দেশজুড়ে আনন্দ মিছিল

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৭ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম

শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ জনতা গতকার মঙ্গলবার সারা দেশে আনন্দ মিছিল করেন বিএনপি-জামায়াত ও বিভিন্ন বিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার সরকার পতনের আন্দোলনে নিহত শিক্ষার্থী ও জনতাদের স্মরণে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। অনেকে আবার একে-অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে জানান, মাদারীপুরে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি ও বিভিন্ন বিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল ১০টার দিকে লেকেরপাড়ের মুক্ত মঞ্চ থেকে আনন্দ মিছিল বের করে শিক্ষার্থীরা। অন্যদিকে সকাল সাড়ে ১০টায় পৌর ঈদগাহ থেকে মিছিল বের করে জেলা বিএনপি। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বিজয় মিছিল ও গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সরকার পতনের আন্দোলনে নিহত শিক্ষার্থী ও জনতাদের স্মরণে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাবের সামন থেকে একটি বিজয় মিছিল বের হয়।
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা জানান, সোনারগাঁয়ে আনন্দ র‌্যালী করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলন সোনারগাঁ এর উদ্যোগে র‌্যালী শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন তারা। সমাবেশে শিক্ষার্থীরা জানান, আমরা অনেক প্রাণের বিনিময়ে আমাদের দাবি আদায় করেছি। আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন, শিক্ষার্থী সাব্বির আল রাজ, মো. জাহিদ, মো. সায়েম প্রধান, জোনায়েত ইসলান, জিসান ইসলাম অনিক, এমায়েতুল ইসলাম প্রিমন, জিহাদ হাসান উজ্জল, মুরাদ মাহফিজ, জাবিদ ও নাহিন প্রমুখ।
নরসিংদী জেলা সংবাদদাতা জানান, নরসিংদী জেলা সদর সহ সকল উপজেলায় বিজয় মিছিল করেছে জামায়াত। বাংলাদেশ জামায়াত ইসলাম নরসিংদী জেলা শাখা উদ্যোগে গতকাল বিকেল বিকাল তিনটায় নরসিংদী শহরে শিক্ষা চত্বর থেকে একটি বিজয় মিছিল শুরু করে ঘরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রবিন্দু শহীদ তাহমিদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।
রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীতে বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের শহীদ স্মৃতি চত্বরে জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারীর সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব চৌধুরী মঞ্জুরুল আলম দুলাল, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল, জেলা জাসাসের সাবেক সভাপতি আব্দুর রউফ হিটু প্রমুখ।
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা জানান, আনন্দ মিছিল করেছে সোনারগাঁ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেলে সাবেক প্রতিমন্ত্রী ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম সমর্থিত নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সমাবেশ করা হয়। সভায় সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল এর সভাপতিত্বে ও সোনারগাঁ থানা যুব দলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাধারন জনতা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ চলমান আছে। গতকাল মঙ্গলবার রাঙ্গুনিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একসভা দুপুরে চন্দ্রঘোনা নিচুবাগান বটতলে অনুষ্ঠিত হয়। গতকাল রাঙ্গুনিয়া কলেজ মাঠে বিশাল সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরী›র সন্তান হুমমাম চৌধুরী প্রধান অতিথি বক্তব্য রাখেন, এসময় অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, অধ্যাপক মো. মহসিন, হাসনাত, মো. ইউসুফ সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
সরিষাবাড়ী (জামালপুর) উপজেলা সংবাদদাতা জানান, সরিষাবাড়ীতে ছাত্রদের পাশাপাশি সর্বস্তরের জনগণও হাসিনা সরকারের খবরে আনন্দ মিছিল করে। তারা দফায় দফায় মিছিল শেষে সরিষাবাড়ীর শতাব্দীর শ্রেষ্ঠ নেতা জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের বাড়ি যান এবং তার সাথে কৌশল বিনিময় করেন।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিরাজদিখান উপজেলা মোড় থেকে একটি মিছিল বের হয়ে গোয়ালবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
তারাকান্দা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, আ. লীগ সরকারের পতনের পর এই প্রথম তারাকান্দায় বিজয় মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি ও ইসলামী ঐক্যজোটের নেতা কর্মীরা। গতকাল বিকাল ৪টায় তারাকান্দায় (ময়মনসিংহ-হালুয়াঘাট)সড়কে এই বিজয় মিছিলে অংশ নেয় হাজারো মানুষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ময়মনসিংহ উত্তর জেলার যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে তারাকান্দা দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হয় বাসস্টেশন সংলগ্ন ঐতিহাসিক কড়ইতলা চত্বরে।
কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, গাজীপুরের কালিয়াকৈরে পৌর ও উপজেলা বিএনপি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে পৌর ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ একত্রিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সড়ক ধরে একটি বিশাল মিছিল বের করে।
বেলকুচি (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের বেলকুচি পদত্যাগ করে পলায়ন করায় বিএনপি ও জামায়ত ইসলামী বাংলাদেশ পৃথক পৃথক ভাবে বিজয় মিছিল করেছে। মঙ্গলবার সকাল ১১টায় বেলকুচি উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের নেত্রীত্বে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কয়েক হাজার নেতা কর্মীদের অংশগ্রহণে পৌর এলাকার জিধুরী মাদরাসায় মাঠ থেকে একটি বিশাল মিছিল মুকুন্দগাতী বাস স্ট্যান্ড যাত্রী ছাউনির সামনে অবস্থান নিয়ে বিজয় উল্লাস করেন।
ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা জানান, ইসলামপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে উপজেলা সমন্বয়ক সানির নেতৃত্বে একটি বিশাল মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
নগরকান্দা (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের নগরকান্দার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে নগরকান্দা সদর বাজার থেকে একটি আনন্দ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমি মাঠ চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে বক্তব্য দেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে আনন্দ মিছিলে যোগ দেয় বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীসহ সাধারণ জনতা।
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ফুলপুরে আনন্দ মিছিল, পথ সভা করেছে বিএনপি ও ছাত্র-জনতা। মঙ্গলবার দুপুরে আনন্দ মিছিল শুরু হয়ে ফুলপুর পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরপুর রোড গোল চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। আনন্দ মিছিল ও পথ সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল বাসার আকন্দ, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য এমদাদ হোসেন খান, কুদরত আলী আমজাত সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
ঝিনাইদহ সদর উপজেলা সংবাদদাতা জানান, ঝিনাইদহে আনন্দ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার জেলা বিএনপি’র আয়োজনে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ওয়াজির আলী হাই স্কুল মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পাননু ও যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা।
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় আলোচনা সভা ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বারইয়ারহাট পৌর বাজারের শান্তিরহাট রাস্তার মাথায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর সমাবেশস্থল থেকে মিছিল বের করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদস্থ শেষ হয়। এসময় হাজার হাজার জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের নান্দাইলে হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র জনতা ও বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদেরকে নিয়ে গতকাল সকাল ১১ঘটিকায় বারবার কারা নির্যাতিত, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র,এ এফ এম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে চারি আনিপাড়া তার বাস ভবনের সামনে থেকে সকাল ১১ ঘটিকায় স্বৈরাচার হাসিনা সরকারের পতন উপলক্ষে এক বিশাল বিজয় মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না: দ্য ইকোনমিস্টকে ড. ইউনূস
কুমারখালীতে রাতের আঁধারে সড়কের অর্ধশতাধিক গাছ কর্তন
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
ধামরাইয়ে ২টি ড্রেজার মেশিন জব্দ
ছিনতাইকারীর হাতে খুন হন হাফেজ কামরুল
আরও

আরও পড়ুন

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

বিলুপ্তির পথে মাটির ঘর

বিলুপ্তির পথে মাটির ঘর

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বিহারিরা কেমন আছে

বিহারিরা কেমন আছে

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সবুজ গালিচায় হলুদের সমারোহ

সবুজ গালিচায় হলুদের সমারোহ

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

কিউবায় সমাবেশ

কিউবায় সমাবেশ