জনগণের জানমালের নিরাপত্তা বজায় রাখা ঈমানি দায়িত্ব
০৩ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম
গাজীপুরের টঙ্গী পূর্ব আরিচপুর সরকার বাড়ী ঈদগাহ মসজিদুল আকসা-এর খতিব মাওলানা রিয়াদুল ইসলাম মল্লিক গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে বলেন, পৃথিবীতে মানুষের একটি মৌলিক অধিকার জীবনের নিরাপত্তা। মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা ইসলামের অন্যতম নির্দেশনা। ‘ইসলাম’ অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তার আদেশ-নিষেধ মেনে চলার মাধ্যমে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি ও নিরাপত্তা অর্জন। ধর্মপ্রাণ মুসলমানের পরিচয় তুলে ধরে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ।’ (বোখারি ও মুসলিম)। তাই পৃথিবীতে সত্য ও ন্যায়নীতির বাস্তব প্রতিফলনের মাধ্যমে সমাজজীবনে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনগণের জানমালের নিরাপত্তা বজায় রাখা ইসলামের দৃষ্টিতে অপরিহার্য কর্তব্য এবং ঈমানি দায়িত্ব। সুতরাং মানবসমাজে কোনোরকম নাশকতা, অশান্তি সৃষ্টি, নৈরাজ্য, বিশৃঙ্খলা, সংঘাত, হানাহানি, উগ্রতা, বর্বরতা, প্রতিহিংসাপরায়ণতা ও সাম্প্রদায়িক সহিংসতা ইসলামে নিষিদ্ধ। আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, দুনিয়ায় শান্তি স্থাপনের পর এতে বিপর্যয় ঘটাবে না। (সূরা আরাফ, আয়াত: ৫৬)।
মানুষের ওপর যে সব দায়িত্ব রয়েছে, তার অন্যতম হচ্ছে-মানুষের অধিকার আদায় করা। যদি কোনো মানুষ কারো অধিকার নষ্ট করে, তাহলে তাকে কঠিন আজাবের শিকার হতে হবে। এটা ইসলামের ঘোষণা। ইসলাম মানুষের অধিকারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। এ প্রসঙ্গে হযরত রাসূলুল্লাহ (সা.) বলেন, মানুষ যখন আল্লাহর দরবারে তওবা করে, তখন যদি কারও অধিকার তার দায়িত্বে থাকে যতক্ষণ না সে তাকে রাজি না করাবে ততক্ষণ তার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি কোনো অন্যায় করেছে, অথবা তার সম্মানহানি করেছে কিংবা অন্য কোনোভাবে তার ক্ষতি করেছে সে যেন যেদিন কোনো টাকা ও পয়সা কাজে আসবে না সে দিন আসার পূর্বে আজই (দুনিয়াতে থাকাবস্থায়) তার প্রতিকার করে নেয়।
কিয়ামতের বিচারে অন্যায়কারীর কোনো নেক আমল থাকলে তা থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাওনা আদায় করা হবে। আর যদি অন্যায়কারীর নেক আমল না থাকে তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাপগুলো তার উপর চাপিয়ে দেয়া হবে। (বুখারি ২৪৪৯)। আল্লাহ সবাইকে হকে ওপর চলার তৌফিক দিন। আমিন। ঢাকার উত্তরা ৩নং সেক্টর মসজিদ আল মাকফিরাহ-এর খতিব মুফতি ওয়াহিদুল আলম গতকাল জুমার খুৎবায় বলেন, ষাট- সত্তর বছরের জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো ঈমান। সহায়-সম্পদ শিক্ষা ডিগ্রি পদ-পদবী বংশ আভিজাত্য ক্ষমতা ছেলে-মেয়ে, মা-বাবা, ভাই-বোন, স্বামী-স্ত্রী এমনকি নিজের জীবনের চাইতেও বেশি দামি হলো ঈমান। কেননা এই ঈমানই একমাত্র মানুষকে কবরের আজাব ও হাশরে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দিতে সক্ষম। মূলত ঈমানদার দুনিয়াতে আলোকিত ও শ্রেষ্ঠ মানুষ। ঈমানের দাবি হলো ঈমানদার মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম ও নবী কারীম (সা.) সুন্নতের উপর মজবুত থাকবে।
ঈমানের আরো দাবি হলো সে কখনো শিরক, কুফর, বিদআত, মুনাফিকি, কবিরা গুনাহ, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা, মানুষ হয়রানি, মানুষ রক্তাক্ত করা, মানুষ খুন করা, মানুষের অর্থ-সম্পদ আত্মসাৎ, সন্ত্রাস, চাঁদাবাজি, ব্যভিচার-ধর্ষণ, সুদ ও ঘুষসহ কোনো খারাপ কাজ করবে না। হাত ও যবান দিয়ে মানুষকে কষ্ট দিবেনা। অধীনস্থদের অধিকার ক্ষুণœ করবে না। ঈমান কখনো বৃদ্ধি পায় কখনো কখনো হ্রাস হয় এবং ঈমানের স্বাদও আছে।
খতিব বলেন, হযরত আনাস বিন মালেক (রা.) সূত্রে বর্ণিত নবী কারীম (সা.) বলেন, যার মধ্যে তিনটি জিনিস থাকবে সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে (১) দুনিয়ার সব কিছু হতে আল্লাহ এবং তাঁর রাসূল অধিকতর প্রিয় হবে (২) কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোন মানুষকে ভালোবাসবে (৩) কুফরিতে ফিরে যাওয়া আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতোই অপছন্দ করবে (সহীহ বুখারী)।
ঈমানের স্বাদ আস্বাদনের মত উচ্চাঙ্গের ঈমান অর্জনের জন্য খাঁটি আল্লাহওয়ালা ও হক্কানী আলেম-উলামাদের নেক সোহবতে থাকা প্রয়োজন, যেমন সাহাবায়ে কেরাম নবী কারীম (সা.)-এর সোহবতে ছিলেন। চলমান আন্দোলনে শাহাদাত বরণকারী ছাত্রসহ সকলের জান্নাতের উঁচু মাকাম প্রাপ্তি ও শোকাহত পরিবারের ধৈর্যধারণের জন্য দুআ করা হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, জনগণের স্বপ্ন পূরণে নতুন পুলিশ সদস্যরা কাজ করবে- অ্যাডিশনাল আইজি
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ, আবারও এগিয়ে মিলানোভিচ
ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার
পোপ ফ্রান্সিসকে বাইডেনের প্রেসিডেনশিয়াল মেডাল প্রদান
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম
বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত
হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা
সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির