নিখোঁজ মাসরুরের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন ডাকা বাবা-ভাইকেও তুলে নিয়ে যায় ডিবি
৩১ জুলাই ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ৩১ জুলাই ২০২৪, ১২:০৪ এএম
ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির (ডিআইআইটি) নিখোঁজ শিক্ষার্থী মাসরুর হাসানকে গত ২৫ জুলাই ডেমরা থেকে কালো কাপড়ে চোখ বেঁধে নিয়ে যায় ডিবি পরিচয়ে ব্যক্তিরা। ছেলের সন্ধান চাইতে সংবাদ সম্মেলন ডেকেছিল মাসরুরের বাবা।
গতকাল মঙ্গলবার বিকেলে নির্ধারিত সময়ে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনের ব্যানারও টানানো হয়। বিকেল ৩টায় মাসরুরের বড় ভাই মেহেদী হাসান ও তার বাবা আবুল হাসেম ডিআরইউ’তে আসেন। রিকশা থেকে নামামাত্রই কয়েকজন ডিবি পুলিশ সদস্য তাদের সঙ্গে কথা বলার বাহানায় গলিতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অপেক্ষমান সাদা রঙের একটি মাইক্রোবাসে তাদের তুলে নিয়ে সেগুনবাগিচা এলাকা ত্যাগ করেন। এ ব্যাপারে জানতে চাইলে ডিবি লালবাগ বিভাগের এডিসি খন্দকার আরাফাত লেলিন বলেন, ডিআইআইটি শিক্ষার্থী মাসরুরের ভাই মেহেদি হাসানকে হেফাজতে নেওয়া হয়েছে। ডিবি লালবাগের ডিসি মশিউর রহমান বলেন, কোটা আন্দোলনের নামে পুলিশ সদস্য ও ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় মাসরুর ও মুয়াজ নামে দুজনকে গ্রেফতার করা হয়ে। তথ্য প্রমাণের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে। তবে, মাসরুরের বড় ভাই মেহেদী হাসান ও তার বাবা আবুল হাসেমকে আটকের বিষয়টি স্পষ্ট করেননি তিনি।
এদিকে ডিবি তুলে নেয়ার আগেই আগে মাসরুরের ভাই ও বাবা সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে আনা লিখিত বক্তব্য সাংবাদিকদের হাতে তুলে দেন।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৫ জুলাই ডেমরা বড়ভাঙ্গা এলাকা থেকে ফজর নামাজের পর অজ্ঞাত ব্যক্তিরা ডিবি পরিচয়ে কালো কাপড়ে চোখ বেঁধে মাসরুরকে তুলে নিয়ে যান। পরে পুলিশের কিছু সদস্য মাসরুরের মামার বাসায় অভিযান চালিয়ে ভাগ্নেকে আশ্রয় দেয়ার অভিযোগে মাসরুরের মামা, মামার দুই শিশু-কিশোর সন্তান এবং ভাতিজাকে নির্যাতন করে ডেমরা থানায় নিয়ে যান। পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, মাসরুরকে তারা পাননি, যদি তাকে হাজির না করা হয় তাহলে নাকি আটকদের লাশ বাসায় পাঠিয়ে দেওয়া হবে। এরপর সাজানো মামলায় তাদের কারাগারে পাঠানো হলেও মাসরুরের কোন খোঁজ মেলেনি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রশাসনের একটি অসমর্থিত সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি, তাকে সম্ভবত ডিবি অফিসে কিংবা র্যাব কার্যালয়ে নিয়ে গিয়ে থাকতে পারে, যা আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। এমতাবস্থায় আমরা তার জীবন নিয়ে অত্যন্ত শঙ্কিত, আমরা পরিবারের পক্ষ থেকে মাসরুরের সন্ধান দাবি করছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে কোরআন খতম ও দোয়া
অধ্যক্ষ হয়ে ভাগ্য বদলে যায় অনুতোষ কুমারের
দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি
ভুল এমনি এমনি হয় না, এর পেছনে কারো না কারো হাত থাকে : ইসি
সিলেটকে উড়িয়ে জয়ের ধারায় চট্টগ্রাম
ঈশ্বরগঞ্জে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সচিবালয়ের পথে জবির অনশনকারী শিক্ষার্থীরা
হাজীগঞ্জে ছেলের ঘুষিতে বাবার মৃত্যুর অভিযোগ
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা: চেয়ারম্যানকে আসামি করে মামলা
নরকিয়া ও এনগিডিকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দ. আফ্রিকা দল
বান্দরবানে দূর্বৃত্তের গুলিতে মার্মা নারী আহত
‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল
পুলিশকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : পুলিশ সুপার
কুয়াকাটায় জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৩
বাংলাদেশে থেকে ওরা পালিয়েছে- আল্লামা তারেক মনোয়ার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপ চাই
"স্বৈরাচারমুক্ত বাংলাদেশ: আপামর জনতার ত্যাগের ফসল"
পূর্ব ইউক্রেনের দুটি গুরুত্বপূর্ণ গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া
কিশোরগঞ্জ হাওর অঞ্চলে সারের বাফার গুদাম করা প্রয়োজন মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
তাইম ও হৃদয় হত্যাকাণ্ডে দুই পুলিশ সদস্যকে ২০ জানুয়ারি ট্রাইবুনালে হাজিরের নির্দেশ