাব তো দেশের অর্থনীতিতে পরবে। তাছাড়া এখনও সব কিছু স্বাভাবিক হয়নি, ইন্টারনেট পাওয়া যাচ্ছে না ফলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত রয়েছে। বিশেষ করে ইন্টারনেট ও ডিজিটাল টেকনোলজি সংশ্লিষ্ট যেসব অর্থনৈতিক কর্মকা- রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সহিংসতা ও কারফিউর কারণে অর্থনৈতিক কর্মকা- বন্ধ ছিল। এখন সেগুলো পূর্ণ দমে কতটুকু আসতে পেরেছে সেটা দেখার বিষয়। তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় জায়গা হলো আস্থার সংকট তৈরি হয়েছে। রাজনৈতিক এ অস্থিতিশীলতা যদি দীর্ঘদিন থাকে তাহলে দেশি বিনিয়োগকারীর পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও চলে যাবে। কারণ তারাও আস্থার সংকটে ভুগবে যেটা আমাদের অর্থনীতির জন্য ভালো নয়। রপ্তানিকারকদের অনেক অর্ডার বাতিল হয়েছে, নতুন কোনো অর্ডার পাচ্ছে না। বায়াররাও বাংলাদেশকে নিয়ে পুনঃবিবেচনা করবে। এসব বিষয় নিয়ে সামগ্রিকভাবে অর্থনীতির একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। সংখ্যার হিসেবে আমরা এটা দেখতে পারবো। কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আস্থাহীনতার। এখনও সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যতদিন পর্যন্ত দেশ স্বাভাবিক জায়গায় যেতে না পারবে ততদিন পর্যন্ত এই অর্থনীতির ক্ষতিটা চলতেই থাকবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ডেনমার্ক সরকারের আইএফইউ কর্তৃক একেএস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
রাশিয়ার জনগণকে ভালোবাসেন ট্রাম্প!
বিমানবন্দরে রাতভর তল্লাশিতে মেলেনি কিছুই : শাহজালালে ফের বোমা হামলার হুমকি বার্তা
বিপুল কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সংবাদমাধ্যমগুলো
ইএফডি মেশিনের আগে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনুন
বিএনপিতে চাঁদাবাজ অত্যাচারী ও দখলবাজের কোনো জায়গা নেই : আমান উল্লাহ আমান
নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
রূপগঞ্জে শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা
মাদক চাঁই রুবেল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
দুর্নীতির মামলায় খুলনার সাবেক এমপি মিজানুর রহমান কারাগারে
সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দ
জুলাই বিপ্লবে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে
এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫
নারায়ণগঞ্জে কিউলেক্স মশার উপদ্রবে নাজেহাল নগরবাসী
স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান
নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : নবীন পুলিশদের আইজিপি