বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের শপথ নিতে হবে -বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ
০৬ আগস্ট ২০২৪, ১২:২৯ এএম | আপডেট: ০৬ আগস্ট ২০২৪, ১২:২৯ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গতকালের ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচির মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতন হওয়ায় বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে শুকরিয়া আদায় করে বীর ছাত্র-জনতাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেছেন, ছাত্র-জনতার বিজয়কে বেহাত হতে দেওয়া যাবে না। এই বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের শপথ
নিতে হবে।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঃ দেশের জনগণের কাঁধে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিম ফ্যাসিবাদের পতনে দেশবাসীকে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা ছরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার। গতকাল সোমবার এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ আজ আনন্দে উল্লাসে মত্ত। আবারো প্রমাণ হলো অত্যাচার নিপীড়ন ও জুলুমের মাধ্যমে কোন স্বৈরাচারী জালিম টিকতে পারে না। সবাইকে শান্ত থেকে দেশের সম্পদ রক্ষা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও দেশকে সমৃদ্ধির পথে সম্মিলিত ভাবে এগিয়ে নিতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
খেলাফত মজলিস ঃ গতকাল সোমবার এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদের বলেন, গত জুলাই মাসের প্রথম দিকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকে চূড়ান্ত কর্মসূচির মধ্য দিয়ে এদেশের ছাত্র-জনতার গণআকাঙ্খা পূরণ হয়েছে। দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট-স্বৈরশাসন ব্যবস্থার অবসান ঘটেছে। আমরা মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা এই আন্দোলনসহ বিগত সময়ে যতগুলো মানুষ অন্যায়ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা করছি। যত মানুষ আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে আবারো স্মরণ করছি এবং সুস্থতা কামনা করছি। সাম্প্রতিক আন্দোলন সংগ্রামে সাহসিকতার সাথে রাজপথে অংশগ্রহণ করার জন্য আমরা সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই বিজয় ছাত্র-জনতার। এই বিজয়কে বেহাত হতে দেয়া যাবে না ইনশাআল্লাহ। এই বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের শপথ নিতে হবে। এই অর্জন কুক্ষিগত হতে দেওয়া যাবে না। ছাত্র-জনতাকে তা পাহারা দিতে হবে। আমরা অবিলম্বে আন্দোলনরত ছাত্র ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনার মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য অন্তর্বরতীকালীন সরকার গঠনের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকীব এক বিবৃতিতে ফ্যাসিবাদ সরকারের পতনে শুকরিয়া আদায় করে দেশ জাতির স্বার্থে গ্রহণযোগ্য অন্তর্বতীকালিন সরকার গঠনে জোর দাবি জানিয়েছেন। তিনি চলমান ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনে যারা এ যাবত শাহাদাত বরণ করেছেন তাদের রূহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সহনাভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রী এমপিরা যাদে দেশ থেকে পালিয়ে যেতে না পারেন সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য সেনা প্রধানের আশু হস্তক্ষেপ কামনা করেন।
বাংলাদেশ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঃ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক এক বিবৃতিতে ছাত্র-জনতার রক্তে অর্জিত জালিম ও স্বৈরাচারের পতনে দেশ ও জাতির এই মুক্তিতে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেছেন, শত শত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত আওয়ামী জালিম সরকারের পতনের মুক্তিকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। এই মুক্তি চূড়ান্ত পর্যায়ে নিয়ে দেশ জাতির আকাঙ্খাকে পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। তিনি কোনো প্রকার জ্বালাও পোড়াও ও সহিংস ঘটনা পরিহার করে দেশকে একটি সুন্দর দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত করতে সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ