শিক্ষার্থীদের হত্যা-গুম-গণগ্রেফতার বন্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের
৩০ জুলাই ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ৩০ জুলাই ২০২৪, ১২:০৬ এএম
কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা-গুম-গণগ্রেফতারের মাধ্যমে হয়রানি বন্ধ ও আটককৃতদের মুক্তির দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। একই সাথে শিক্ষার্থীদের পাশে অবস্থান নিয়ে তাদের প্রতিটি দাবির সাথে সমর্থন জানিয়েছেন তারা।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের আয়োজনে ‹নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ› শীর্ষক ব্যানারে আয়োজিত এক সমাবেশে এই দাবি জানান শিক্ষকরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
সমাবেশে কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হামলায় নিহতদের ‹শহীদ› উল্লেখ করে তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও মানববন্ধন থেকে চলমান আন্দোলনে নিহত ও হত্যাকান্ডের ঘটনাকে ‹জুলাই হত্যাকান্ড› নামে ডাকার জন্য আহ্বান জানান শিক্ষকবৃন্দ।
সমাবেশে সভাপতির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সাইদ ফেরদৌস ক্ষমতাসীন দলের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের আপনারা আপনাদের প্রতিপক্ষ ভাবছেন। সেই শিক্ষার্থীরা বাংলাদেশের খোলস পাল্টে দিতে এসেছে। স্বাধীনতার পর থেকে গত পাঁচ দশকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রে যে লাগাতার নৈরাজ্য চলছে, হলগুলোতে যে সুপরিকল্পিত নিপীড়ন চলেছে, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সে সমস্ত কিছুকে পাল্টে নতুন ইতিহাস লিখবার পথ তৈরি করেছে এই শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের প্রত্যেকটি দাবির সাথে আমরা সমর্থন জানাই।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মৃত্যুতে যে ব্যক্তি, প্রতিষ্ঠান, দলীয় পদধারী নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যক্তি, বিচার সংশ্লিষ্ট লোক কিংবা শিক্ষকের দায় দায়িত্ব রয়েছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক। আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া সংক্রান্ত শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানাই। কিন্তু সবার আগে হত্যা বন্ধ হোক। সবার আগে গুম অপহরণ বন্ধ হোক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. কামরুল হাসান মামুন বলেন, বর্তমানে কথা বলার কোনো পরিবেশ নেই। রাতে ঘুমাতে পারিনা। জুলাইয়ের এই হত্যাকাণ্ডের শিকার আমার কন্যাও হতে পারতো। টেলিভিশনগুলোতে দেখানো হচ্ছে সম্পদ নষ্ট হচ্ছে। কিন্তু আসল সম্পদ কোনটা? মানুষ নাকি অবকাঠামো?
কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান সহিংসতা নিয়ে দেশীয় সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রফেসর মামুন বলেন, আমাদেরকে কেন বিদেশি সংবাদমাধ্যম দেখতে হয়? তাদের ওপর কেন নির্ভর করতে হয়? সাংবাদিকতা কোনো পেশা নয়, বরং নৈতিক দায়িত্বের জায়গা।
ঢাবির আইবিএ এ-র প্রফেসর চৌধুরী সায়েমা আফরোজ বলেন, আমার ছাত্রছাত্রীদের গায়ে গুলি কেন? আমি শিক্ষক হিসেবে জানি, আমার অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এজন্যই এখানে দাঁড়ানো। আমি রাতে ঘুমাতে পারিনা এটা ভেবে যে, আমাদের সন্তানদেরকে এভাবে মারা হচ্ছে। আমাদের ক্ষোভের আসলে ভাষা নেই। আমরা কারো কাছে বিচার চাই না। আমাদের ভিতরকার ক্ষোভটা প্রকাশ করতে চাই। আমরা আর জুলাইয়ের হত্যাকাণ্ডের মতো ঘটনা দেখতে চাই না।
সমাবেশে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর আব্দুল হাসিব চৌধুরী বলেন, ১৯৬৯ সালের ফেব্রুয়ারী মাসে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. শামসুজ্জোহা। আমরা যারা এখানে জমায়েত হয়েছি, আমরা শহীদ শামসুজ্জোহার উত্তরসূরী। আমাদের যে সন্তানরা, যে ছাত্ররা, অধিকার আদায়ে যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছে তারা হচ্ছে মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী। এই লড়াইয়ের ফলাফল কী হবে সেটা ইতিহাসই আমাদের নির্দেশ করছে। আর আমাদের করণীয় কী সেটা ইতিহাস আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে। আমরা সেই দায়িত্ব নিশ্চয় পালন করব।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর নাসির উদ্দিন আহমদ বলেন, ছাত্রদের উপর পুলিশের যে মামলাবাজি চলছে তা হলো তাদের ব্যবসা। আমরা আপনাদের আহ্বান করব, এই ব্যবসা বন্ধ করুন। শিক্ষার্থীদেরকে অযথা মিথ্যা মামলা দিয়ে ঘর থেকে বাচ্চাদের ধরে নিয়ে আসতেছেন! মোবাইলে কী ধারণা করা আছে, না আছে সেটার ভিত্তিতে মামলা দিচ্ছেন! ৫ কোটি মানুষের মোবাইলে আপনি এই আন্দোলনের ছবি পাবেন। তবে কি ৫ কোটি মানুষকেই জেলে ভরবেন? তাহলে জেল বড় করুন! আমি সুস্পষ্ট ভাবে বলবো বিশ্ববিদ্যালয়গুলে খুলে দিয়ে শিক্ষার্থীদের পড়ালেখায় ফিরে আসতে দেন। আর আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ফিরে আসুন। স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় থেকে দেশের উন্নয়ন তো দূরের কথা দেশের মানুষের কাছে কোনদিন পৌঁছাতে পারবেন না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. রুশাদ ফরিদী, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর আব্দুল্লাহ হারুন চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সায়মন রেজা, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শেখ নাহিদ নেওয়াজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রন্ততত্ব বিভাগের প্রফেসর ড. মাসুদ ইমরান, ঢাবি আন্তর্জাতিক ব্যবসা বিভাগের প্রফেসর ড. চৌধুরী সায়মা ফেরদৌস, গ্রীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রীতু শারমিন, স্ট্যাট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তামান্না মাকসুদ প্রমুখ।
সমাবেশ শেষে শিক্ষকরা ‹মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান› শীর্ষক দেশাত্মবোধক গান গেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে আবারো অপরাজেয় বাংলার পাদদেশে ফিরে আসেন। এর আগে শুরুতে শাহবাগ থেকে অপরাজেয় বাংলায় এসে সমাবেশ করেন শিক্ষকবৃন্দরা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজি চালকদের হামলা, আহত ৪
কানায় কানায় পূর্ণ ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর ঈসালে সওয়ার মাহফিল
কাপ্তাইয়ে সাক্রাছড়ি জলাশয়ে মাছ চাষ করে স্বাবলম্বী অমল কান্তি তঞ্চঙ্গ্যা
সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
তানজানিয়ায় মারবার্গ ভাইরাস সন্দেহে ৮ জনের মৃত্যু, ডব্লিউএইচওর সতর্কতা জারি
নেত্রকোণায় আ.লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার
শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে মামলা
চাঁদপুর ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাংলাদেশ কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ১৮ ই জানুয়ারি শুরু
ভূয়া আসামি দাঁড় করিয়ে জামিনের ঘটনায় ৪ জনের নামে মামলার নির্দেশ
শরীয়তপুরে ওরশ পালনকে কেন্দ্র করে জেলা হেফাজতে ইসলাম ও আয়োজক - ভক্তবৃন্দের মধ্যে উত্তেজনা
কুমিল্লায় ভিন্ন ধর্মের দুই প্রতিষ্ঠানের সাম্প্রদায়িক সম্প্রীতির ৩৯ বছর
সিএনজি চালিত অটো রিক্সাভর্তী ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪
বিএমআই নয়, স্থূলতার জন্য চাই নতুন মানদণ্ড ,প্রস্তাব বিশেষজ্ঞদের
শিল্পকলার জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হল 'সাধুমেলা'
মোবারকগঞ্জ সুগার মিলের কাজে যোগ দিতে না দেওয়া ১২০ শ্রমিকদের চাকরী বহাল
হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার ফুটেজ প্রকাশ
লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে মৌখিক হস্তান্তর,দুটি হল পরিদর্শন রবিবার
কোটচাঁদপুরে পুলিশের সোর্স হত্যা মামলার আসামি কটাকে কুপিয়ে পিটিয়ে হত্যা