বাড়ছে মানুষের দুর্ভোগ
০৩ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম
মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকাসহ আরও কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিতে নোয়াখালি, ফেনি, চাঁদপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। খাগড়াছড়ি বান্দরবানে রাস্তাঘাট ডুবে গেছে। সাজেক ও লংগদুর সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ ছাড়া প্রবল বৃষ্টিতে বিভিন্ন জেলায় পানিবদ্ধতার কারণে জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে।
চাঁদপুর থেকে বি এম হান্নান জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত বুধবার দুপুর থেকেই চাঁদপুরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এরপর থেকে থেমে থেমে বৃষ্টি অব্যাহত। গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে গতকাল শুক্রবার সকাল ৯টা পর্যন্ত জেলায় বৃষ্টি হয়েছে ১০৭ মিলিমিটার। টানা বৃষ্টিপাতে মসজিদ ও বাসা বাড়িতেও পানি উঠে গেছে। এদিকে টানা দুইদিনের ভারী বৃষ্টির কারণে চাঁদপুর শহরের বেশ কয়েকটি সড়ক পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে আবাসিক এলাকার সড়কগুলোর অবস্থা বেহাল। স্থানীয় বাসিন্দাদের অসচেতনতার কারণে ড্রেনের মধ্যে ময়লা-আবর্জনা জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শহরের নাজির পাড়া, মাদরাসা রোড, পালপাড়া, নিউ ট্রাক রোড, রহমতপুর আবাসিক এলাকায় টানা বৃষ্টিপাতে সড়কে পানি জমে আছে। বৃষ্টি কমলে পানি কিছুটা হ্রাস পায়। আবার বৃষ্টি হলে একই অবস্থা।
লক্ষ্মীপুর থেকে শেখ মোহাম্মদ বাবুল জানান, টানা দুই দিনের বৃষ্টিতে লক্ষ্মীপুরে মেঘনা নদীর জোয়ারের পানিতে রামগতি ও কমলনগর উপজেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে জেলার বিভিন্ন এলাকার মানুষ। বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে জেলা কৃষি বিভাগ। জেলার বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, মেঘনা তীরবর্তী এলাকায় বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি খুব সহজে লোকালয়ে ঢুকে পড়ে। এতে নদীভাঙনসহ উপকূলীয় বাসিন্দাদের ব্যাপক ক্ষতি হচ্ছে।
কমলনগর উপজেলার কালকিনি, সাহেবেরহাট, পাটওয়ারীরহাট, চরফলকন, চরমার্টিন, চরলরেন্স ইউনিয়ন এবং রামগতি উপজেলার আলেকজান্ডার, বড়খেরী, চরগাজী, চর আবদুল্লাহ ইউনিয়নের নি¤œাঞ্চলের ২০টি এলাকার জোয়ারের পানি লোকালয়ে ঢুকে প্লাবিত হয়। এতে নতুন করে মেঘনার ভয়াবহ ভাঙন দেখা গেছে। অপরদিকে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ঝোড়ো বৃষ্টিতে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পৌরসভার জেবি রোড, বাঞ্চানগর, সমসেরাবাদ, কলেজ রোড ও মিয়াবাড়ি সড়কসহ বিভিন্ন এলাকায় হাঁটু পর্যন্ত পানি জমেছে। লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। ড্রেনেজ ব্যবস্থা ও খাল ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা দেখা দিয়েছে বলে জানান স্থানীয়রা।
নোয়াখালী থেকে এহসানুল আলম খসরু জানান, গত দু’দিনের অঝোর ধারায় বৃষ্টিতে নোয়াখালীর জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। বৃষ্টিতে পানিবদ্ধতা দেখা দিয়েছে নোয়াখালী শহরে। শহরের প্রধান সড়কসহ বেশির ভাগ সড়কই পানির নিচে। পানি ঢুকেছে সরকারী-বেসরকারী অফিস আদালত, বাসাবাড়ি ও দোকানপাটে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন নাগরিকেরা। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে এবং পানি নিষ্কাশনের নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই শহরবাসীর দুর্ভোগ দেখা দেয়। এ নিয়ে পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন পৌরবাসী।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানিতে ডুবেছে বিভিন্ন সরকারি অফিস। পানিবদ্ধতায় ডুবে আছে পুলিশ সুপার কার্যালয়ের নিচতলা। অফিস কক্ষে পানি ঢুকে যাওয়ায় বিঘিœত হচ্ছে সেবা কার্যক্রম।পানিবদ্ধতায় পড়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনের বাসভবনের সড়ক। এ ছাড়া পানিতে ডুবে গেছে জেলা আবহাওয়া অফিস, জেলা গোয়েন্দা কার্যালয়, জেলা জজ আদালত, জেলা কৃষি সম্প্রসারণ, সমবায়,মৎস্য অফিসসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অফিস। এদিকে, জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী-কর্মজীবী মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার (২ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর মাইজদী কোর্টে। সেখানে বৃষ্টি হয়েছে ২৭৬ মিলিমিটার। এরপরে বেশি বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে। সেখানে বৃষ্টির পরিমাণ ছিল ২১৬ মিলিমিটার। এখনো মুষলধারে থেমে থেমে বৃষ্টি বর্ষণ অব্যাহত আছে।
পটুয়াখালী থেকে মো. জাকির হোসেন জানান, একটানা প্রবল বর্ষণে পটুয়াখালীর জনজীবন অচল হয়ে পড়েছে। গত বুধবার মধ্যরাত ১টা থেকে বৃষ্টি শুরু হয়ে তা গতকাল বৃহস্পতিবার সারাদিন চলার ফলে পটুয়াখালী জেলার জনজীবন অচল হয়ে পড়ে। শহরের অধিকাংশ রাস্তা ঘাটসহ লোকালয়ের মধ্যে বৃষ্টি পানি প্রবেশ করে পানিবদ্ধতা সৃষ্টি হওয়ায় সকলকে ভোগান্তি পোহাতে হয়। এ দিকে পটুয়াখালীর আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. রাহাত হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে আজ শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত অতিভারি মাত্রার ১৯২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এ ছাড়াও জেলার বাউফল,দুমকী, মির্জাগঞ্জ সহ উপকূলীয় এলাকা কলাপাড়া,রাঙ্গাবালী ,গলাচিপা এলাকায় প্রবল বর্ষনের কারনে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বিক্ষুব্ধ হয়ে উঠেছে। পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
খাগড়াছড়ি সংবাদদাতা জানান, অতি ভারী বর্ষণে পাহাড়ি ঢলে মাইনি ও চেঙ্গী নদীতে পানি বাড়ায় সৃষ্ট পাহাড়ি ঢলে জেলার মেরুং ও কবাখালি ইউনিয়ন ও জেলার সদরের ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। সড়কের বিভিন্ন অংশ ডুবে যাওয়ায় লংগদু ও সাজেক পর্যটন কেন্দ্রের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
পাহাড়ি ঢলে দীঘিনালা-লংগদু সড়কের হেড কোয়াটার এলাকায় সড়ক ডুবে যাওয়ার রাঙামাটির লংগদুর সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ডুবে গেছে মেরুং বাজার।
দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা বলেন, পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়ন ও কবাখালি ইউনিয়নে ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। টানা বর্ষণের কারণে মাইনী নদীর পানি বেড়ে বন্যর সৃষ্টি হয়েছে। সবাইকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করছি।
বান্দরবান সংবাদদাতা জানান, টানা দুই দিনের ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় লামা-আলীকদম সড়কের তিনটি স্থান ডুবে গেছে। ফলে লামার সঙ্গে আলীকদমের এবং আলীকদমের সঙ্গে লামা ও চকরিয়া যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টি এখনো অব্যাহত থাকায় মাতামুহুরী নদীর পানি আরও বাড়তে পারে। এদিকে বান্দরবান-চিম্বুক-থানচি সড়কেও পাহাড়ধস ও নিচু এলাকার সড়ক ডুবে যানবাহন চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সকালে নীলগিরি এলাকায় পাহাড়ধসে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচলে বিঘœ ঘটেছিল। বলীপাড়া বাজার এলাকায় একটি সেতু ডুবে গেছে।
ঝালকাঠি থেকে অধ্যক্ষ আব্দুর রশীদ জানান, মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় জেলা ঝালকাঠিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। টানা দুই দিনের বৃষ্টিতে জেলা শহরে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়কে হাঁটু সমান পানি জমেছে। এতে দুর্ভোগে পড়েছেন শহরবাসী। সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। দুই দিনের বৃষ্টির কারণে শহরের কয়েকটি প্রধান সড়কসহ বিভিন্ন এলাকার অন্তত ১৫টি সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। যান চলাচলেও সমস্যায় পড়ছেন চালকরা। বৃষ্টির কারণে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসা বাড়িতে পানি প্রবেশ করছে। দোকানপাট খুলছে না ব্যবসায়ীরা। একদিকে সুগন্ধা ও বিষখালী নদীতে জোয়ার, অন্যদিকে টানা বৃষ্টি পানিতে অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় চরম দুর্ভোগে পরেছে সাধারণ মানুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক, দিনমজুর, মৎস্যজীবীসহ সাধারণ মানুষ। কৃষকারা জানান, বৃষ্টি ও জোয়ারের পানিতে রোপা আমন ও আমনের বাজীতলাসহ লতাকৃষি নিমজ্জিত রয়েছে। বৃষ্টির পানি স্থায়ী হলে আমন বীজতলার ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
চট্টগ্রামের মীরসরাই থেকে ইমাম হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় চট্টগ্রামমুখী লেইনে পানি উঠেছে। সড়কে হাঁটু পরিমাণ পানি জমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছে ওই মহাসড়কে চলাচলরত যাত্রী সাধারণ। স্থানীয় বাসিন্ধারা জানায় পাহাড়ি ঢল আর ভারি বষর্ণের কারণে সড়কটি ডুবে গেছে। সড়কে পানি জমায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। জানা গেছে, মীরসরাইয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকার আরশিনগর ফিউচার পার্ক ও বিএসআরএম শিল্প প্রতিষ্ঠান থেকে জোরারগঞ্জ রাস্তার মাথা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। সড়ক ডুবে যাওয়া চলাচলরত যানবাহণগুলো চলছে ধীর গতিতে। ফলে সৃষ্টি হয়েছে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট। যানজট সৃষ্টি হওয়ায় দূর্ভোগে পড়েছে ওই সড়কে চলাচলরত যাত্রীরা।
প্রবল বর্ষণ জোয়ারে প্লাবিত বরিশাল
বরিশাল ব্যুরো জানান, সাগর থেকে ধেয়ে আসা গভীর সঞ্চালনশীল মেঘমালায় ভর করে প্রবল বর্ষণের সাথে জোয়ারের পানিতে বরিশাল মহানগরীসহ পুরো জেলার জনজীবন বিপর্যস্ত। গতকাল শুক্রবার সকাল ৬টার পূর্ববর্তি ২৪ ঘণ্টায় বরিশাল অঞ্চলে ২১৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করার পরে সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা বৃষ্টিপাত অব্যাহত ছিল। এর সাথে বরিশালের সব নদ-নদীর পানি বৃদ্ধিতে লাখ লাখ হেক্টর ফসলী জমিসহ উঠতি আউশ ও আমন বীজতলা আবার পানির তলায়।
প্রবল বর্ষণের সাথে কির্তনখোলা নদীর জোয়ারের পানি প্রবেশ করে বরিশাল মহানগরীর অন্তত ৪০ ভাগ এলাকা প্লাবিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে নগরীর রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বরিশালে প্রায় ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরমধ্যে শুধু সকাল ৬টা থেকে ৯টার মধ্যেই ৬৩ মিলি বৃষ্টিপাত রেকর্ড করেছে বরিশাল আবহাওয়া অফিস। বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুনরায় কালো মেঘে আকাশ ছেয়ে গেছে। যেকোন সময় আবার প্রবল বর্ষণ শুরু হতে পারে। বরিশাল নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
এবার বছরের শুরু থেকে প্রথম ৪ মাসই বরিশালে বৃষ্টিপাতের ব্যাপক ঘাটতির পরে মে মাসের শেষভাগে ঘুর্ণিঝড় ‘রিমাল’এ ভর করে স্বাভাবিকের ৫০ ভাগ বেশী বৃষ্টি হলেও জুন ও জুলাই মাসে পুনরায় বৃষ্টির ঘাটতি দেখা দেয়া। এমনকি বৃষ্টির অভাবে এবার আউশের বীজতলা ও রোপা আউশের আবাদে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়। দেশের প্রায় ৩৫ ভাগ আউশ আবাদ এলাকা বরিশাল কৃষি অঞ্চল এবার লক্ষ্যমাত্রার ৬০ ভাগও অর্জিত হয়নি।
অপরদিকে ভরা বর্ষার আষাঢ় পেরিয়ে শ্রাবণের মধ্যভাগ পর্যন্ত বৃষ্টির ব্যাপক ঘাটতির পরে গত তিনদিনের মাঝারী থেকে প্রবল বর্ষণের সাথে নদ-নদীর পানি বৃদ্ধি আমন বীজতলাকেও ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। চলতি জরিপ-২ মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে ৮ লাখ ৮১ হাজার হেক্টর জমিতে প্রায় ২৪ লাখ টন আমন চাল উৎপাদনের লক্ষ্য স্থির করেছে কৃষি মন্ত্রণালয়। কিন্তু অনাবৃষ্টিসহ আকষ্মিক জোয়ারের প্লাবনের সাথে অতি বর্ষণ ও প্রবল বর্ষণ নিয়ে প্রায় ১৪ লাখ টন খাদ্য উদ্বৃত্ত বরিশালের কৃষকরা শঙ্কিত।
গত মে মাসে রিমাল-এ ভর করে স্বাভাবিকের ৫০ ভাগ বেশী বৃষ্টিপাতের পরে জুন মাসেও বৃষ্টিপাতের পরিমাণ ছিল প্রায় ৬০ ভাগ কম। এ পরিস্থিতির মধ্যেই সদ্য সমাপ্ত জুলাই মাসেও বরিশালে বৃষ্টিপাতের পরিমাণ ছিল স্বাভাবিকের প্রায় ৩১ ভাগ নিচে। এমনকি গত এপ্রিল মাসেও বরিশালে বৃষ্টিপাতের পরিমাণ ছিল স্বাভাবিকের ৮৬% এবং মার্চে ৩০% কম। জানুয়ারী-ফেব্রুয়ারিতে কোনো বৃষ্টিই হয়নি।
গত কয়েক বছর ধরেই বরিশাল কৃষি অঞ্চলে বর্ষা মৌসুমে অণা বৃষ্টিসহ অসময়ে অতি বর্ষণকে আবওহাওয়াবিদগণ জলবায়ু পরিবর্তনের ফসল বলে মনে করছেন। আবহাওয়া অফিস থেকে উত্তর বঙ্গোপ সাগরসহ বরিশাল অঞ্চলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবল অবস্থায় থাকার কথা জানিয়ে আরো অন্তত ৫ দিন বৃষ্টিপাতে অব্যাহত থাকার কথা জানিয়েছেন। পাশাপাশি চলতি আগস্ট মাসে বরিশালে স্বাভাবিক ৩৭৮-এর স্থলে ৩৫০ থেকে ৩৯০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতর পূর্বাভাস দেয়া হয়েছে আবহাওয়া বিভাগের দীর্ঘ মেয়াদী বুলেটিনে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জনগণের ওপর কর্তৃত্ব নয় : সিনিয়র সচিব
তারাকান্দায় কালিয়ান নদীর অবৈধ দখল উচ্ছেদে এলাকাবাসীর মানববন্ধন
চিরিরবন্দরে ধর্ষণ মামলা ধামাচাপা দিতে পুড়িয়ে মারার চেষ্টা
মুরাদনগরে একাডেমিক ভবন সংকটে ভর্তি হতে পারেনি দুইশতাধিক শিক্ষার্থী
আমরা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে চাঁদাবাজি মুক্ত করতে চাই
ছাত্র জনতার উপর হামলা মামলায় ৮ আইনজীবী কারাগারে
আটঘরিয়ায় সরিষা খেতে মৌবাক্স
সরকারি বীজ সার বিক্রয়ের সময় জনতার হাতে আটক কৃষি কর্মকর্তা
খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল সিলেট
আসছে বাংলাদেশি শরণার্থীদের গণহত্যামূলক সিরিজ 'ফেউ'
ভারত দলে ফিরলেন শামি
কলাপাড়ায বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন
বদলগাছীতে সেলোমিশিন চালিত ট্রলির চাকায় পিষ্ট হয়ে হেল্পার জয় নিহত
সীমান্তে উদ্ভূত পরিস্থিতি: ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্রসচিবের দপ্তরে ডেকেছে সরকার
ফরিদপুরে আবারও সড়ক দুর্ঘটনা ৫ ঘন্টার ব্যবধানে দুই মটরসাইকেল আরোহী নিহত
আগামী নির্বাচনকে ইতিহাসের সেরা ও ঐতিহাসিক করতে চাই: প্রধান উপদেষ্টা
রাবিতে চার হলে পবিত্র কোরআন পোড়ানো: তদন্ত কমিটি, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি
রামগড় স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে - উপদেষ্টা ব্রি:জে:(অব) ড. এম সাখাওয়াত হোসেন
বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
দুমকীতে বিএনপি অফিস ভাংচুর মামলায় ছাত্রলীগ নেতা আটক