ডিবি কার্যালয় থেকে কর্মসূচি প্রত্যাহার করল ৬ সমন্বয়ক
২৯ জুলাই ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১২:০৪ এএম
সরকার মূল দাবি মেনে নেওয়ায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। গতকাল রোববার ডিবি (মহানগর গোয়েন্দা পুলিশ) কার্যালয় থেকে তারা এক লিখিত বার্তায় আন্দোলন স্থগিতের এই ঘোষণা দেন। ওই ৬ জনই ডিবির হেফাজতে ছিলেন। তারা কর্মসূচি প্রত্যাহার ছাড়াও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানান লিখিত বার্তায়। কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ও সহিংসতার ঘটনার নিন্দা জানান ৬ সমন্বয়ক।
লিখিত বার্তায় সই করেছেন, মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাস্সুম।
বার্তায় বলা হয়, ‘কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এ সকল অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবী জানাচ্ছি।’
এতে আরও বলা হয়, আমাদের প্রধান দাবী ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহবান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মূর্হত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি।
এদিকে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে আন্দোলন বন্ধের বিবৃতি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য কয়েকজন সমন্বয়ক। তারা এই বিবৃতিকে প্রত্যাখ্যান করেছেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
৬ সমন্বয়কের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ লেখেন, অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নেবে না। আরেক সমন্বয়ক রিফাত রশিদ লিখেন, জিম্মি করে অস্ত্রের মুখে ডিবি অফিসে হাতে স্ক্রিপ্ট ধরিয়ে জোরপূর্বক যে বিবৃতি দেয়া হয়েছে তা এদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অপর নেতা এবি জুবাইর লিখেছেন অস্ত্রের মুখে জিম্মি করে আন্দোলন বন্ধ করার ঘোষণা ছাত্র সমাজ মানে না। এই সিদ্ধান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন সিদ্ধান্ত না। শহীদরে রক্তের সাথে বেঈমানী ছাত্র সমাজ করবে না। আন্দোলন চলবে।
রিফাত রশিদ আরেক স্ট্যাটাসে লিখেন- সিয়য়ররা আগেই নির্দেশনা দিয়েছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নীতিগত সিদ্ধান্ত ছিলো সমন্বয়কদের মাঝে এক গ্রুপকে তুলে নিয়ে গেলে বাকিরা নেতৃত্ব দেবে। কাউকে যদি আটক করে জোরপূর্বক কোন বিবৃতি আদায় করা হয় তবে আমরা সেটা না মেনে যারা মাঠে থাকবো তারা আন্দোলন চালিয়ে যাবো।
তিনি আরো লেখেন, গণস্বাস্থ্য থেকে তুলে নিয়ে যাওয়ার আগেই নাহিদ ভাই, আসিফ ভাই এবং বাকের ভাই তিনজনই স্পষ্ট করে বলেছিলেন, “আমরা যদি না-ও থাকি আন্দোলন চালাইয়া নিবা, আন্দোলন যাতে থেমে না থাকে। আমাদের উপর অনেক ঝড়-ঝাপটা যাবে, যারা বাইরে থাকবে তারাই অন-কমান্ডে থাকবে।”
তাই সিনিয়রদের শেষ কথাগুলোকে বুকে ধারন করেই আমরা আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছি। জোরপূর্বক আদায় করা বিবৃতি বাংলাদেশের ছাত্রসমাজ প্রত্যাখ্যান করছে।
সংগঠনটির সহ-সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ লিখেছেন, আমরা যারা এখনো মাঠে আছি, তারা আন্দোলন চালিয়ে যাবো। আমার ধারণা, নাহিদ ইসলামদের প্রেশারাইজ করে গোয়েন্দা সংস্থা স্ক্রিপ্টেড বয়ান দেওয়াইছে। যেটা কেবল নাহিদ ইসলাম ভয়-ভীতির জায়গা থেকে দেখে দেখে পড়েছে। এর অন্যথা হলে ব্রিফ করা সমন্বয়কদেরকে ছুড়ে ফেলে দিতে আমাদের এক মুহূর্ত সময়ও লাগবে না। শত শত শহিদের প্রতিটি ফোটা রক্তের ন্যায় বিচার না হওয়ার পূর্ব পর্যন্ত আন্দোলন চলবে।
নুরুল ইসলাম নাহিদ নামে আরেক সহ-সমন্বয়ক লিখেছেন, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জোরপূর্বক ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া এবং জিম্মি করে মিথ্যা বিবৃতি দেওয়াকে বাংলার ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। ###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি