দেশজুড়ে ভারী বর্ষণ
০৩ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম
শ্রাবণ মাসে ঘনঘোর মেঘে ঢাকা এখন ভরা বর্ষাকাল। বাংলাদেশের উপর সক্রিয় ও জোরালো হয়ে উঠেছে বর্ষার বাহক মৌসুমী বায়ু। উত্তর বঙ্গোপসাগরেও মৌসুমী বায়ু প্রবল। এর ফলে দেশজুড়ে হালকা থেকে মাঝারি বর্ষণ, অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। শ্রাবণের এই বর্ষণ স্বাভাবিক বলছে আবহাওয়া বিভাগ। এদিকে দেশের অভ্যন্তরে ও উজানে ভারতে অতি বর্ষণে ফের বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন নদ-নদীর পানি। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে দমকা থেকে ঝড়ো হাওয়ায় উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ অতি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে ২৮৮ মিলিমিটার। এ সময়ে রাজধানী ঢাকায় বৃষ্টিপাত হয় ৪৬ মি.মি., চট্টগ্রামে ৩৩ মি.মি., নোয়াখালীতে ২৬৩ মি.মি., রামগতিতে ২২২ মি.মি., ভোলায় ২০৬ মি.মি., পাবনায় ১০৫ মি.মি., সিরাজগঞ্জে ১২৫ মি.মি., চাঁদপুরে ১৪৯ মি.মি., কুমিল্লায় ১৩৯ মি.মি., বান্দরবানে ১১৯ মি.মি., মোংলায় ১৬০ মি.মি., বরিশালে ১৫২ মি.মি.।
গতকাল দেশের সর্বত্র বৃষ্টিপাতের ফলে সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসে তেঁতুলিয়ায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। রাজধানী ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ২৮.৫ এবং সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সে.। এদিকে আবহাওয়া বিভাগের সতর্কবার্তায় গতকাল জানা গেছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া বিভাগ জানায়, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
ফের বাড়ছে নদ-নদীর পানি : দেশের বিভিন্ন নদী অববাহিকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং উজানে উত্তর-পূর্ব ভারতে অতি বৃষ্টির কারণে নদ-নদীসমূহের পানি ফের বৃদ্ধি পাচ্ছে। গতকাল শুক্রবার পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বুলেটিনে নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলে সুরমা, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে এ অঞ্চলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে।
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টায় সার্বিকভাবে স্থিতিশীল থাকতে পারে। ইতোমধ্যে মুহুরী নদী ফেনীর পরশুরাম পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে এবং মুহুরী নদী সংলগ্ন নিম্নাঞ্চল স্বল্পমেয়াদে বন্যা কবলিত হয়েছে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল ও এর সংলগ্ন উজানে উত্তর-পূর্ব ভারতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে এ অঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার, ঘাঘট, যমুনেশ^রী, আপার-করতোয়া, পুনর্ভবা, টাঙ্গন, ইছামতি-যমুনা, আপার-আত্রাই নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পেতে পারে।
গতকাল পাউবো’র পর্যবেক্ষনাধীন দেশের নদ-নদীসমূহের ১১০টি স্টেশনের মধ্যে ৬৪টি পয়েন্টে পানি বৃদ্ধি ও ৪০টিতে হ্রাস পায়। ৬টি স্থানে পানি অপরিবর্তিত ছিল। গতকাল বিকাল পর্যন্ত দক্ষিণ-পূর্বাঞ্চলে মুহুরী নদী পরশুরামে বিপদসীমার ১১১ সেন্টিমিটার উপর দিয়ে এবং উত্তর চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী নারায়ণহাট পয়েন্টে বিপদসীমার ১২ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে ফেনী ও উত্তর ফটিকছড়ির একাংশ বন্যা কবলিত হয়েছে। তাছাড়া ফেনী নদী রামগড়ে বিপদসীমার মাত্র ৪ সে.মি. নিচে এসে গেছে।
গতকাল সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীর পরশুরামে ২১০ মিলিমিটার, পটুয়াখালীতে ১৮৫, উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাটে ১৬৫, রামগড়ে ১৬৪ মি.মি.।
অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন স্থানে এ সময়ে ভারী বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরার সোনামুরায় ১৩৭, অমরপুরে ১৩৩, বিলোনিয়ায় ১২২, মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১০৮, ত্রিপুরার আগরতলায় ৭২ মি.মি.।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম
বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত
হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা
সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির
না ফেরার দেশে সংগীতশিল্পী স্যাম মুর
এবার বাংলাদেশেও এইচএমপিভি শনাক্ত
৫ আগস্ট থেকে মর্গে কাবিলের লাশ, পরনের কাপড় দেখে শনাক্ত করলেন স্ত্রী
তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বেসিসের