সিলেটে পুলিশ-শিক্ষার্থী দফায় দফায় সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ
০৩ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ০১:০৫ এএম
সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে সাংবাদিক, শিক্ষার্থী ও পুলিশসহ অন্তত শতাধিক আহত হয়েছেন। এছাড়া এক শিশু গুলিবিদ্ধ এবং ৮ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আখালিয়া, সুরমা, মদিনা মার্কেটসহ বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ চলমান রয়েছে। এসময় পুলিশকে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে পালটা জবাবে শিক্ষার্থীরা ইট পাটকেল ছুড়ে মারেন।
একাধিক আন্দোলনকারী সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘গণমিছিল’ কর্মসূচি পালনের উদ্দেশ্যে বেলা তিনটা থেকে সুরমা আবাসিক এলাকা এবং কুমারগাঁও বাস স্ট্যান্ড এলাকায় শাবিসহ সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে উভয় দিক থেকে তারা শাবির মেইন গেইটে এক হয়ে মিছিল করলে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। পরবর্তীতে আন্দোলনকারীরা সুরমা এলাকায় গিয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করলে বিকেল ৪টায় সেখানে পুলিশের সাথে ঝামেলা বাঁধে। এসময় পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ছুড়লে শিক্ষার্থীরাও তাদের উদ্দেশ্যে ইট পাটকেল ছুড়েন। তখন থেকে সময় সময়ে সংঘর্ষ সুরমা আবাসিক এলাকা, আখালিয়া, মদিনা মার্কেট, শাবির মূল গেইট, কুমারগাঁও এলাকায় ছড়িয়ে পড়ে। আখালিয়াস্থ মাউন্ট এডোরার সামনে পুলিশের গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হলে তাকে সে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়। এছাড়াও সংঘর্ষে ২ জন সাংবাদিক, ৬ জন পুলিশ সদস্য ও শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরবর্তীতে আন্দোলনকারীদের সড়কে আগুন দিতে দেখা যায়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাবি শাখার সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিফ বলেন, ‘শিশুসহ আন্দোলনে আমাদের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশ আমাদের ওপর পেছন থেকে হামলা করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আগামীকাল সিলেটে দলমত নির্বিশেষে মহাসমাবেশ হবে।’
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘কিছু দুষ্কৃতিকারী বিশ্ববিদ্যালয়ে ঢুকতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এসময় তারা ইটপাটকেল ছুড়লে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। আমাদের ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া ৮ জনকে আটক করা হয়েছে।’
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার
মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন
পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ
ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!
৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত
কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম
বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ
ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে
নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত
হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা
সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির
না ফেরার দেশে সংগীতশিল্পী স্যাম মুর
এবার বাংলাদেশেও এইচএমপিভি শনাক্ত
৫ আগস্ট থেকে মর্গে কাবিলের লাশ, পরনের কাপড় দেখে শনাক্ত করলেন স্ত্রী
তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বেসিসের