সুন্দর একটি বাংলাদেশ দেখার প্রত্যাশা করছেন দেশবাসী
১০ আগস্ট ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১০ আগস্ট ২০২৪, ১২:০২ এএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে বলেছেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি না মেনে খুনি হাসিনা সরকার নির্বিচারে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যাযজ্ঞা চালিয়েছে। এই বর্বরহত্যাযজ্ঞ দেখে আমরা ঘরে বসে থাকতে পারিনি। জীবনের ঝুঁকি নিয়ে আমরাসহ সর্বস্তরের মানুষ ছাত্র-ছাত্রীদের আন্দোলনে অংশ নিয়েছেন। পীর সাহেব বলেন, ফেরাউন বুঝতে পারেনি যে নীলনদে ডুবে মারা যাবে। এই জালেম হাসিনা সরকারও বুঝতে পারেনি যে পচা শামুকে পা কাটা যাবে। তিনি বলেন, খুনি হাসিনাসহ সকল হত্যাকারী, বিদেশে অর্থপাচারকারী,দুর্নীতিবাজদের বিচার করতে হবে। পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে বাজেয়াপ্ত করতে হবে। পীর সাহেব বলেন, সুন্দর একটি বাংলাদেশ দেখার প্রত্যাশা করছেন দেশবাসী। বিগত জালেম সরকারের নির্বাচন কমিশনে জড়িতদের বিচার করে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। দেশের সংখ্যালঘুদের জান-মাল ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা দেয়া ঈমানি দায়িত্ব বলেও পীর সাহেব উল্লেখ করেন। তিনি নবগঠিত অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান ড.ইউনুসসহ সকলকে অভিনন্দন জানিয়ে নতুন সরকারকে সহযোগিতা করার আহবান জানান।
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর পার্শ্বের রাস্তায় ছাত্র-জনতার অভ্য্ত্থুান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ আমিনুল ইসলাম, মাওলানা এছাহাক মো. আবুল খায়ের, মাওলানা নেছার উদ্দিন, মুফতি রেজাউল করীম আবরার,ইঞ্জিনিয়ার আশরাফুল হক, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসেন জাফরী, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা মকবুল হোসাইন ও অ্যাডভোকেট শওকত আলী ।
পীর সাহেব চরমোনাই বলেন, ছাত্র-ছাত্রীদের আশা-আকাঙ্খাকে ভুলা যাবে না। যে কারণে ছাত্র-জনতা রক্ত দিয়েছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশকে এগিয়ে নিতে নির্বিঘ্নে কাজ করার আহবান জানিয়ে পীর সাহেব বলেন, বিগত জালেম সরকারের ন্যায় কোনো ফেরাউন নবগঠিত অন্তর্বর্তীকালিন সরকারকে বাধাগ্রস্ত করতে পারবে না ইশাআল্লাহ। দেশবাসী অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে। বাংলাদেশে কোনো জালেম সরকার আর ঠাঁই পাবে না বলেও পীর সাহেব উল্লেখ করেন। দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, ৫২ বছরের শাসকরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারেনি। যারা ৫২ বছর জুলুম করেছে তাদের দেখতে চাই না। জনগণকে শ্রদ্ধা করতে হবে। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীন দেশ পেয়েছি। মানুষ শান্তি পাবে মুক্তি পাবে। একমাত্র অধিকার শান্তি ফিরে পেতেই ছাত্র-জনতার আন্দোলন ছিল। আবার দেখছি ষড়যন্ত্র শুরু হয়েছে। আবার অত্যাচার, দখলদারী ও চাঁদাবাজি শুরু হচ্ছে। এই কারণেই আবু সাঈদরা জীবন দেয়নি। জালেমদের আবার দেখতে চাই না। তিনি বলেন, রাসূল (সা.) মক্কা বিজয়ের পর কোনো ভেদাভেদ রাখেননি। সাম্যতা, মানবতা অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা জালেম নই, আমরা সেকব। মানুষ যে বুকভারা আশা নিয়ে জীবন দিয়েছে। তার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। অচিরেই ছাত্রদের রাস্তার দায়িত্ব ছেড়ে দিয়ে বইয়ের টেবিলে বসতে হবে। জ্ঞানার্জনের মাধ্যমেই ছাত্র-ছাত্রীদের দেশ-বিদেশে নেতৃত্ব দিতে হবে। অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, আওয়ামী লীগ একটি আজাব, গজব, দুর্নীতির নাম। বিনা কারণে নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যার না। তিনি বলেন, আমরা লুটপাটের রাজনীতি চাই না। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি এবং লুটপাট ও চাঁদাবাজি বন্ধ না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন না দেয়ার অনুরোধ জানান। অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, জালেম হাসিনা সরকারের দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, বিডিআর হত্যাযজ্ঞের সাথে হাসিনা সরাসরি জড়িত। তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। মাওলানা এছাহাক মো. আবুল খায়ের বলেন, সংবিধানের দোহাই দিয়ে হাসিনা ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছিল। সংবিধানকে ঢেলে সাজাতে হবে। যতদিন পর্যন্ত খুনি হাসিনার বিচার না হবে ততদিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। তিনি বলেন, দখলবাজ, চাঁদাবাজদের রাজত্ব কায়েমের জন্য বীর ছাত্র-জনতারা রক্ত দিয়ে দ্বিতীয় বার দেশ স্বাধীন করা হয়নি। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। কিন্ত কাজ শেষ হয়নি। দেশের সমাজ কাঠামো , অর্থনীতি শিক্ষানীতিসহ সবই ধ্বংস করেছে আওয়ামী সরকার। ড. ইউনুসের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ফ্যাসিবাদ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা কোটা বিরোধী ছাত্রদের আন্দোলনে সংহতি প্রকাশ করে মানববন্ধন করে কারাভোগ করছে। তারা কোনো অপরাধ করেনি। তিনি আমিরাত সরকারের সাথে আলোচনার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সাজা মওকুফ করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়ার আহবান জানান। তিনি বলেন, কালো টাকার মালিক অর্থ পাচারকারী দুর্নীতিবাজরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। যেনো তেনোভাবে নির্বাচনের উদ্যোগ না নিয়ে জাতির সামনে গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করেন তিনি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক