দখলবাজদের কঠোর হাতে দমন করতে হবে
১৩ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৩ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম
ছাত্র-জনতার অবিস্মরণীয় গণঅভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকার উৎখাত হয়ে যাওয়ার পর এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। তার সুযোগে দেশের বিভিন্ন স্থানে দখলবাজি শুরু হয়েছে। এক শ্রেণির দুর্বৃত্ত মানুষের জমিজমা, দোকানপাট, বাড়িঘর, স্থাপনা দখল করে নেয়ার উৎসবে মেতে উঠেছে। যখন দেশে আইনশৃংখলার ঘাটতি দেখা যায়, তখনই লুটপাট ও দখলবাজির প্রাদুর্ভাব হয়। পেশাদার চোর, ডাকাত, ছিনতাইকারী, রাহাজান প্রভৃতি চক্রও মেতে উঠে তাদের অপকর্মে। সেটাই এখন বিশেষভাবে লক্ষ করা যাচ্ছে। প্রভাবশালী, এক শ্রেণির রাজনৈতিক নেতাকর্মীকেও দখলবাজির সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়। গত ১৬ বছরের স্বৈরশাসনকালে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীরা বেপরোয়া লুটপাট ও দখলবাজি করেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারের জমিজমা, সম্পদসম্পত্তি এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘর, জমিসম্পত্তি জবরদখল করে নিয়েছে। এ ব্যাপারে প্রতিবাদ করারও লোক খুঁজে পাওয়া যায়নি। সন্ত্রাস, লুণ্ঠন, দখলবাজির পরিণতি কখনোই শুভ হয় না। তারপরও প্রভাবশালী, দুর্বৃত্ত ও রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের আচরণের পরিবর্তন কমই হতে দেখা যায়। এই যে দেশের আইনশৃংখলার একটা শূন্যতা চলছে তাতে বিশেষভাবে দেখা যাচ্ছে, পতিত স্বৈরাচারের সাঙ্গপাঙ্গরা সন্ত্রাস, লুটপাট ও দখলবাজি করছে। হিন্দু-সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার সঙ্গে তাদের সংশ্রব ধরা পড়েছে। মন্দিরে বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে। নেতাদের ডাকাতদের টাকা দিয়ে ডাকাতি করানোর অভিযোগও আছে। দেশে অরাজকতা-বিশৃংখলা সৃষ্টির জন্য পতিত স্বৈরাচারের সাঙ্গপাঙ্গরা এ ধরনের নাশকতামূলক কাজ করবে, তাতে বিস্মিত হওয়ার কিছু নেই।
কিন্তু বিএনপির নেতাকর্মীরা পরিস্থিতির সুযোগ নিয়ে অস্ত্রবাজি, দখলবাজি, সংখ্যালঘুদের বাড়িতে হামলা ইত্যাদি কাজ করবে, তা কখনোই আশা করা যায় না। গত রোববার ইসলামী ব্যাংকে গোলাগুলির যে ঘটনা ঘটেছে, পত্রিকান্তরে প্রকাশিত খবর অনুযায়ী তার নেতৃত্ব দিয়েছেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব। বিএনপির একজন নেত্রী পুকুর দখল করেছেন বলে খবর বেরিয়েছে। যশোরের বাঘরপাড়া উপজেলার চিত্রা নদীর পাড়ে স্বাধীনতা চত্বর ও স্মৃতিস্তম্ভ পুড়িয়ে দেয়া হয়েছে। পরে সেই জায়গা দখল করেছে বিএনপি ও যুবদলের চার নেতাকর্মী। ওদিকে নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগ নেতার বাড়ি ও দোকান দখলের চেষ্টা করা হয়েছে কোটা আন্দোলনে শহীদ মুগ্ধর নামে।
বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সংখ্যালঘুদের ওপর হামলা, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদির ব্যাপারে খুবই কঠোর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ৭ আগস্ট দেয়া ভাষণে পুলিশ কিংবা সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করার তাকিদ দেয়ার পর বলেছেন: বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করতে চাইলে আইনের হাতে তুলে দিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় নেতারা দলের কেউ যেন হামলা, ভাংচুর, লুটপাট ইত্যাদিতে না জড়ায়, সে বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন। তারপরও কিছু নেতাকর্মীর নাম এসেছে বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত থাকার। তাদের অন্তত ৭০ জনকে দলের তরফে বহিষ্কার করা হয়েছে। সবচেয়ে বড় কথা, বিএনপির নেতাকর্মীরা বিপুল সংখ্যায় দেশের শান্তিশৃংখলা ও মানুষের নিরপত্তা বিধানে এবং অন্তর্বর্তী সরকারের সহায়তায় কাজ করে যাচ্ছেন।
ছাত্র-জনতা অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে দ্বিতীয়বার দেশকে মুক্ত করেছে। দ্বিতীয় স্বাধীনতার পর নতুন বাংলাদেশ গঠনের প্রস্তুতি চলছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এ মুহূর্তে শান্তি, সৌহার্দ্য, সহনশীলতা অত্যন্ত প্রয়োজনীয়। এ কয়দিনে অপ্রীতিকর, অনভিপ্রেত যা কিছুই ঘটেছে তা অনাকাক্সিক্ষত, এসব ঘটনার একটিও যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে হবে। অস্ত্রবাজি, চাঁদাবাজি, দখলবাজি এবং সকল প্রকার দুর্বৃত্তাচার বন্ধ করতে হবে। সরকার এ ব্যাপারে জিরো টলারেন্স প্রদর্শন করবে, সেটাই সবার প্রত্যাশা। কোনোভাবে এ গণবিপ্লব ব্যর্থ হতে দেয়া যাবে না। এর ওপর বিন্দুমাত্র কালিমাও যেন না পড়ে। গণবিপ্লব ব্যর্থ হলে আমরা ব্যর্থ হবো, বাংলাদেশ পথ হারাবে। অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার সরকার। দেশের মানুষ এ সরকারের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করেছে। সরকারকে ব্যর্থ করে দেশকে অন্ধকারে নিক্ষিপ্ত করার নানা ষড়যন্ত্র চলছে। সকল প্রকার ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সরকারকে সর্বোতভাবে সহযোগিতা করতে হবে। বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে সরকারের প্রতি দৃঢ় আস্থা রেখে সহযোগিতা করতে হবে। আমরা আশা করবো, সরকার দখলবাজদের কঠোর হাতে দমন করবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা