আওয়ামী লীগ অফিস ও নেতাকর্মীদের বাসায় বিক্ষুব্ধ জনতার হামলা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৬ আগস্ট ২০২৪, ১২:২৮ এএম | আপডেট: ০৬ আগস্ট ২০২৪, ১২:২৮ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এই খবরের পর বিক্ষুব্ধ জনতা রাজপথে আনন্দ মিছিল করে। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও জেলা আওয়ামী লীগ কার্যালয়, সংসদ সদস্যদের বাসভবন, তাদের অফিস, থানা, বহুতল মার্কেটে ব্যাপক ভাঙচুর করে খবর পাওয়া গেছে। এসময় অনেক জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং গুলির ঘটনা ঘটেছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদন-

কক্সবাজার ব্যুরো জানায়, লালদীঘির পাড়ের জেলা আওয়ামী লীগ কার্যালয়, পার্শ্ববর্তী হুইপ সাইমুম সরওয়ার কমলের মালিকানাধিন হোটেল নিদমহলের অফিসে অগ্নি সংযোগ করে। এছাড়াও হাজার হাজার বিক্ষুব্ধ জনতা কক্সবাজার সদর মডেল থানা ভাঙচুর ও লুটপাট করে পার্শ্ববর্তী ট্রাফিক পুলিশ কার্যালয়ে অগ্নি সংযোগ করে।

এর আগে বিক্ষুব্ধ ছাত্রজনতা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ভবন থেকে শেখ মুজিবুর রহমানের মুরেল ভাঙচুর করে, শহীদ সরণীর এমপি আশেকুল্লাহ রফিকের বাসভবনে এবং বিমাবন্দর সড়কের জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শালের বাসভবন ও জেলা আওয়ামী লীগ সম্পাদক সাবেক মেয়র মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর করে।

এদিকে চকরিয়ায় সাবেক এমপি জাফর আলমের মালিকানাধিন ও তার বউয়ের মালিকানাধিন কয়েকটি মার্কেটে বিক্ষুব্ধ জনতা অগ্নি সংযোগ করে। এসময় চকরিয়া থানায় ভাঙচুর করে। একইভাবে গোটা কক্সবাজার জেলায় আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা ও দোকানপাট ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। সীমান্ত শহর টেকনাফে বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের অফিসে অগ্নি সংযোগ করে।

ময়মনসিংহ ব্যুরো জানায়, নগরের পন্ডিতপাড়া এলাকায় ময়মনসিংহে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদের বাসায় ভাঙচুর করে অগ্নিসংযোগ করে।

এছাড়া নগরের শিববাড়ি রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, আঠারবাড়ি বিল্ডিং এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের বাসায় অগ্নিসংযোগ, সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, রাইফেলস ক্লাব ভাঙচুর ও অগ্নিসংযোগ, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনির নাহা রোডের বাসায় আগুন, সিটি করপোরেশনের প্যানেল মেয়র আসিফ হোসেন ডনের বাসায় আগুন দেয়া হয়। ময়মনসিংহ নগরের কালিবাড়ি কবরখানা এলাকায় সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটুর বাসায় ভাঙচুর চালানো হয়, ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমানের নাটকঘর লেনের বাসায় অগ্নিসংযোগ করা হয়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাতেও ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়।

অপরদিকে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সাবেক সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানীর বাসা ও ত্রিশাল অটোরিকশা স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পে ভাঙচুর চালানো হয়। এদিকে মুক্তাগাছায় পৌর মেয়র বিল্লাল হোসেন সরকারের ভাবকির মোড় এলাকায় পেট্রোল পাম্পে আগুন, বাসায় আগুন, উপজেলা যুবলীগ সভাপতি মাহবুবুল আলম মনির বাসায় অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে বিকেল সোয়া ৫টার পর থেকে কয়েকদফা চেষ্টা করা হলেও তাদের সংযোগটি বিচ্ছিন্ন পাওয়া যায়। এছাড়া অন্যান্য উপজেলায় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সংসদ সদস্যদের বাস ভবনে হামলার খবর পাওয়া গেছে। এ খবর লেখা পর্যন্ত বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নগর জুড়ে উল্লাস চলছিল।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্র্ষে শহীদ হওয়ার মধ্যদিয়ে বিজয় অর্জিত হয়েছে। ঘটনায় প্রায় ৫০ জনকে গুলিবিদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় সাকিব আঞ্জুম নামে এক যুবক নিহত হয়েছেন। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে বিভিন্ন সূত্র থেকে নিহতের সংখ্যা ১০ বলে জানানো হয়েছে।

গতকাল সোমবার সকালে সকাল ১১টার দিকে তালাইমারি এলাকায় সরকারের পদত্যাগের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দুপুরে মিছিল নিয়ে আলুপট্টি এলাকায় আসলে পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর চড়াও হয়। তালাইমারী থেকে আলুপট্টি পর্যন্ত এ হামলার ঘটনা ঘটে। পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট ও গুলি ছুড়ে। পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। দুপুর দেড়টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইএমও ইনচার্জ ডা. শংকরকে বিশ্বাস জানান, আজকে ৫০ জনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷তাদের মধ্যে ৩০ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এদিকে এই সংঘর্ষের পর থেকে পুরো রাজশাহী জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

বগুড়া ব্যুরো জানায়, আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, থানা, পুলিশ ফাঁড়িসহ বহু প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। লুট হয়েছে মার্কেটসহ অসংখ্য দোকান পাট। বিকাল ৪ টার দিকে শুরু হয় হামলার ঘটনা। বগুড়ার পুলিশ প্লাজা নামের বহুতল মার্কেটে হামলা করে ২-৩’শ দোকান পাটে হামলা লুটপাট করে। এরপর তারা পার্শ্ববর্তী বগুড়া পুলিশ ফাঁড়িতে ঢুঁকে হামলা ও লুটপাট চালায়। পরে আগুন ধরিয়ে দেয়। এরপর বগুড়ার কবি নজরুল ইসলাম সড়কের একটি ফরেন লিকারের দোকানে শুরু হয় হামলা ভাঙচুর ও লুটপাট। একই সময়ে বগুড়া জেলা আওয়ামী লীগ অফিস, আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান শফিকসহ ৫০ জনেরও বেশি নেতা কর্মীর বাড়ি ঘরে হামলা হয়।

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান, আওয়ামী লীগের কুমিল্লা মহানগর কার্যালয়ে ও স্থানীয় এমপি আকম বাহা উদ্দিন বাহারের বাসভবনে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আগুন দেন আন্দোলনকারীরা।

এর আগে বেলা তিনটার দিকে লাঠি হাতে উল্লাস করে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল কান্দিরপাড়ের দিকে যেতে থাকে। সেখানে মিছিলকারীরা উল্লাস প্রকাশ করে। এক পর্যায়ে সাড়ে তিনটার দিকে কুমিল্লা নগরীর রামঘাট এলাকায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের বহুতল ভবনে আগুন দেয় আন্দোলনকারীরা। প্রায় ১০ মিনিট ১৫ মিনিট পর আন্দোলনকারীরা নগরীর মুন্সেফ বাড়িতে গিয়ে স্থানীয় এমপি আকম বাহাউদ্দিন বাহারের বাসভবনে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এছাড়াও বিকাল থেকে কুমিল্লা নগরীতে আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড কার্যালয় ও সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অফিসে ও বাসভবনে হামলা ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। উত্তেজিত জনতার উল্লাসের পাশাপাশি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘিরে সাধারণ মানুষ চরম উৎকণ্ঠায় পড়েন।

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে জানান, ছাত্র জনতা সাবেক নৌপরিবহন মন্ত্রী সাজাহান খানের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর লুটপাট করে হোটেল সাবির্ক ইন্টারন্যাশনাল,সার্বিক পরিবহন কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। অপরদিকে ঢাকা-৮ আসনের সংসদ আ ফ ম বাহাউদ্দিন নাসিমের বাসায় তার হোটেল মাতৃভূমিতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাটের ঘটনা ঘটেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা লক্ষ্য করা যায়নি।

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান, ভাঙচুর করে বিভিন্ন স্থাপনা, আওয়ামী লীগ অফিস, নেতাকর্মীদের বাসভবন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৪টায় বিজয় মিছিল নিয়ে স্থানীয় ছাত্র জনতা সাবেক শ্রম প্রতিমন্ত্রী ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম মুন্নুজান সুফিয়ানের রেলগেট বাসভবনের নিজ তলা, ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিস এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেনের অফিস ভাঙচুর হয়েছে। মোটরসাইকেলে আগুন দেয়।

জেলার কয়রা উপজেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর, অগ্নি সংযোগ দেয় আন্দোলনকারীরা। সাবেক এমপি আকতারুজ্জামান বাবুর গাড়ি ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। পরে আন্দোলনকারীরা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি এম মহসিন রেজার বাস ভবনে আক্রমন চালায়। এসময় মহসিন রেজা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ গুলিতে ৯ জন আহত হয়। পরে আন্দোনকারীরা তার বাসভবনে ঢুকে ভাঙচুর করে এবং তাকে এবং তার দেহরক্ষিকে মারপিট করে ফেলে রেখে যায়। তবে সেখানে একটি লাশ পড়ে রয়েছে।

এছাড়া বিকাল ৫টায় নগরীর ফুলবাড়িগেটে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, বাদামতলায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার বাসভবন, কেসিসি ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুলের কার্যালয়, ফুলবাড়িগেট পুলিশ ফাঁড়ি, দিঘলিয়ার বারাকপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগনেতা গাজী সাহাগীর হোসেন পাভেল তার চাচাতো ভাই বারাকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী আলী বাকের প্রিন্সের বাসভবনে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়েছে। এছাড়া খুলনা জেলা পরিষদের অভ্যন্তরে ঢুকে আন্দোলনকারীরা ভাঙচুর করেছে, অগ্নি সংযোগ করেছে এবং মালামাল লুট করেছে।

পটুয়াখালী জেলা সংবাদদাতা জানান, শহরের সোনালী ব্যাংক মোড়ে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করে সেখান থেকে নামিয়ে দড়ি দিয়ে বেধে পিটিয়ে রাস্তা দিয়ে নিয়ে শহীদ মিনারে নিয়ে যায়। সেখানে দড়ি দিয়ে শহীদ মিনারের সাথে ঝুলিয়ে জুতা-সেন্ডেল নিক্ষেপ করে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।

বিক্ষুদ্ধ জনতা সদর রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতির বাস ভবন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের বাস ভবন ও জেলা আওয়ামী লীগের সদস্য মনির খানের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়।

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাইবুর রহমান টিপু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে জানা গেছে। গত রোববার চলমান আন্দোলনের অংশ হিসাবে মানিকগঞ্জে ছাত্র জনতা বাসস্ট্যান্ড মানরা এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-আরিচা রাস্তা অবরোধ করে রাখে।

এদিকে বেলা ১২টার পরে আওয়ামী লীগের নেতা কর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় গেলে সেখানে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। ত্রিমুখী সংঘর্ষে আন্দোলনরত শিক্ষার্থী, সাধারণ জনতাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাইবুর রহমান টিপু রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাতে মারা গেছেন।
নিহত তাইবুর রহমান টিপু জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের চাচা।

ফেনী জেলা সংবাদদাতা জানান, ফেনীর দুই এমপির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ জনতা। গতকাল বিকেলে এ ঘটনা ঘটে। বিকেল ৩টার দিকে বিক্ষুদ্ধ জনতা স্টেশন রোডে ফেনী জেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, পরে সামনে এগিয়ে এসে কলেজরোডে পৌরসভা কার্যালয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। বিকেল ৪টার দিকে বিক্ষুদ্ধ জনতা এমপি নিজাম উদ্দিন হাজারীর দুটি বাড়ি পাঁচতলা বিশিষ্ট ভোটকাছারি ও হাজার কোটি টাকার বাগান বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে উৎসুক জনতা তার বাড়ির আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এদিকে ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহাম্মেদ চৌধুরী নাসিম এর বাসবভনেও আগুন দেয়ার ঘটনা ঘটে। জানা যায়, বিক্ষুদ্ধ জনতা বিকেল সাড়ে ৫টার দিকে ফেনী গালর্স ক্যাডেট কলেজ সংলগ্ন এমপির ফেনীর বাসবভনে ব্যাপক ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। এছাড়াও শহরের বাঁশপাড়ায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু সুশেন চন্দ্র শীলের ব্যক্তিগত অফিসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা।

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা জানান, উৎফুল্ল জনতা এমপি শামীম ওসমান ও সেলিম ওসমানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট করছে। এদিকে সোনারগাঁ উপজেলা এলাকায় অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নি সংযোগ চালায়।

নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, নোয়াখালীর দু’জন সংসদ সদস্যের ব্যবসা প্রতিষ্ঠান, যুবলীগ নেতার বাসা, বেগমগঞ্জ পৌরসভা কার্যালয়, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিস ও কৃষি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পৌরসভা কার্যালয়, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে আগুন দেয়ার ঘটনাও ঘটে। আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে পৌরসভা কার্যালয়ের সামনে রাখা দুটি গাড়ি। এ ছাড়া নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের মালিকানাধীন চৌমুহনীর মোরশেদ আলম কমপ্লেক্স, অনন্তপুরসহ নোয়াখালী -৩ আসনের এমপি মামুনুর রশীদ কিরণের গ্লোব সফট ড্রিংকস ফ্যাক্টরীসহ বিপণিবিতানেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটা থেকে সন্ধ্যার পর পর্যন্ত এসব ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীদের সাথে চৌমুহনী চৌরাস্তা এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হন। এর মধ্যেই আন্দোলনকারীদের একটি অংশ বেগমগঞ্জ থানায় ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভেতরে ঢোকার চেষ্টা চালায়। তখন ভেতরে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল হাসান মাইকে আন্দোলনকারীদের বুঝিয়ে শান্ত করেন।

বেলা সাড়ে তিনটার দিকে কয়েক হাজার আন্দোলনকারী চৌরাস্তায় বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা চৌরাস্তাসংলগ্ন চৌমুহনী পৌরসভা ভবনের সামনে দুটি গাড়িতে অগ্নিসংযোগ করেন। পরে পৌরসভা ভবনের ভেতরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর বিক্ষোভকারীরা চৌমুহনী বাজারে যান। সেখানে তারা সমবায় মার্কেট, কিরণ ইম্পেরিয়ার নামের দুটি প্রতিষ্ঠানে হামলা চালান। পরে বিক্ষোভকারীরা চৌমুহনী রেলগেট–সংলগ্ন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের মালিকানাধীন বিপণিবিতান ‘মোরশেদ আলম কমপ্লেক্স’-এ হামলা ও ভাঙচুর করেন।

এদিকে সকাল ১০টায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা পৌর বাজারে জড়ো হলে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে বাধা দেয়ার চেষ্টা করার পর পরই ফুঁসে ওঠে আন্দোলনকারী ছাত্র -জনতা। এসময় আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে এমপি একরাম চৌধুরীসহ তার সহযোগীরা পালিয়ে যান। পরে শিক্ষার্থীরা সুধারাম থানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় সেনা সদস্যরা এগিয়ে এসে শান্তিপূর্ণ আন্দোলনের অনুরোধ জানান আন্দোলনকারীদের। দুপুরে নোয়াখালী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট ও জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্টের মাইজদীর বাড়িতে হামলা করা হয়। এসময় পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

এদিকে সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিস ও কৃষি অফিসে ভাঙচুর চালানো হয়। এ ছাড়া সোনালী ব্যাংকের মাইজদী কোর্ট শাখায় ইটপাটকেল ছোড়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কের কাছে হামলা ও ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, বেগমগঞ্জের চৌমুহনীতে সহিংস ঘটনার সাথে তাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের সুযোগ নিয়ে অন্য কেউ পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়ে থাকলে সেটির দায় কখনও ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নেবে না।

দিনাজপুর অফিস জানায়, দিনাজপুর শহরের পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের নির্দিষ্ট কিছু এলাকা ছাড়া আর কোথাও পুলিশি পাহাড়া লক্ষ করা যায়নি। ছিল সেনাবাহিনী ও বিজিবির টহল। সকাল ১১টায় দিনাজপুর পলিটেকনিক গেটের সামনে কোটা বৈষম্য বিরোধী ছাত্ররা সমবেত হয়ে এক দফা দাবীর সমর্থনে শ্লোগান দিতে থাকে।

রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় জমায়েত হয় আন্দোলনকারীরা। তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দেয়। গোয়ালন্দ মোড় জিরো পয়েন্টে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কার্য্যে লাল কাপড় বেঁধে দেয়। তারা সড়কে অবস্থান নিলে দুপুর ১২টার দিকে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ গুলি করলে আন্দোলনকারী সিনতি, লাবনী এবং শহীদ ওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান বাবু, লাবু, রুবেল মন্ডল, মজিবর গুলিবিদ্ধ হয়। পরে আন্দোলনকারী ছত্রভঙ্গ হয়ে যায়। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে আওয়ামী লীগ নেতার ছোঁড়া গুলিতে হাফেজ আনাস বিল্লাহ নামের একজন কিশোর নিহত হয়েছেন। এছাড়া সাতক্ষীরা জেলা শহরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ট্রাফিক অফিসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে শেখ হাসিনার পদত্যাগের খবর শোনার পর বিক্ষুব্ধ জনতা এসব ঘটনা ঘটায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা কারাগারসহ বিভিন্ন স্থাপনায় আগুন লাগানো ও ভাঙচুরের ঘটনা ঘটছে।

ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরে কোতোয়ালি থানায় হামলার ঘটনায় থানায় অবরুদ্ধ পুলিশ থানা থেকে বের হওয়ার সময় টিয়ারসেল ও গুলি বর্ষণের সময় একজন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের নাম মো. সামচু মোল্যা (৬৫)। তিনি শহরের পূর্ব খাবাসপুরের বাসিন্দা মোতালেব মোল্যার ছেলে। পরে থানা ছেড়ে পুলিশ বেরিয়ে গেলে থানা ভবনে ব্যাপক ভাঙচুর ও কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। রিপোর্ট লেখার সময় এ নিয়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এদিকে জেলা আ. লীগের কার্যালয়ে ফের ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ম্যুরালসহ বিভিন্নস্থানে ইটপাটকেল নিক্ষেপ ভাঙচুর করে। ফরিদপুরে বঙ্গবন্ধুর নামের বিভিন্ন স্মৃতিস্তম্ভগুলোতে ভাঙচুর, ঘটনায় পুলিশ বিক্ষুব্ধের ছত্র ভঙ্গ করতে গুলি ছুঁড়লে গুলি আহত হয় ১০ জন।

গাজীপুর জেলা সংবাদদাতা জানান, গাজীপুর মহানগরীর বাসন থানায় হামলা হয়েছে। বিক্ষুব্ধ হামলাকারীরা থানা ঘেরাও করে আগুন ধরিয়ে দেয়। এ সময় থানা পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে বিক্ষোভ কারীদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করলে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় পুলিশের রাবার বুলেট নিক্ষেপে বেশ কয়েকজন আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

অপরদিকে গাজীপুর সিটি মেয়র জায়েদা খাতুন ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাসভবনে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষুব্ধ হামলাকারীরা জাহাঙ্গীর আলমের বাসার মালামাল রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়। এছাড়া গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের বাসভবনে হামলার হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোর-২ আসন (সদর-নলডাঙ্গা) এর সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও পৌরসভার মেয়র উমা চৌধুরী জলির বাড়িতে অগ্নি সংযোগ করে বিক্ষুব্ধ জনতা। সেই সাথে শফিকুল ইসলাম শিমুলের বাবার বাড়ি, ছোট ভাই সাগরের বাড়ি ও কান্দিভিটাস্থ আওয়ামী লীগের জেলা কার্যালয়েও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। সোমবার বিকালে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বরগুনা জেলা সংবাদদাতা জানান, বিক্ষুব্ধ ছাত্রজনতা বরগুনা জেলা শহরের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বাসভবনে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ল’ চেম্বার, সহ-সভাপতি হুমায়ূন কবিরের ব্যবসা প্রতিষ্ঠান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীরের ব্যবসা প্রতিষ্ঠান, জেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিহাবের বাসভবন, মজিবুল হক কিসলুর ল’ চেম্বার, জেলা আওয়ামী লীগের অফিস, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলামের ল’ চেম্বার, বঙ্গবন্ধু নৌকা জাদুঘর, মুক্তিযুদ্ধ ট্রাস্টসহ বেশ কিছু স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর করে। বরগুনা জেলা শহর জুড়ে তৈরি হয় অরাজকতা। শুধু বরগুনা জেলা শহর নয়, আশপাশের বিভিন্ন এলাকা ও উপজেলাগুলোতেও ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা জানান, রাজশাহীর গোদাগাড়ীতে অসহযোগ আন্দোলনে কারফিউ ভেঙে বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্র জনতা। গতকাল সোমবার সকাল ১১টার দিক আন্দোলনকারীরা গোদাগাড়ী উপজেলার ড্যাংপাড়া মোড়ে যেতে চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে করে সংঘর্ষ বেধে যায়। পুলিশও শক্ত অবস্থানে থেকে আন্দোলনকারীদের উপর টিয়ারসেল রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুঁড়লে তার পিছু হটে। পরে আন্দোলকারীরা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী মহাসড়কে অবস্থান করে। পরে আবারো আন্দোলকারীর সমবেত হলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এতে পুলিশ টিয়ারসেল রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুঁড়লে ৭ জন আহত হয়।
বিকালে ১ দফা দাবি বাস্তবায়নে শিক্ষার্থী জনতা রাস্তায় নেমে এসে আনন্দ মিছিল করে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ডা. শংকরে দে বিশ্বাস জানান, এখন পর্যন্ত গুলিবিদ্ধ ৩০-৩৫ জন ভর্তি হয়েছেন। হাসপাতালে মোট ভর্তি ৪০-৪৫ জন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
আরও

আরও পড়ুন

ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক

ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক

বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী

বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী

খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই

বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই

গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি

গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি

২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান

সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান

নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি

রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি

রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত

রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত

স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।

স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।

কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা

১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা

সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান

সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান

মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন

মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন

ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন

ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন

মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি

মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি

মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার

ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ