দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ
০৪ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৪ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম
ছাত্র-জনতার আন্দোলনে প্রকম্পিত চট্টগ্রামের রাজপথ। উত্তাল জনসমুদ্রে গর্জন-‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’। গতকাল শনিবার নগরীর প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকায় এ যাবতকালের সবচেয়ে বিশাল সমাবেশে স্বৈরাচার পতনের দীপ্ত শপথ নেন লাখো জনতা। তারা বলেছেন, অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। ফ্যাসিবাদি সরকারের পতন না হওয়ায় পর্যন্ত জনতা রাজপথ ছাড়বে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এই বিক্ষোভ সমাবেশ মহাসমাবেশে রূপ নেয়। কয়েক কিলোমিটার বিস্তৃত এই সমাবেশে সর্বস্তুরের সাধারণ মানুষের অংশগ্রহণ এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। শিক্ষার্থীদের সাথে নানা শ্রেণি-পেশা ও বয়সের মানুষের আকাশ-বাতাস কাঁপানো স্লোগান-এক দফা এক দাবি-খুনি হাসিনা এখন যাবি, খুন হয়েছে আমার ভাই-খুনি তোদের রক্ষা নেই’, প্রতি ফোটা রক্তের-বদলা নিয়ে ছাড়ব’, পুুলিশ-জনতা ভাই ভাই-স্বৈরাচারের রক্ষা নেই’।
নির্ধারিত সময় বিকেল ৩টার আগেই শুরু হয় সমাবেশ। নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিলে মিছিলে ছাত্র-জনতা আসতে থাকেন নিউ মার্কেট মোড়ে। বিকেল ৪টা নাগাদ সমাবেশের জনতার স্রোত কোতোয়ালী মোড়, আমতলা হয়ে সিটি কলেজ গেইট এবং পুরাতন স্টেশন পর্যন্ত কয়েক বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়। বিভিন্ন সরকারি বেসরকারি বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ছাড়াও স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থী এবং পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। এলাকার ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে উত্তাল সমাবেশে এক অভূতপুর্ব দৃশ্যের অবতারণা হয়।
ছাত্রদের বক্তব্য চলাকালে সাধারণ মানুষ সেøাগানে সেøাগানে পুরো এলাকা মুখরিত করে রাখেন। সমাবেশে আগত অভিভাবক ও পেশাজীবীরা সরকারের নিষ্ঠুরতম দমন-পীড়ন এবং ছাত্রসহ গণহত্যার জন্য সরকারের তীব্র সমালোচনা করেন। তারা চট্টগ্রামে ছয়জনসহ সারা দেশে শত শত ছাত্র ও সাধারণ মানুষ হত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে সরে যাওয়ার আহ্বান জানান। সমাবেশে বক্তব্যে ছাত্র আন্দোলনের নেতারা বলেন, সরকার সরাসরি ছাত্রদের হত্যার নির্দেশ দিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছে। তারা ছাত্রসহ নিরস্ত্র জনতার উপর নির্বিচারে প্রাণঘাতি অস্ত্র দিয়ে গুলি করেছে। মানুষ হত্যাকারী এই সরকারের আর এক দিনও ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব ঘৃনাভরে প্রত্যাখান করে ছাত্ররা বলেন, খুনির সাথে কোন সংলাপ হতে পারে না। আগে তাদের বিদায় নিতে হবে। ছাত্রসমাজ ফ্যাসীবাদের কবর রচনা করেই ঘরে ফিরবে। তারা বলেন, এই আন্দোলন এখন সতের কোটি মানুষের আন্দোলন। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ছাত্ররা সরকারের বিগত পনের বছরের সীমাহীন লুটপাট, অর্থপাচার, ভোটচুরিসহ নানা অপকর্মের বর্ণনা দিয়ে বলেন, এরা জালিম, মানবতার দুশমন। এদের বিরুদ্ধে পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। লুটেরাদের কেউ যাতে পালাতে না পারে সেজন্য জনগণকে পাহারা বসানোর আহ্বান জানান ছাত্ররা।
সমাবেশে আগত সাধারণ মানুষর ছাত্রদের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে সেøাগান দেন। সাধারণ লোকজন ছাত্রদের মাঝে পানি ও বিভিন্ন খাবার বিতরণ করেন। অনেক অভিভাবক তাদের সন্তান নিয়ে সমাবেশে যোগ দেন। টানা প্রায় চার ঘণ্টার এই সমাবেশ ছিল শান্তিপূর্ণ। ছাত্ররাই সমাবেশের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে। অন্যসময়ের মতো গতকাল সমাবেশকে ঘিরে সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর কোন তৎপরতা দেখা যায়নি।
সমাবেশ এলাকায় মহানগর আওয়ামী লীগের দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয় এবং দোস্ত বিল্ডিংস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও ছিল না কোনো পুলিশ। ছাত্র-জনতার সমাবেশ প্রতিরোধে সরকারি দলের কতিপয় নেতার হম্বিতম্বি শোনা গেলেও শেষ পর্যন্ত নিউ মার্কেটের আশেপাশেও কাউকে দেখা যয়নি। সেখানে জনতার উত্তাল তরঙ্গ ছাড়া অন্যকিছু চোখে পড়েনি। সমাবেশ শেষে সন্ধ্যার আগে মিছিল নিয়ে ছাত্র-জনতা সমাবেশস্থল ত্যাগ করে। এরপর পুরো এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা