আ.লীগ নেতার বিরুদ্ধে ৪৫ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
১৪ আগস্ট ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১৪ আগস্ট ২০২৪, ১২:০১ এএম
যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর বাওড়ের প্রায় ৪০-৪৫ লাখ টাকার মাছ লুট হয়েছে। একই সাথে সমিতির সদস্য হিন্দু সম্প্রদায়ের মানুষকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। সন্ত্রাসীদের দৌরাত্মে চরম সঙ্কটে দিন পার করছেন ভুক্তভোগীরা। গতকাল সকালে বাওড় লুটে নেতৃত্ব দেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিন্নাত আলী। তার সঙ্গে যোগ দেন হাইব্রিড আ.লীগ কয়েকশ’ নেতাকর্মী ও সমর্থক। টানা পাঁচ দিন বাওড়ের মাছ গণলুট করা হয়েছে। এখনো জিন্নাত আলীর নেতৃত্বে ১৫/২০জন মাছ লুট করছে। একই সাথে সমিতির সদস্য ও ধর্মীয় সংখ্যালঘুদের প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী সমিতির সদস্যরা। এ বিষয়ে জিন্নাত আলী সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
অভিযোগ সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলার ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর বাওড়টি ভূমি মন্ত্রণালয় থেকে ৬ বছর মেয়াদে ইজারা নিয়ে চাষ করছে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যবৃন্দ। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একটি অংশ জোরপূর্বক দখলের চেষ্টা করে। কিন্তু আইনগত ও প্রশাসনিক বাধার কারণে ওই চক্রটি বাওড় দখলে ব্যর্থ হয়। এ সংক্রান্তে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে তিনটি মামলা চলমান রয়েছে। হঠাৎ গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায়। এই সুযোগে বল্লভপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিন্নাত আলী, আওয়ামী লীগ নেতা আইজেল হক, কার্তিক বিশ্বাস, মিজানুর রহমান,গহর মল্লিক,শহর মল্লিক, শিপন হোসেন, সুকুমার বিশ্বাস,ছাবদার হোসেন, সোহরাব গাজীসহ অন্তত ৫৩জন আওয়ামী লীগ,হাইব্রিড আওয়ামী লীগ নেতাকর্মীর নেতৃত্বে বল্লভপুর বাওড়ের মাছ লুট শুরু হয়। পরেদিন সকালে তাদের নেতৃত্বে কয়েক গ্রামের শত শত মানুষ বাওড়ের মাছ লুট করে। টানা ৫দিনের গণলুটে আনুমানিক ৪০-৪৫ লাখ টাকার মাছ তুলে নিয়েছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাস বলেন, সরকারের কাছ থেকে ৬ বছর মেয়াদে লিজ নিয়ে আমরা মাছ চাষ করছি। ৪২ লাখ টাকা বিনিয়োগ করে বাওড়ে মাছ চাষ করেছি। আমরা দেনাগ্রস্ত। আমরা মাছ ধরতে পারিনি। সরকার পতনের দিন থেকেই প্রকাশ্যে লুট হয়েছে। টানা ৫দিন ধরে লুটে আমাদের ৪০ থেকে ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জয় কুমার রায় বলেন, ভূমি মন্ত্রণালয়ের জলমহাল ইজারা নীতিমালা অনুযায়ী সমিতির বাইরে কাউকে বাওড় সাব লিজ দেয়ার সুযোগ নেই। কিন্তু রাজনৈতিক মদদপুষ্ট এলাকার একটি চক্র বারবার জোরপূর্বক বাওড় দখল কিংবা সাবলিজ নিতে চায়। সমিতি আইনী প্রক্রিয়ায় তাদের মোকাবেলা করে আসছে। হঠাৎ সরকার পতন হওয়ায় তারা দখলে ব্যর্থ হয়ে বাওড়ের মাছ লুট করেছে।
যশোরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, বাওড় লুট ও হুমকির বিষয়টি অবগত হয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ম্যাট গেটসের বিরুদ্ধে যৌন ও মাদক কেলেঙ্কারির তথ্য প্রকাশ
লক্ষ্মীপুরে চুরির অপবাদে যুবককে বেঁধে নির্যাতন-নাকে খত দেওয়ার ভিডিও ভাইরাল
গাজার হাসপাতাল ও ত্রাণ বহরে ইসরায়েলি হামলা, নিহত আরও ৫৮ ফিলিস্তিনি
অত্যাধুনিক যুদ্ধবিমানের বিশাল বহর কিনছে পাকিস্তান, ছাড়িয়ে যাবে ভারতকেও
১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সাতক্ষীরা কালিগঞ্জে পটল চাষে বাম্পার ফলন
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মর্মান্তিক মৃত্যু
শাহরাস্তিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি