ফেসবুকের ফ্যাক্ট চেকাররা সরকারবিরোধী -তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী
০১ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০১ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম
ফেসবুক থেকে বাংলাদেশের জন্য নিয়োগ দেওয়া ফ্যাক্ট চেকাররা নিরপেক্ষ নন বলে দাবি করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, তাঁদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড সরকারবিরোধী, দেশবিরোধী। ফেসবুককে এমন ফ্যাক্ট চেকার নিয়োগ দিতে বলা হয়েছে, যাদের দেশের ইতিহাস, মূল্যবোধ ও আইন সম্পর্কে ধারণা রয়েছে।
প্রতিমন্ত্রীর অভিযোগ, ফেসবুক বাংলা ভাষায় আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা-এই শব্দগুলো দিলে রিচ (ব্যবহারকারীদের সামনে নেওয়া) কমিয়ে দিচ্ছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে দিলে সেগুলোর রিচ বাড়িয়ে দেওয়া হচ্ছে। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা-বিটিআরসির কার্যালয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
এই বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ইউটিউব ও টিকটক দুই সপ্তাহ পর বাংলাদেশে সচল হয়। বেলা দুইটার পর এসব মাধ্যম চালু হয়। বৈঠক শেষে জুনাইদ আহ্মেদ বলেন, যেসব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারে কিছুটা সময়ের জন্য সাময়িকভাবে বিধিনিষেধ আরোপ করেছিলাম, সার্বিক বিবেচনায় আজকে তা প্রত্যাহার করে নিচ্ছি।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে ১৭ জুলাই রাত থেকে দেশে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু করা হয়। ১০ দিন পর ২৮ জুলাই চালু হয় মোবাইল ইন্টারনেট। কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এ ছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল।
সরকার বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম সাম্প্রতিক ঘটনায় দায়িত্বশীল আচরণ করেনি। তাই বিটিআরসি থেকে তাদের গত ২৭ জুলাই সশরীর হাজির হয়ে ব্যাখ্যা দিতে চিঠি দেওয়া হয়। আজ প্রতিমন্ত্রী জানান, ইউটিউব ই-মেইলে ব্যাখ্যা দিয়েছে। ফেসবুকের প্রতিনিধি অনলাইনে বৈঠকে উপস্থিত ছিলেন। টিকটকের প্রতিনিধি সশরীর হাজির হন।
প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক-ইউটিউবে গুজব ছড়িয়ে দেওয়ার ফলে প্রাণহানি ও ক্ষতির পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে এবং এর দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না। মাধ্যমগুলো বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকার ও জনগণের সম্পদ রক্ষার জন্য সরকারকে সহযোগিতা করবে বলে তিনি প্রত্যাশা করেন।
সংঘর্ষের সময় ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত যেসব কনটেন্ট অনলাইনে ছড়িয়ে পড়ে, সেগুলোর ব্যাপারে সরকার বৈঠকে অসন্তোষ প্রকাশ করে। প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ জানান, প্ল্যাটফর্মগুলো ভবিষ্যতে আরও সতর্কতার সঙ্গে কাজ করার ব্যাপারে তাঁদের আশ্বস্ত করেছে। তারা স্বীকার করেছে যে ১৪ থেকে ২৪ জুলাই পর্যন্ত যতটা সাড়া দেওয়ার কথা ছিল, তারা তা দিতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি নিজেদের সীমাবদ্ধতার কথা জানিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়ার বিষয়টি নিয়েও মেটাকে জানানো হয়েছে।
জুনাইদ আহ্মেদ বলেন, মাধ্যমগুলোকে সরকারের তৈরি শীর্ষ ৫০ জন অপপ্রচারকারীর তালিকা দেওয়া হয়েছে, যাঁরা দেশের বিরুদ্ধে চক্রান্তে জড়িত।
কোটা সংস্কারকে কেন্দ্র করে বিক্ষোভ চলাকালে সরকার ফেসবুক, টিকটক ও ইউটিউবের কাছে কন্টেন্ট সরানোর অনুরোধ করেছিল। প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ জানান, ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে ১৩ শতাংশ এবং ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত ৭ শতাংশের কিছু বেশি কন্টেন্ট সরিয়েছে। ইউটিউব ১৭ থেকে ২৬ জুলাই পর্যন্ত সরিয়েছে প্রায় ২১ শতাংশ কন্টেন্ট। টিকটক সরিয়েছে প্রায় ৬৮ শতাংশ।
টিকটকের কার্যক্রমে সরকার সন্তুষ্ট উল্লেখ করে জুনাইদ আহ্মেদ বলেন, টিকটক ৭ লাখের মতো কন্টেন্ট সরিয়েছে এবং সরকারের ৩৫০টির মতো অনুরোধে সাড়া দিয়েছে। গত ১৮ জুলাই সরকারের শতভাগ অনুরোধই তারা রেখেছে।
বাংলাদেশ সরকার অনেক বছর ধরেই চেষ্টা করছে ফেসবুক যাতে তাদের সব অনুরোধে সাড়া দেয়। সরকারবিরোধী কন্টেন্ট সরিয়ে দেয়। অবশ্য ফেসবুক তাতে সাড়া দিচ্ছে না।#
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড