চার জেলায় নিহত ৭
০৩ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম
দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিনের বিভিন্ন সময়ে এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে- বরিশালে দুই, রাজবাড়ীতে তিন, পটুয়াখালীর দুমকীতে এক, বরিশালের গৌরনদীতে একজন নিহত হয়েছেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
বরিশাল ব্যুরো জানায়, বরিশাল-ফরিদপুর-ঢাকা জাতীয় মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে শুক্রবার পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষে পিকআপ চালকসহ ২ জন নিহত হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় পিকআপের এক নারী যাত্রীও গুরুতর আহত হয়েছেন। তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বরিশাল শের এ বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানা যায়, গৌরনদী বাসস্ট্যান্ডের বটতলা এলাকায় মটরযান দুটির মধ্যে মুখোমুখী সংঘর্ষে পিকআপ চালক মাহিন ও ভেতরে থাকা যাত্রী আলেক হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন। ভয়াবহ এ দুর্ঘটনায় পিকআপের ভেতরে থাকা অপর যাত্রী নিহত আলেক হাওলাদারের স্ত্রী আসমাও গুরুতর আহত হয়েছেন। নিহত চালক মাহিন এর বাড়ি চাঁদপুর জেলা সদরে এবং পিকআপের যাত্রী নিহত আলেক হাওলাদারের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়।
রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও আহত হয়েছেন অন্তত ৬ জন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আলীপুর ইউনিয়নের কামালদিয়া এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুর গামী একটি লোকাল বাস কামালদিয়া এলাকায় রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক রাস্তার নিচে খালের মধ্যে গিয়ে পরে। সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সেনাবাহিনীর সদস্যরা এবং রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা পরিচালনা করে আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়।
দুমকী (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, দুমকীতে মোটর সাইকেল- ট্রাক মুখোমুখি সংঘর্ষে মো. জাকির হোসেন নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে লেবুখালী-বাউফল মহাড়কের দুমকী সাতানি ভাঙ্গার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, কোডেক এনজিওতে কর্মরত দুমকী শাখার কর্মী জাকির হোসেন দুমকী থেকে বরগুনায় বাড়ির উদ্দেশ্য নিজ মোটর সাইকেলে লেবুখালি-বাউফল সড়কের ভাঙ্গার মোড় এলাকায় পৌছলে অপরদিক থেকে আসা একটি পণ্যবহনকারী দ্রুতগামি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে গুরুতর আহত হন জাকির। স্থানীয়রা উদ্ধার করে তাকে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত জাকির বরগুনার আমতলী উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের আ. ছালামের ছেলে।
গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতা জানান, বরিশালের গৌরনদীতে পিক-আপ ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিক-আপ ভ্যান চালক মাহিন হোসেন ও যাত্রী আলেক ফকির নিহত হয়েছেন। আহত হয়েছেন আলেক ফকিরের স্ত্রী আসমা বেগম ও তার শিশু। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে শুক্রবার সকাল পৌনে ৭টা এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, ঢাকা রামপুরা থেকে বাসাবাড়ির আসবারপত্র নিয়ে গতকাল শুক্রবার সকালে আলেক ফকির স্ত্রী আসমা ও তার সন্তান নিয়ে পিক-আপ যোগে নিজ বাড়ি বরিশালের বাখেরগঞ্জে রওনা হয়। পথিমধ্যে সকাল পৌনে ৭টার দিকে অবিরাম বৃষ্টির মধ্যে গৌরনদী বাসস্ট্যান্ডে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকÑআপ ভ্যানের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যাওয়ার কারণে চালক ও যাত্রী আটকা পরে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক চালক মাহিম হোসেন ও যাত্রী আলেক ফকিরকে মৃত ঘোষণা করেন। নিহত পিক-আপ ভ্যান চালক মাহিম হোসেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষীপুর গ্রামের আবু তালেবের ছেলে। এবং যাত্রী আলেক ফকির বাখেরগঞ্জ উপজেলার কবিরাজ গ্রামের মৃত. আব্দুল খালেক ফকিরের ছেলে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম
বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত
হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা
সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির
না ফেরার দেশে সংগীতশিল্পী স্যাম মুর
এবার বাংলাদেশেও এইচএমপিভি শনাক্ত
৫ আগস্ট থেকে মর্গে কাবিলের লাশ, পরনের কাপড় দেখে শনাক্ত করলেন স্ত্রী
তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বেসিসের