এ.এম আমিনউদ্দিনসহ ২২ আইন কর্মকর্তার পদত্যাগের গুঞ্জন
০৭ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম
আওয়ামীলীগ সরকারের শীর্ষ আইন কর্মকর্তা (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল) শেখ মোহাম্মদ মোরশেদ পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট বরাবার তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন। পদত্যাগের কারণ ‘ব্যক্তিগত’ বলে উল্লেখ করেছেন। অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের মাধ্যমে মহামান্য প্রেসিডেন্ট বরাবর তিনি এ পদত্যাগ পত্র জমা দেন।
এর আগে ২০২১ সালের ২৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের আওয়ামীলীগপন্থি আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন তৎকালিন প্রেসিডেন্ট।
এদিকে আওয়ামীলীগ সরকারের পক্ষ নিয়ে উচ্চ আদালতেক আইনি লড়াই পরিচালনাকারী প্রধান আইন কর্মকর্তাসহ বেশ ক’জন আইন কর্মকর্তা পদত্যাগ করছেন মর্মে গুঞ্জণ ছড়িয়ে পড়েছে গতকাল। আজ-কালের মধ্যেই তারা প্রেসিডেন্ট বরাবর পদত্যাগপত্র পাঠাবেন। এর মধ্যে অ্যাটর্নি জেনারেল এএম আমিনউদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরীসহ অন্তত ১৩ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ৯ সহকারি অ্যাটর্নি জেনারেল রয়েছে।
উল্লেখ্য, ‘বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল’ একটি সাংবিধানিক পদ। এ পদে সরাসরি প্রেসিডেন্ট নিয়োগ দিয়ে থাকেন। বাংলাদেশ তথা রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারল আইনি লড়াই পরিচালনা করার কথা থাকলেও কার্যত: তারা যখন যে সরকার শাসন ক্ষমতায় থাকে সেই সরকারের নির্দেশনা অনুসরনের কাজ করেন। সে হিসেবে শেখ হাসিনা নেতৃত্বাধীন ১৬ বছরের আওয়ামীলীগ সরকার আমলে বেশ ক’জন আওয়ামী ঘরানার আইনজীবী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়েছেন। অ্যাটর্নি জেনারেল কিংবা তার অধীনস্থ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের ক্ষেত্রে অদ্যাবধি কোনো নিয়োগ বিধি প্রণয়ন করা হয়নি। ফলে যখন যে সরকার ক্ষমতায় আসে সেই সরকার ঘনিষ্ট আইনজীবীরারই সরকার আইনকর্মকর্তা নিযুক্ত হয়ে থাকেন। এ ছাড়া অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কতজন আইন কর্মকর্তা থাকবেন-তারও কোনো অর্গানোগ্রাম বা সাংগঠিনক কাঠামো নেই। ফলে সরকার যতজন ইচ্ছে আইন কর্মকর্তা নিযোগ দিয়ে আসছে। এ প্রক্রিয়ায় গত ১৫ বছরে শত শত আইন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে।
বর্তমান অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন ২০২০ সালের ৮ অক্টোবর দেশের ১৬ তম অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। দুই সরকার মিলিয়ে চার বছরেরও বেশি সময় ধরে তিনি অকুন্ঠচিত্তে আওয়ামীলীগ সরকারকে আইনি সেবা দিয়ে যাচ্ছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ