রাজারবাগে পুলিশ সদস্যদের বিক্ষোভে দাবি

গুলির নির্দেশদাতা পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার করা হোক

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৭ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আতঙ্কে ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন পুলিশ সদস্যরা। গত কয়েকদিন সরকারের পতনের দাবিতে ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের পাশাপাশি অনেক পুলিশ সদস্যও নিহত হয়েছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কয়েক’শ থানা ও পুলিশ স্থাপনা অগ্নিসংযোগ-ভাঙচুর করা হয়েছে। এমন অবস্থায় জীবনের শঙ্কা, থানায় হামলা ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে পুলিশ সদস্যরা। গতকাল মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে বিক্ষোভও করেন হাজার হাজার পুলিশ সদস্য ও মাঠ পর্যায়ের কর্মকর্তারা। এ সময় ত্রাা বলেন, আমরা জীবনের নিরাপত্তা চাই। আমরা ছাত্র-জনতার উপর গুলি করতে চাই না। আমরা কাউকে হত্যা করতে চাইনি। যারা গুলি করে ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ দিয়েছেন তারা আজ পালিয়ে গেছেন। ওই নির্দেশ দাতা পুলিশ প্রধান আবদুল্লাহ আল-মামুন, এসবির প্রধান মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুন উর-রশীদ, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার বিশ্বাস ও মেহেদি হাসান, পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি আতিকুর রহমান, পুলিশ সদর দফতরের ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ অন্যান্য যারা আছেন তাদের গ্রেফতার করে কঠোর বিচার করা হউক।

রাজারবাগ পুলিশ লাইনের কনস্টেবল আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, আমরা মানুষ খুন করতে পুলিশের চাকরিতে আসিনি। আমরা নিজেরাও খুন হতে চাই না। কিন্তু এসবির প্রধান মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুন উর-রশীদ, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার বিশ্বাস ও মেহেদি হাসান, পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি আতিকুর রহমান, পুলিশ সদর দফতরের ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ অনেক উর্ধ্বতন কর্মকর্তা আমাদের সরাসরি গুলি করে ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ দিয়েছেন। আমরা এসব কর্মকর্তাকে গ্রেফতার এবং ছাত্র-জনতাকে হত্যার বিচার চাই। এসব কর্মকর্তার জন্য আমাদের অনেক পুলিশ সদস্য আজ খুন হয়েছেন, এরও দায়িত্ব তাদের নিতে হবে।

তিনি আরো বলেন, এসব বিসিএস কর্মকর্তারা শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পালিয়ে যাওয়ার বিষয়টি জানতেন। তারা ওয়্যারলেসে একটি ম্যাসেজ দিলে আমরা নিরাপদে যেতে পারতাম এবং এভাবে মরতে হতো না। আমরা কোন স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকতে চাই না। আমরা পুলিশ বাহিনীর প্রধানের অধীনে থাকতে চাই।

গতকাল মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা, পুলিশ সদস্য খুনসহ স্থাপনা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেশে প্রায় ৪৫০টি থানা আক্রমণ করে অগণিত পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে; যা সন্ত্রাসী কার্যক্রমের সামিল। এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশের অধস্থন কর্মচারী সংগঠন মঙ্গলবার থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করছে।

জানতে চেয়ে পুলিশ সদর দপ্তরের একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হননি। তবে না প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা জানান, বাংলাদেশ পুলিশ সরকারের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। সরকার যা করতে বলবে, পুলিশ তাই করতে বাধ্য। এখানে পুলিশ সদস্যদের নিজস্ব ভূমিকা রাখার সুযোগ কম। ফলে পুলিশ সদস্যরা সরকারের আদেশে অনেক অনৈতিক কাজ করেছে। জনসাধারণের সঙ্গে পুলিশ অন্যায় করেছে, এটা ঠিক। তবে সেটা নির্দিষ্ট কিছু পুলিশ কর্মকর্তা, সবাই না। এসব পুলিশ কর্মকর্তাদের নাম ওপেন সিক্রেট। এদের চিহ্নিত করা খুবই সহজ। এদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হউক।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর দেশ ত্যাগ ও পালিয়ে যাওয়ার খবর প্রকাশের পর পুলিশ সদর দফতরের শীর্ষ কর্মকর্তারা নিজেদের বাঁচাতে নিরাপদ আশ্রয়ে চলে যায়। পুলিশ সদর দফতর থেকে যারা রাজধানীসহ সারাদেশে সাধারন ছাত্র-ছাত্রী ও জনতাকে নিয়ন্ত্রণ ও কঠোর হস্তে দমনের আদেশ দিতেন সেই অতিরিক্ত আইজিপি আতিকুর রহমান, ডিআইজি আমিনুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ একাধিক কর্মকর্তাদের এখন পাওয়া যাচ্ছে না।

উচ্চপর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের মন্ত্রী-এমপি-নেতাদের পাশাপাশি প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও যেসব উর্ধ্বতন বর্তমান-সাবেক পুলিশ কর্মকর্তারা নানা রকম অপকর্মে লিপ্ত ছিল তাদেরও খোঁজ চলছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না: দ্য ইকোনমিস্টকে ড. ইউনূস
কুমারখালীতে রাতের আঁধারে সড়কের অর্ধশতাধিক গাছ কর্তন
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
ধামরাইয়ে ২টি ড্রেজার মেশিন জব্দ
ছিনতাইকারীর হাতে খুন হন হাফেজ কামরুল
আরও

আরও পড়ুন

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

বিলুপ্তির পথে মাটির ঘর

বিলুপ্তির পথে মাটির ঘর

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বিহারিরা কেমন আছে

বিহারিরা কেমন আছে

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সবুজ গালিচায় হলুদের সমারোহ

সবুজ গালিচায় হলুদের সমারোহ

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

কিউবায় সমাবেশ

কিউবায় সমাবেশ