মুখ্যসচিব কে হচ্ছেন!
১১ আগস্ট ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১১ আগস্ট ২০২৪, ১২:০২ এএম
প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্যসচিব পদে কে নিয়োগ পাচ্ছেন। তা নিয়ে চলছে প্রশাসনে ব্যাপক আলোচনা। বঞ্চিত সৎ, যোগ্য, মেধাবী ও নিরপেক্ষ বিবেচনায় নিয়ে মুখ্যসচিব পদে নিয়োগ দেয়া হতে পারে। তবে সমাজ সেবা অধিদপ্তবের মহাপরিচালক (গ্রেড-১) সচিব পদমর্যাদা ড. আবু সালেহ্ মোস্তফা কামালকে পরবর্তী মুখ্যসচিব পদে নিয়োগ দেয়া হতে পারে। এছাড়া দশম ব্যাচের কর্মকর্তা মোকাব্বির হোসেনই, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মুর্শেদ জামানসহ ৪ থেকে৫জন কর্মকর্তার নাম তালিকায় রয়েছে।
সিনিয়র সচিব পদমর্যাদার হওয়া সত্ত্বেও বিগত সরকার জনপ্রশাসনের এই মেধাবী কর্মকর্তাকে কম গুরুত্বপূর্ণ একটি পদে বসিয়ে রাখা হয়েছে তাদের মধ্যে থেকে নেয়া হতে পারে। আজ না হলে যেকোনো সময় মুখ্যসচিব পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। আগে থেকেই চুক্তিতে থাকা তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তির মেয়াদ গত মাস থেকে আরও বাড়ানো হয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়, তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তির অবশিষ্ট অংশ বাতিল করা হয়েছে। চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ করে গত বছরের ৪ জুলাই তোফাজ্জল হোসেন মিয়ার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু তখন তার অবসরোত্তর ছুটি এবং এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে পরবর্তী এক বছরের জন্য তাকে চুক্তিতে নিয়োগ দেয় সরকার। সেই মেয়াদ শেষে গত ৫ জুলাই থেকে তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। পরে বাতিল করা হয়।
এদিকে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল বিগত আওয়ামীলীগ সরকারের রাজনৈতিক মতাদর্শের সঙ্গে তাদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ জড়িত রয়েছে। আর সেই বিবেচনায় এই দুই সিনিয়র সচিবকে বাধ্যতামূলক ওএসডি বা বাধ্যতামূলক অবসর দেওয়া হতে পারে।
সমাজ সেবা অধিদপ্তবের মহাপরিচালক (গ্রেড-১) ড. আবু সালেহ্ মোস্তফা কামাল র্দীঘ দিন মন্ত্রিপরিষদ বিভাগে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন বঞ্চিত সৎ, যোগ্য, মেধাবী ও নিরপেক্ষ সরকারি কর্মকর্তা হিসেবে প্রশাসনে পরিচিত রয়েছে।তাকেই পরবর্তী মুখ্যসচিব পদে নিয়োগ দেয়া হতে পারে। এছাড়া দশম ব্যাচের কর্মকর্তা মোকাব্বির হোসেনই, ইব্ররাহীমসহ ৪ থেকে ৫জন কর্মকর্তার নাম তালিকায় রয়েছে। মোকাব্বির হোসেন বর্তমানে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান। ২০২৩ সালের নভেম্বরে এই পদে যোগদানের আগে তিনি সচিব পদমর্যাদায় ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ছিলেন। ভূমি আপীল বোর্ডে যোগদানের পূর্বে মোকাব্বির রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ও মুখ্যসচিব হিসেবে বিসিএস (প্রশাসন) এগারোতম ব্যাচের কর্মকর্তা মশিউর রহমানের নামও আলোচনায় আছে। তিনি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের সিনিয়র সচিব। তবে তাকে নিয়ে কিছু প্রশ্নও আছে। এছাড়াও মুখ্যসচিব হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা মো. মনজুর হোসেন দৌড় ঝাফ শুরু করেছেন। তিনি বর্তমান সরকারে শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে অনেক দুনীতির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। বর্তমানে সেতু বিভাগের সিনিয়র সচিব। ২০২২ সালের ৩ জানুয়ারি তিনি এই পদে যোগদান করেন। একারণে তাকে নিয়োগ না দিতে পারেন বলে জানা গেছে। আবু হেনা মুশেদ জামান বর্তমান সরকার আমলে নারায়াগঞ্জ জেলা ডিসি ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সাবেক ডা ও টেলিযোগ মন্ত্রী মোস্তফা জব্বার লিখিত অভিযোগ দিয়েছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দুই শেয়ারবাজারেই বড় পতন
দিল্লির লকডাউন ঢাকায় দাফন হয়েছে : জাগপা
ইমাম প্রশিক্ষণে সউদী সরকারের সহায়তার আশ্বাস
চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা, নারী গ্রেফতার
পঞ্চদশ সংশোধনীর রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি
কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ডে পতিত ফ্যাসিস্টরা উৎসাহিত হচ্ছে : রিজভী
রাজনৈতিক দলগুলোকে ইউরোপীয় ইউনিয়নের বার্তা
বিআরটিসি বাসে পাইলটিং ভিত্তিতে ই-টিকেট সেবা কার্যক্রম শুরু
ডিএমপি কমিশনারের ভুয়া ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে : সাইফুল হক
মতভিন্নতা সত্ত্বেও প্রধান উপদেষ্টার সিদ্ধান্তকে স্বাগত জানালো এবি পার্টি
প্রধান উপদেষ্টার ভাষণে দেশবাসী উজ্জীবিত : লেবার পার্টি
দেশকে দ্রুতবেগে বিপদের দিকে ঠেলে দিচ্ছি : ফরহাদ মজহার
দিল্লি-কাবুলের ষড়যন্ত্রেই বেড়েছে সন্ত্রাসী হামলা: শেহবাজ শরীফ
জীবন্ত ফার্ন গাছে বিরল খনিজের সন্ধান
চীনের গুপ্তচর হিসেবে অভিযুক্ত লিন্ডা সানের বিচার শুরু
তীব্র পানি সংটে ইরানের নাগরিক জীবন ঝুঁকিতে
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে চীনকে পাশে পেল ভেনেজুয়েলা
মালয়েশিয়াগামী শ্রমিকদের ৩১৪ কোটি টাকা আত্মসাতে ৫ এজেন্সির বিরুদ্ধে মামলা
গণতন্ত্র ফেরাতে নির্বাচনই একমাত্র বিকল্প : মির্জা ফখরুল