ঢাকা   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | ১০ পৌষ ১৪৩১

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রো-ভিসি, কলেজের অধ্যক্ষের পদত্যাগ অব্যাহত

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৩ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৩ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। আওয়ামী সরকারের পতনের পর শিক্ষা সেক্টরে চলছে পদত্যাগের হিড়িক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আওয়ামী সুবিধাভোগী ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা এবং কলেজের অধ্যক্ষগণ কোথাও স্বেচ্ছায় আবার কোথাও শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করছেন। গতকাল সোমবারও আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় ও কলেজে পদত্যাগ করেছেন অনেকেই। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভিসি প্রফেসর ড. আবু তাহের নিজের পদ থেকে অব্যাহতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর একটি চিঠি পাঠিয়েছেন।

রোববার রাতে তিনি হাতে লেখা এ পত্রটি পাঠান। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এতে বলা হয়েছে, আমি গত ২০ মার্চ চবির ভিসি পদে যোগদান করি। চবির চলমান পরিস্থিতিতে আমাকে ভিসির দায়িত্ব পালন থেকে অব্যাহতি প্রদান করে আমার মূল বিভাগ চবির ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর (গ্রেড-১) পদে যোগদানের অনুমতি প্রদান করতে অনুরোধ করছি। একই দিন পদত্যাগ করেছেন প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও প্রো-ভিসি (প্রশাসনিক) প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী।

এর আগে গত রোববার ভিসি, প্রো-ভিসিসহ পুরো প্রশাসনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
কুয়েট ভিসি, প্রো-ভিসির পদত্যাগ: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভিসি প্রফেসর ড. সোহান মিয়া গতকাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র প্রেরণ করেছেন।

প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে ভাইস চ্যান্সেলর পদের দায়িত্ব থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম। এ পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে এবং পূর্ণকালীন/ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রেসিডেন্ট কর্তৃক নিয়োগ না পাওয়া পর্যন্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন।

প্রফেসর ড. সোহান মিয়া তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, গত ২০২২ সালের ২২ নভেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে যোগদান করি। এখন আমার শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত কারণে প্রো-ভাইস চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি চাচ্ছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রকল্যাণ পরিচালক জিএম আল আমিন ও পরিবহন প্রশাসক প্রফেসর ড. সিদ্ধার্থ ভৌমিকসহ একাধিক দপ্তর প্রধান পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ তথ্য জানা যায়। পদত্যাগকৃতদের মধ্যে অন্যরা হলেন- জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তর পরিচালক সহযোগী অধ্যাপক তানভীর আহসান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন প্রফেসর ড. আবুল হোসেন। অন্যদিকে অডিট সেলের উপদেষ্টা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস প্রকল্পের তদারকি কমিটির আহ্বায়ক, ডি নথি বাস্তবায়নের আহ্বায়ক ও বিদ্যমান অরগানোগ্রাম সময়োপযোগীকরণের লক্ষ্যে সুপারিশ উপকমিটির পদ থেকে পদত্যাগ করেন প্রফেসর ড. শওকত জাহাঙ্গীর। এর আগে রোববার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সাদেকা হালিম, রেজিস্ট্রারসহ পুরো প্রক্টরিয়াল বডি পদত্যাগ করে। এর মধ্যে হল প্রভোস্টসহ দুজন হাউস টিউটরও ছিলেন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি দিদারুল আলম, প্রো-ভিসি এবং রেজিস্ট্রারকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরে তাদের ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করে তাদের কুশপুত্তলিকা দাহ করেছে নোবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীরা।

ছাত্র নেতারা বলেন, এই বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীরা নতুন করে সাজাবে। ক্যাম্পাসে কোনো দালাল, ফ্যাসিস্টদের উপস্থিতি মেনে নেওয়া হবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বনী ইয়ামিন বলেন, ভিসি, প্রো-ভিসি এবং রেজিস্ট্রারকে এই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তাদের কখনো এই ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। আমাদের ক্যাম্পাসে যত সমস্যা আছে তা আমরা সবাই মিলে সমাধান করব।

রাজশাহী কলেজ: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেক পদত্যাগ করেছেন। গতকাল সোমবার তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর নিজের পদত্যাগপত্র জমা দেন।
অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করলেও প্রফেসর খালেক এ কলেজের অর্থনীতি বিভাগের শ্রেণি শিক্ষক অথবা রাজশাহীর যে কোনো সরকারি কলেজের এই বিভাগের শিক্ষক হিসেবে তাকে পদায়নের অনুরোধ জানিয়েছেন।
তিনি তার আবেদনে লেখেন, তিনি ক্রনিক লিভার ডিজিজ (সিএলডি) ও ডায়াবেটিসে ভুগছেন এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ খান। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কলেজ পরিচালনায় অত্যধিক মানসিক চাপ অনুভব করছেন তিনি। তাই তার শারীরিক সমস্যা দেখা দিচ্ছে যা একজন রোগীর জন্য ঝুঁকিপূর্ণ। তাই তিনি অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করছেন।

এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল থেকে ভুয়া ভুয়া স্লোগানে পদত্যাগের দাবিতে অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ করেন। সম্প্রতি ছাত্র-আন্দোলন চলাকালে অধ্যক্ষের সামনেই রাজশাহী কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ। সেই থেকে তার পদত্যাগের দাবি করছিলেন শিক্ষার্থীরা।

খুলনা বিশ্ববিদ্যালয়:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর শরীফ হাসান লিমন এবং সাতজন সহকারী ছাত্রবিষয়ক পরিচালক গত রোববার পদত্যাগ করেছেন। খুবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক খান গোলাম কুদ্দুস জানান, তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিগগিরই এসব পদ পূরণের উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে শারীরিক অসুস্থতা ও পারিবারিক এবং শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের অনাস্থাজনিত কারণ দেখিয়ে রোববার পদত্যাগ করেছেন খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তৌহিদুজ্জামান। তিনি সহকারী অধ্যাপক রোজিনা আক্তারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

ঢাকা কলেজ: ঢাকা কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের তোপে পড়ে এবং শিক্ষার্থীদের দেওয়া আলটিমেটামে পদত্যাগ করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ। গতকাল শিক্ষা মন্ত্রণায়ের সচিব বরাবর পদত্যাগপত্র দেন।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, সাম্প্রতিক ঢাকা কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদত্যাগ দাবি করে আন্দোলন করছে। ফলে কলেজের শিক্ষা কার্যক্রম চালানো দুরূহ হয়ে পড়ছে। এহেন পরিস্থিতিতে আমি আর ঢাকা কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করতে চাচ্ছি না।#


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে আছেন যারা
প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ
আরও

আরও পড়ুন

রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন

রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন

আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ  কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী

আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ  কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী

নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি  বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন

নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন

লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত

লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত

বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ

বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ

বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি

বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি

যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন

যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন

আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই  আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন

আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই  আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন

মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭

মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭

মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি

মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি

৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল

৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল

মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪

মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী

রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি

রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি

উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা

উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা

ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০

ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০

মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান

মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান

গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু

গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু

পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের

পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের

স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা