ছাত্র-জনতার বিজয়
০৬ আগস্ট ২০২৪, ১২:২৮ এএম | আপডেট: ০৬ আগস্ট ২০২৪, ১২:২৮ এএম
৫ আগস্ট ২০২৪। সোমবার। কয়েকদিন বিরতির পর ফের অনির্দিষ্টকালের জন্য কারফিউ দিয়েছিল হাসিনা সরকার। এই দিনেই হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র-জনতার কর্মসূচি ছিল লং মার্চ টু ঢাকা। তাই আগের রাত থেকেই রাজধানীর সড়ক ছিল সুনশান নিরবতা। সকালটাও ছিল মেঘাচ্ছন্ন, বৃষ্টিস্নাত। রাজধানীর সড়ক ছিল যানবাহন শূণ্য। সবার মধ্যে চাপা উত্তেজনা কি হতে যাচ্ছে? আগের মতো এদিন সকাল থেকেই সড়কে তেমন পুলিশ কিংবা আইন-শৃঙ্খলা বাহিনী ছিল না। কখনো বা সড়কে একত্রে পুলিশের কিছু গাড়ি টহল দিচ্ছিল। প্রধানমন্ত্রী কার্যালয় ও গণভবন ঘিরে সকাল বেলায় সেনাবাহিনী ও পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। তবে সকল ভয়-ভীতি, আতঙ্ক, বৃষ্টি উপেক্ষা করে উৎসুক ছাত্র-জনতা একে একে ঘর থেকে বের হচ্ছিলেন লং মার্চ টু ঢাকায় যোগ দিতে। মোবাইল ইন্টারনেটের পর ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেয়ায় যোগাযোগ দূরুহ হয়ে পরে। এরই মধ্যে রাজধানীর উত্তরা, রামপুরা, বাড্ডা, বনশ্রী, পলাশী, শাহবাগ, চাঁনখার পুল, যাত্রাবাড়ী-শনির আখড়া, মোহাম্মদপুর, মিরপুর এলাকার রাস্তায় নেমে আসেন ছাত্র-জনতা। শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কয়েকজনকে আটক করে পুলিশ। শাহবাগকে ঘিরে এক দিকে ইন্টার কন্টিনেন্টাল মোড়, কাটাবন মোড়, মৎস্যভবন মোড়, শিক্ষা ভবন মোড়, চাঁনখারপুল মোড়, পলাশী, নীলক্ষেত এলাকা সেনাবাহিনী-পুলিশের কঠোর নিরাপত্তা তৈরি করা হয়। চাঁনখার পুল দিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দেয় এবং গুলি ছুড়ে। এতে কয়েকজন গুলিবিদ্ধও হন। উত্তরায় কয়েক হাজার ছাত্র-জনতা একত্রিত হলে শাহবাগের দিতে রওয়ানা হলে সেনাবাহিনী তাদের পথ ছেড়ে দিয়ে স্বাগত জানায়। রামপুরায় শিক্ষার্থীরা ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে সড়কে আসতে চাইলে পুলিশ বাধা দেয় এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং শিক্ষার্থীদের সড়কে নেমে আসার সুযোগ করে দেয়। যাত্রাবাড়ী-শনিরআখড়া, মিরপুর, মোহাম্মদপুর এলাকা ছাত্র-জনতা দখলে নিয়ে তারাও শাহবাগের উদ্দেশ্যে পায়ে হেটে যাত্রা শুরু করেন।
হাটি হাটি পয়ে রাজধানীর চতুর্দিক থেকে শিশু, কিশোর, তরুণ-তরুণী, যুবক-যুবতী, আবাল বৃদ্ধ বণিতা সকলে এগুতে থাকেন শাহবাগের দিকে। দুপুর সাড়ে ১২টার দিকেই পুলিশের সকল বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা শাহবাগে প্রবেশ করতে থাকে এবং শাহবাগে অবস্থান নিতে থাকে। পৌনে ১টার দিকেই সংবাদ আসে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথেই আন্দোলনকারী ছাত্র-জনতা বুঝে ফেলেন তাদের বিজয় হয়ে গেছে। বেলা আড়াইটার দিকে খবর আসে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এই সংবাদ শোনার পরপরই উল্লাসে ফেটে পড়ে শাহবাগ থেকে শুরু করে মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, রামপুরা, যাত্রাবাড়ীসহ সারাদেশের সকল জেলা-উপজেলায়।
সরেজমিনে শাহবাগ এলাকায় দেখা যায়, শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী নারী-পূরুষ সকলেই ছুটছেন শাহবাগের দিকে। কারো হাতে লাঠি তো, কারো হাতে জাতীয় পতাকা। কেউ আবার সেই পতাকা বেধেছেন মাথায়ও। সবার মুখে মুখে শ্লোগান, এই মাত্র খবর এলো খুনী হাসিনা পালিয়ে গেল, এই মাত্র খবর এলো ছাত্র-জনতার বিজয় হলো, এই মাত্র খবর হলো স্বৈরাচারের পতন হলো। এছাড়া সবাই আওয়ামী লীগ, আওয়ামী সরকার, শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ অন্যান্য নেতাদের নাম ধরে ধরে ভূয়া ভূয়া স্লোগান দিতে থাকেন।
টিএসসি থেকে শাহবাগের দিকে হাতে পতাকা নিয়ে হাটছিলেন ৮ম শ্রেণির ছাত্র রায়হান। কেন যাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আজকে আমাদের বিজয়ের দিন। বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। এই বিজয়ের দিন উদযাপন করতে এসেছি। ৪ বছরের শিশু মাইশাকে কাধে নিয়ে হাটতে দেখা যায় রাজিব আহমেদকে। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এটি একটি অবিস্মরণীয় দিন। এই স্মৃতি ধরে রাখতেই মেয়েকে নিয়ে এসেছি।
বেলা তিনটার আগেই দেখা যায়, শাহবাগকে কেন্দ্র করে একদিকে সায়েন্সল্যাবরেটরি, মৎস্যভবন, অন্যদিকে টিএসসি, বাংলামোটর ছাড়িয়ে কারওয়ান বাজার ছাড়িয়ে যায় ছাত্র-জনতার বিজয় মিছিল। এরপর সময় যতই বেড়েছে বেড়েছে মানুষের ভীড়। রাজধানীর অলি-গলি সবকিছুই পরিপূর্ণ হয়ে উঠে মানুষের পদচারণায়। সর্বত্রই দেখা যায় মানুষের বিজয় উদযাপন। রাজধানীর প্রতিটি এলাকাতেই নারী-পূরুষ, শিশু-কিশোর ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। যারা পেরেছেন ছুটে গেছেন শাহবাগে আর যাদের সম্ভব হয়নি তারা নিজ এলাকাতেই উৎসব করেছেন। বিকেল ৫টার পরও দেখা যায় মানুষ শুধু হাটছে আর হাটছে, সবার লক্ষ্য শাহবাগ। এক পর্যায়ে শাহবাগ ঘিরে ছাত্র-জনতার জমায়েত মতিঝিল, গুলিস্তান, পল্টন, চাঁনখারপুল, টিএসসি, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কারওয়ান বাজার, ফার্মগেট মহাখালী, মোহাম্মদপুর ছাড়িয়ে যায়।
এদিকে হাসিনার পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর হাজার হাজার ছাত্র-জনতা গণভবনে প্রবেশ করে। তারা গণভবনের বিভিন্ন আসবাবপত্র, জিনিসপত্র খুলে নিয়ে যায়। ছাত্ররা গণভবনের পুকুরে নেমে গোসল করে। কেউবা সেখান থেকে মাছ ধরে নিয়ে যায়। কেউবা ঘুমিয়েছেন গণভবনের বিছানায়। ভাংচুর করা হয় বিভিন্ন জিনিসপত্রও। সাইদুর রহমান নামে একজন বিক্ষোভকারী গণভবন থেকে শাড়ি নিয়ে পড়েন। আইনুল নামে একজন একটি মাছ নিয়ে যান, হাঁস, আসবাবপত্র নিয়ে যান রানা আমে একজন। সর্দার আমিরুল ইসলাম নামে একজন গণভবনের বাইরে সোফায় বসে ছবি দিয়ে বলেন, গণভবনের সোফা। এভাবে যে যা পেয়েছে তাই নিয়ে গেছেন গণভবন থেকে, যা নেবার মতো ছিল না সেটি ভাঙচুর করা হয়। এছাড়া রাজধানীর পথে পথে যেখানেই শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নাম, ছবি সম্বলিত যা কিছুই ছাত্র-জনতা পেয়েছে তা ভেঙে ফেলেছে, খুলে ফেলেছে কিংবা ছিড়ে ফেলেছে।
এছাড়া আওয়ামী সরকারের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগে প্রধান বিচারপতির বাসভবনেও ভাঙচুর করা হয়। একইভাবে আওয়ামী লীগের ধানমন্ডিস্থ কার্যালয়, গুলিস্তান কার্যালয়, রাজধানীতে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা এবং তাদের সহযোগী বিভিন্ন ব্যবসায়ীর বাসায় ভাঙুচর করা হয়, আগুন জ্বালিয়ে দেয়া হয়। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী