মৃত্যু কি এতো সহজ? অভিভাবকদের প্রশ্ন
০৪ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০৪ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম
হাসপাতালে কাতরাচ্ছে ৯ বছর, ১৪ বছরের গুলিবিদ্ধ শিশুরা। অভিভাবকেরা জানেন না, ওরা আর হাঁটতে পারবে কি না, ওদের ভবিষ্যতে কী আছে। দেশে যুবকদের নিরাপত্তা নেই, এমনকি শিশুদেরও নিরাপত্তা নেই।
গতকাল শনিবার রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে ‘সন্তানের পাশে অভিভাবক’ ব্যানারে এক সমাবেশে এ কথা বলা হয়। সমাবেশে শিক্ষার্থীদের সব ধরনের কর্মসূচিতে সমর্থন দিয়ে পাশে থাকার ঘোষণা দেওয়া হয়। অভিভাবকেরা ‘মৃত্যু এত সহজ কেন’ প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন। তারা বলেন, বারান্দায় দাঁড়িয়ে থাকা শিশু গুলিবিদ্ধ হয়েছে, ছাদে খেলতে খেলতে গুলিবিদ্ধ হয়েছে, রাস্তায় গণ্ডগোল দেখতে বের হয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে শিশুরা। মৃত্যু কি এতো সহজ?
উত্তরা ৮ নম্বর সেক্টরে থাকে মো. কাওসার খান। ৯ বছরের এই শিশু গত ১৯ জুলাই দুপুরে খাওয়ার পরে আশপাশে হট্টগোল শুনে রাস্তায় যায়। সেখানে তার পেটে গুলি লাগে। সেদিনের ঘটনার বর্ণনা দিচ্ছিলেন শিশুটির বাবা। তিনি বলেন, দেশে এমন অবস্থা যে যুবকদের তো নেই-ই, শিশুদেরও নিরাপত্তা নেই। যারা এসবের জন্য দায়ী, তাদের শাস্তি দাবি করেন তিনি।
চলচ্চিত্র নির্মাতা ও অভিভাবক কামার আহমাদ সাইমন বলেন, যে স্বাধীন ও গণতান্ত্রিক দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনীকে লেলিয়ে দেওয়া হয় বাচ্চাদের ওপর, সেই গণতন্ত্র ও দেশ দিয়ে কী হবে? সন্তান শান্তিতে রাস্তায় গিয়ে নিজের অধিকারের কথা বলতে পারবে, এমন দেশ চান বলে জানান তিনি। তিনি আরও বলেন, এই সন্তানেরাই বিকল্প। এই ভবন, গাড়ি-বাড়ি, মেট্রোরেল, সেতু জনগণের টাকায় তৈরি হয়েছে। এগুলোর চেয়ে বড় সম্পদ দেশের মানুষ, দেশের শিক্ষার্থীরা।
অভিভাবকদের সমাবেশে আহত কয়েকটি শিশুর অভিভাবকেরাও যোগ দেন। মোবারক হোসেনের (১৪) বাবা নেই। তারা দুই ভাই। সে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিয়েছে। মা দিনমজুর। সমাবেশে যোগ দিয়ে মোবারকের মা বলেন, গত ১৯ জুলাই মিরপুর ১০ নম্বরে একটি কাপড়ের দোকানে বসা ছিল মোবারক। এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে তার দুই পায়েই গুলি লাগে। সে আর হাঁটতে পারবে কি না, জানেন না মা। এই মা জানেন না, পঙ্গু হাসপাতালে ভর্তি এই সন্তান নিয়ে তিনি কোথায় যাবেন, কার কাছে যাবেন।
অভিভাবক আশফিয়া আজিম বলেন, শিশুদের ওপর নির্যাতন হয়েছে। এই সন্তানেরা যা চাচ্ছে, তা ন্যায্য। ওরা একা নয়, ওদের সঙ্গে অভিভাবক, বন্ধুরা, শিক্ষক সারা দেশের জনতা আছে।
সমাবেশের আহ্বায়ক রাখাল রাহা বলেন, এই রাষ্ট্র যাঁরা পরিচালনা করছেন, তাঁরা সন্তানদের নিরাপত্তা দিতে সক্ষম নন। সন্তানদের নিরাপত্তার জন্য অভিভাবকেরা রাস্তায় নেমেছেন। ওরা যত দূর যেতে চায়, তত দূর অভিভাবকেরাও যাবেন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সংঘাতে এ পর্যন্ত ২১৫ জন নিহত হওয়ার তথ্য পেয়েছে প্রথম আলো। তাঁদের মধ্যে শিশু, কিশোর, তরুণও রয়েছেন, আহত হয়েছেন ছয় হাজারের বেশি।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা