শুল্কায়নে গতি বাড়ছে রাজস্ব আহরণ
০৯ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০৯ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম
স্থবিরতা কাটিয়ে কর্মমুখর হয়ে উঠছে দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউস। শুল্কায়নে গতি বাড়ায় রাজস্ব আহরণ বাড়ছে। সেই সাথে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ও পণ্য ছাড় এবং ডেলিভারি পরিবহন বাড়ছে। কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারীসহ সবাই নিয়মিত অফিস করছেন। অন্যদিকে সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মীদের ভিড়ও বেড়ে চলেছে কাস্টম হাউসে। এর ফলে ব্যাপক কর্মচাঞ্চল্য ফিরেছে রাজস্ব আদায়কারী এ প্রতিষ্ঠানে।
ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনায় দেশে সৃষ্ট অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়ে চট্টগ্রাম কাস্টমস হাউসে। তাতে আমদানি পণ্যের শুল্কায়ন স্থবির হয়ে পড়ে কমে যায় রাজস্ব আহরণ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল কমে যাওয়ায় চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ছাড় ও পরিবহন বাধাগ্রস্ত হয়। তাছাড়া গত রোববার শেখ হাসিনার ক্ষমতায় আকড়ে থাকার শেষ চেষ্টা হিসেবে হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি এবং তিন দিনের সাধারণ ছুটি ঘোষণায় আমদানি-রফতানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগ বাড়িঘরে চলে যান।
তবে গত সোমবার থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। বাড়তে থাকে বিল অব এন্ট্রি দাখিলের সংখ্যা। গত বুধবার ৭৩২টি বিল অব এন্ট্রি দাখিল হয়েছে। ওইদিন রাজস্ব আদায় হয়েছে ১৪৫ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৮১ টাকা। গতকাল সপ্তাহের শেষ কর্মদিবসে বিল অব এন্ট্রি দাখিল এবং রাজস্ব আহরণ আরও বেড়েছে বলে জানান কাস্টম হাউসের কর্মকর্তারা।
গতকাল কাস্টম হাউস ঘুরে দেখা যায়, প্রতিটি বিভাগে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা-কর্মচারীরা। সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দুপুরে সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলুর নেতৃত্বে সিঅ্যান্ড এজেন্ট নেতারা কাস্টম হাউসের কমিশনার ফাইজুর রহমানের সাথে সাক্ষাত করেন। এ সময় দেশের সার্বিক আমদানি-রফতানিসহ অর্থনীতির চাকা সচল করতে কাস্টমস হাউসের সার্বিক কার্যক্রম গতিশীল করার ব্যাপারে মতবিনিময় করেন তারা।
বৈঠক শেষে কাজী মাহমুদ ইমাম বিলু ইনকিলাবকে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আমদানি-রফতানি কার্যক্রম সচল করার কোন বিকল্প নেই। কাস্টমস কমিশনারের সাথে দেখা করে আমরা কাস্টম হাউসের কার্যক্রম পুরোদমে সচল করতে সর্বাত্মক সহযোগিতার আশ^াস দিয়েছি। সেই সাথে পুরনো ধ্যান-ধারণা বাদ দিয়ে কাস্টমস হাউসের কর্মকা-ে স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলেছি। তিনি আমাদের আশ^াস দিয়েছেন কোন ধরনের হয়রানি এবং দীর্ঘসূত্রতা থাকবে না। গত দুই দিনে কাস্টম হাউসের সার্বিক কর্মকা- প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করি আগামী রোববার থেকে পুরোদমে সচল হবে চট্টগ্রাম কাস্টম হাউস।
কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মুশফিকুর রহমান বলেন, সোমবার কারফিউ তুলে নেওয়ার পরপরই চট্টগ্রাম কাস্টম হাউসে কাজকর্ম শুরু হয়। কাস্টম হাউসের পুরো জনশক্তি প্রথম দিন থেকেই কর্মস্থলে হাজির থেকেছেন। তবে পরিবহন স্বল্পতাসহ কিছু কারণে শুরুতে শুল্কায়ন কিছুটা কম হয়েছে। আগামী রোববার থেকে কাস্টম হাউস পুরোদমে কর্মচঞ্চল হয়ে উঠবে বলে জানান তিনি। দেশের মোট বাণিজ্যের ৯২ শতাংশ এবং কন্টেইনারজাত পণ্যের ৯৮ শতাংশ পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক এ কাস্টম হাউস এনবিআর খাতের একক বৃহত্তম রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান। গত অর্থবছরে (২০২৩-২০২৪) রেকর্ড ৬৮ হাজার ৫৬২ কোটি ৭২ লাখ টাকা রাজস্ব আদায় করেছে এ কাস্টমস হাউস।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা
মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১
আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান