রিমান্ডে বিচারপতির পুত্র সালেহিন
০১ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ০১ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম
হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামানের পুত্র মাহমুদুস সালেহিনকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। কোটা বিরোধী আন্দোলনের বিটিভি ভবনে নাশকতার অভিযোগে রাজধানীর রামপুরা থানায় দায়ের মামলায় তাকে রিমান্ডে পাঠানো হয়। মামলা নং-১৯ (০৭) ২৪। ওই মামলায় গত ২১শে জুলাই সালেহিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ২৬ শে জুলাই রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানম। ১৯ জুলাই বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ছাড়াও মাহমুদুস সালেহিনের নামে মারধর, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, কটটেল নিক্ষেপের অভিযোগে রাজধানীর হাতিরঝিল ও কাফরুল থানায় আরও দুটি মামলা হয়েছে। হাতিরঝিল থানা মামলা নং-২২ (০৭) ২৪। কাফরুল থানা মামলা নং-২৩ (০৭) ২৪। সালেহিনের বিরুদ্ধে হওয়া মামলা ৩টি পর্যালোচনা করে দেখা গেছে, তিনটি মামলাই এজহারভুক্ত আসামি ও অভিযোগের ধরণ প্রায় অভিন্ন। তবে ঘটনাস্থল ভিন্ন ভিন্ন। থানাও ভিন্ন। সব এজহারে শুধুমাত্র আসামিদের ক্রমিক নং অদল-বদল করা হয়েছে। এক মামলায় কাউকে আগে আনা হয়েছে। আবার আরেক মামলায় কাউকে পেছনে নেয়া হয়েছে। ৩টি মামলায় ধারা ও অভিযোগও একই রকম।
জানা গেছে, ১৯শে জুলাইয়ের পরে বিএনপি নেতা আমিনুল হকের বিরুদ্ধে যত মামলা হয়েছে, সব মামলায় মাহমুদুস সালেহিনকে আসামি করা হয়। মামলার সর্বশেষ অবস্থা তুলে ধরে অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেসবাহ জানান, আসামি মাহমুদুস সালেহিন হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামানের পুত্র। তিনি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। এই ছাত্র আন্দোলনের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। তিনি নিরেট একজন ভদ্রলোক। তারপরেও কেন তাকে মামলায় জড়ানো হয়েছে, তা আমার বোধগম্য নয়। সালেহিনকে প্রথমে রামপুরা থানায় একটি মামলায় গ্রেফতার করে রিমান্ড চাওয়া হয়। সেখান থেকে পরে কাফরুল থানার আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এই মামলায়ও রিমান্ড চাওয়া হয়। বলতে গেলে মামলার পর মামলা হচ্ছে। একজন বিচারপতির ছেলেও যদি এ ধরণের হয়রানির শিকার হন, তখন আর বলার কিছু থাকে না। তাহলে সাধারণ মানুষের কী হচ্ছে, একবার ভেবে দেখুন।
এজহারে বলা হয়, গত ১৮ই জুলাই সকাল সাড়ে ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রছাত্রীরা বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার নিয়ে ডিআইটি রোডগামী রামপুরা ট্রাফিক পুলিশ বক্স ও বিটিভি ভবনের সামনের রাস্তায় অবস্থান করে। একপর্যায়ে পুলিশ তাদেরকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এরপরেই বিএনপি, জামায়াত-শিবিরের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশে ও সক্রিয় অংশগ্রহণে অজ্ঞাতনামা ৩০০০ থেকে ৪০০০ জন নেতাকর্মী বেআইনিভাবে দলবদ্ধ হয়ে সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ ও আনসারের বাধা উপেক্ষা করে অবৈধভাবে বিটিভি ভবনের প্রধান ৪টি গেট ভেঙে ভেতরে ঢোকে এবং জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে ভবনের ভেতর ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট শুরু করে। টেলিভিশন ভবনে কর্মরত বিভিন্ন কর্মকর্তাদের নাম ও পদবি উল্লেখ করে খোঁজাখুঁজি করে প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। উল্লেখিত বিষয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৫৩/৩৮৪/৪৩৬/৩০৭/১০৯/১১৪/৫০৬সহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারা প্রয়োগ করা হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু
ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা
মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, এবার পাশে দাঁড়াল কানাডা
লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে ২৪, ছড়িয়ে পড়ছে আরও নতুন এলাকায়
পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
একযোগে ৭ শিক্ষা বোর্ড সচিব পদে রদবদল