দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে : সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৭ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম

দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ২৪ ঘণ্টার মধ্যে নির্দলীয় সরকার গঠনের ব্যাপারে সমাধান করতে হবে। আমি প্রেসিডেন্টের কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে।
কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্ররা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে চান, আপনারা সমর্থন করেন কি না, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এখানে আমাদের সমর্থন করার ব্যাপার নয়। এটা হচ্ছে যে যখনই প্রেসিডেন্ট আমাদের কাছে প্রস্তাব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের নামের জন্য, আমরা সেই সময়ে প্রেসিডেন্টের কাছে নাম দেব।
বিএনপি মহাসচিব বলেন, এখানে এখন কনস্টিটিউশনাল হেড অব স্টেট প্রেসিডেন্ট উনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান। তাঁরই একমাত্র এখতিয়ার আছে এ ধরনের ব্যবস্থাগুলো নেওয়ার জন্য। সুতরাং যখন প্রেসিডেন্ট আমাদের ডাকবেন, তখনই আমাদের যেটা নামের প্রস্তাব আমরা দেব। তবে একটা কথা বলে দিই, ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, তাঁদের আন্দোলনের প্রতি একাত্মবোধ করেছি, তাঁদের সঙ্গে একাত্মবোধ করছি। এখানে বলব, সর্বদলীয় ব্যাপারটা গুরুত্ব দেওয়া উচিত।
গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল। একই সঙ্গে তিনি বলেন, দুঃখ প্রকাশ করছি, এই বিজয়ের পরে কিছুসংখ্যক দুস্কৃতিকারী তারা কয়েকটি টিভি সেন্টারে অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে। এটা মুক্ত স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের চিন্তার বিরুদ্ধে। আমরা সব সময় ফ্রিডম অব প্রেসে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, ব্যক্তি, মানুষ, সংগঠন, বিশেষ করে সাংবাদিকেরা তাঁদের মত স্বাধীনভাবে প্রকাশ করবেন। সেই বিশ্বাসে আমরা মনে করি যে যাঁরা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত থেকেছেন, তাঁরা এসব থেকে বিরত থাকবেন এবং সংবাদপত্রের যে মুক্ত ধারা, তা অব্যাহত রাখবেন।
মির্জা ফখরুল বলেন, আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই শহীদদের। ছাত্র ও জনতা, যাঁরা দীর্ঘ ১৫-১৬ বছরের গণতান্ত্রিক সংগ্রামে প্রাণ দিয়েছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা শিক্ষার্থীদের ও তাঁদের নেতাদের অভিবাদন জানাতে চাই, স্যালুট জানাতে চাই।
তিনি বলেন, আমরা রাহুমুক্ত হয়েছি, আমরা ফ্যাসিবাদের যে মূল হোতা, জনগণ তাকে সরিয়েছেৃসে পালিয়েছে, তাকে বিতাড়িত করেছে। সেখানে এই বিজয় নিঃসন্দেহে বড় বিজয়, সেই বিজয়টাকে কনসোলেটেড করতে হবে।
বেগম জিয়ার বার্তা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) সবাইকে সবাই শান্ত হতে বলেছেন। এখানে এমন কোনো পরিস্থিতি তৈরি যেন না হয়, যাতে অর্জিত বিজয় ছিনিয়ে নিয়ে যায় কেউ। জনগণকে সর্তক থাকতে বলেছেন, এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে।
খালেদা জিয়া কবে নাগাদ জনসমক্ষে আসবেন, প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, আপনারা জানেন, ম্য্যাডাম খুব অসুস্থ। আমি সোমবার রাতে দেখা করেছি...সুতরাং যখনই তিনি ফিট মনে করবেন, সুস্থ বোধ করবেন, তখন তিনি জনগণের সামনে উপস্থিত হবেন।
তারেক রহমান কবে ফিরবেন এমন প্রশ্নে তিনি বলেন, উনি (তারেক রহমান) যখনই মনে করবেন হি ক্যান কাম ব্যাক, আমরা ইতোমধ্যে অনুরোধ জানিয়েছি যে দ্রুত চলে আসেন। সেই ব্যবস্থা হবে ইনশাল্লাহ।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।
এর আগে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের দোতলার একটি কক্ষে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপির মাধ্যমে এ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে সশরীর মহাসচিবসহ পাঁচ সদস্য ছিলেন। বিদেশে অবস্থান করা আবদুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু ভার্চ্যুয়ালি যুক্ত হন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না: দ্য ইকোনমিস্টকে ড. ইউনূস
কুমারখালীতে রাতের আঁধারে সড়কের অর্ধশতাধিক গাছ কর্তন
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
ধামরাইয়ে ২টি ড্রেজার মেশিন জব্দ
ছিনতাইকারীর হাতে খুন হন হাফেজ কামরুল
আরও

আরও পড়ুন

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

বিলুপ্তির পথে মাটির ঘর

বিলুপ্তির পথে মাটির ঘর

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বিহারিরা কেমন আছে

বিহারিরা কেমন আছে

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সবুজ গালিচায় হলুদের সমারোহ

সবুজ গালিচায় হলুদের সমারোহ

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

কিউবায় সমাবেশ

কিউবায় সমাবেশ