আন্দোলনকারীদের সাথে বসতে চাই : প্রধানমন্ত্রী
০৪ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০৪ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের নিজ সরকারি বাসভবন গণভবনে এক সঙ্গে বসার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই।
আমি সংঘাত চাইনা।’ একই সঙ্গে প্রধানমন্ত্রী আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন। কোটাবিরোধী আন্দোলনের সময় প্রতিটি হত্যাকান্ডের বিচারের আশ্বাসও দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া প্র্রতিটি হত্যাকান্ডের বিচার করা হবে’। গতকাল গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আবারও বলছি, আন্দোলনকারীরা চাইলে আমি এখনো আলোচনায় রাজি। তারা যে কোনো সময় (গণভবনে) আসতে পারে। দরকার হলে তারা তাদের অভিভাবকদের নিয়েও আসতে পারে।’ বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সামনে আমি বলছি, দেশবাসীর সামনে বলছি, কখনোই আমি দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা, যখনই আন্দোলনকারীরা বসতে চায়- আমি আবারও বলছি, আন্দোলনকারীরা যদি আসতে চায়, যে কোনো সময় আসতে চায়- আমি রাজি আছি, আলোচনা করতে পারে। দরকার হলে অভিবাবকদেরও নিয়ে আসতে পারে।’
শেখ হাসিনা বলেন, ‘সর্বজনীন পেনশন স্কিম- এটা কিন্তু ২০০৮ সালে আমাদের নির্বাচনি ইশতেহারে ছিল, এটা আমরা করব। বহু সময় নিয়ে চিন্তা ভাবনা করে পেনশন স্কিমটা চালু করেছি। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুুষের জন্য আমরা বিভিন্ন সুবিধা দিয়েছি।’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভুক্ত কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিম বাতিল করে দিয়েছি। একেবারে বাতিল করে দিয়েছি।’
আন্দোলনের মধ্যে ঘটা সহিংসতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগীয় যে তদন্ত কমিটি আমি করেছিলাম, আমি কিন্তু কারো দাবির অপেক্ষা করিনি। আমি চাই, যারাই এর সঙ্গে জড়িত- সে যেই হোক, সে পুলিশই হোক বা অন্য যে কেউই হোক, অস্ত্রধারী হোক বা যে কেউই হোক; আমি চাই সকলেরই তদন্ত হোক বিচার হোক।’ তিনি বলেন, এই যে জ্বালাও-পোড়াও, শুধু ঢাকা না- যে সমন্ত জায়গায় এই ধংসাত্মক কর্মকান্ড হয়েছে- এর তদন্ত করে যথাযথ বিচার হবে। তার জন্য যে দুজন জুডিশিয়াল নিয়োগ দিয়েছিলাম, তার সাথে আরো একজন- তিনজন সদস্য করে তাদের কর্ম পরিধিটাও বাড়ালাম, সময়টাও বৃদ্ধি করে দিলাম; যাতে যথাযথভাবে এর তদন্ত হয়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই, এ ধরনের অন্যায়, হত্যাকান্ড যারা ঘটায় তারা তো আমার দেশের নাগরিক; সে পুলিশ হোক- শিশু হোক, ডাকাত হোক, ছাত্র হোক- এর তদন্ত হয়ে যথাযথ বিচার হবে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের বিচার হবে।’
শেখ হাসিনা বলেন, ‘হত্যাকান্ডের সঙ্গে জড়িত সে যেই হোক, তার বিচার করা হবে; যারা জড়িত- তদন্তকরেই বের করা হবে।’ তিনি বলেন, ‘যারা অস্ত্রধারী, যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী- সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে, এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। ইতোমধ্যে রংপুরের পুলিশকে সাসপেন্ড করে দিয়েছি।’
শেখ হাসিনা বলেন, ‘অ্যারেস্ট যাদের করা হয়েছে, তাদের মধ্যে পরীক্ষার্থী যারা ছিল- তাদের সবাইকে জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘আমি এটাও নির্দেশ দিয়েছি- এদের মধ্যে নিরীহ ছাত্র- যারা যারা একেবারে খুনের সাথে জড়িত না, বা ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না; তাদেরকে মুক্তি দেওয়া শুরু হবে, ইতোমধ্যে শুরু হয়েছে। যারা যারা চিহ্নিত দোষী তারা থাকবে, বাকিরা যাতে মুক্তি পায়, সে ব্যবস্থাটা আমরা করে দিয়েছি।’
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা