সড়কে শৃঙ্খলায় শিক্ষার্থীরা
০৭ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম
স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর গতকাল দ্বিতীয় দিনেও চট্টগ্রামের সাধারণ মানুষের উল্লাস অব্যাহত রয়েছে। বিএনপি-জামায়াতের দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের বাসাবাড়িতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মী, সমর্থকদের মাঝে ফিরে এসেছে দারুণ প্রাণচাঞ্চল্য। এদিকে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে রাস্তায় নেমে যানবাহনে শৃঙ্খলার দায়িত্ব পালন করেছেন বৈষম্যবিরোধী আন্দোলন শিক্ষার্থীরা। সড়ক পরিষ্কারেও হাত লাগিয়েছেন তারা। কর্মচাঞ্চল্য ফিরছে দেশের প্রধান বন্দরনগরীতে। চট্টগ্রাম বন্দরমুখী আমদানি-রফতানি পণ্যবাহী যানবাহনের ভিড়, জটলা বেড়েই চলেছে।
কোটা সংস্কার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার নজিরবিহীন অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশের মত চট্টগ্রামেও উল্লাসে ফেটে পড়ে সাধারণ মানুষ। বিক্ষুব্ধ জনতা সরকারের পেটুয়া বাহিনীর ভূমিকা পালনকারী পুলিশ কর্মকর্তাদের খোঁজে থানায় থানায় হামলা চালায়। আর তাতে থানা সরে যান পুলিশ সদস্যরা। গতকাল নগরীর থানাগুলো ছিল প্রায় ফাঁকা। যানবাহন নিয়ন্ত্রণে নামেনি ট্রাফিক পুলিশের সদস্যরাও। এ শূন্যতা পূরণে এগিয়ে আসেন শিক্ষার্থীরা। নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টে অবস্থান নিয়ে তারা যানবাহনে শৃঙ্খলা আনতে কাজ করেন। ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও ট্রাফিক নিয়ন্ত্রণে ঘণ্টার পর ঘণ্টা দায়িত্ব পালন করেন। এর ফলে নগরীর কোথাও তেমন যানজট বা বিশৃঙ্খলা দেখা যায়নি। শিক্ষার্থীদের অনেকে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের সতর্ক করেন। গাড়িতে সিটবেল্ট না থাকায় ভর্ৎসনা করেন যাত্রীদের। যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি বিগত কয়েকদিনের আন্দোলন সংগ্রামে রাস্তায় পড়ে থাকা ইট-পাটকেল ও আবর্জনার স্তুপ সরাতেও কাজ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পলিথিন হাতে রাস্তার ময়লা সরিয়ে নিতে দেখা যায়। যেসব সড়কে আবর্জনা বেশি ছিল সেখানে ঝাড়ু দিয়েছেন অনেক শিক্ষার্থী। এমন দৃশ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন যানবাহনের যাত্রী ও পথচারীরা। পথচারীদের অনেকে শিক্ষার্থীদের সাথে পরিচ্ছন্নতার কাজে যোগ দেন। যানবাহন থামিয়ে চালক ও যাত্রীরা শিক্ষার্থীদের সাথে করমর্দন করেন। অনেক যানবাহন চালক শিক্ষার্থীদের উদ্দেশে স্যালুট দেন।
সোমবার দুপুরের পর থেকে কারফিউ প্রত্যাহারের ঘোষণা আসলেও নগরীর বেশিরভাগ দোকানপাট, মার্কেট, বিপণিকেন্দ্র বন্ধ ছিল। দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত রাস্তায় ছিল সর্বস্তরের মানুষের আনন্দ উল্লাস। গতকাল সকাল থেকে অফিস আদালত খোলা হয়। তাতে নগরী কর্মচঞ্চল হয়ে ওঠে। চট্টগ্রাম বন্দর এলাকায় ছিল ভারী যানবাহনের প্রচণ্ড ভিড়। আমদানি-রফতানি পণ্যবাহী যানবাহনের চাপ ছিল বেসরকারি কন্টেইনার ডিপো ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, গত ২৪ ঘণ্টায় বন্দর থেকে ৩২৯ টিইইউএস কন্টেইনার ডেলিভারী হয়েছে। কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে তিন হাজার ৬৭৪ টিইইউএস। বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও জেটিতে বর্তমানে ৪৪ হাজার ১১৭ টিইইউএস কন্টেইনার রয়েছে। গণ আন্দোলনের কারণে কয়েকদিন যানবাহন চলাচল বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের সংখ্যা বেড়ে যায়। তবে এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।
সহিংসতায় দুজনের মৃত্যু : শেখ হাসিনার পতনের খবরে সোমবার রাতে সহিংসতার ঘটনায় চট্টগ্রামে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অনেকে। নিহত দুই জনের মধ্যে একজন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হামলা করার সময় গুলিবিদ্ধ হন। আরেকজন হাটহাজারীতে সহিংসতায় মারা যান। তারা হলেন- মো. নিজাম উদ্দিন (১৮) ও মো. জামাল উদ্দিন (৫৪)। এরমধ্যে নিজামের বাড়ি নোয়াখালীতে। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হামলা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে জানা গেছে। আর জামাল উদ্দিনের বাড়ি হাটহাজারীতে। তিনিও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তছলিম উদ্দিন জানান, সোমবার রাতে তাদেরকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দু’জনই গুলিবিদ্ধ ছিলেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ