বেনাপোল বন্দরের গুদামে পড়ে রয়েছে ৯৩ হাজার কেজি ইমিটেশন জুয়েলারি
২২ আগস্ট ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২২ আগস্ট ২০২৪, ১২:০২ এএম
গত দুই মাস ধরে বেনাপোলে শুল্কায়ন জটিলতায় বন্দরের গুদামে পড়ে রয়েছে সাড়ে ১০ কোটি টাকা মূল্যের প্রায় ৯৩ হাজার কেজি ইমিটেশন জুয়েলারি। এতে করে পণ্যের গুণগতমান নষ্ট হচ্ছে, অন্যদিকে গুদামের ভাড়াসহ অন্যান্য মাশুল গুনতে হচ্ছে আমদানিকারককে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘোষণা অনুযায়ী, প্রতি কেজি সাধারণ ইমিটেশন গয়নার আমদানি মূল্য ৫ মার্কিন ডলার এবং গোল্ড প্লেটেড (সোনার প্রলেপ দেয়া) গয়নার মূল্য আট মার্কিন ডলার করে।
আমদানিকারকরা জানান, আটকে থাকা গয়নাগুলো সাধারণ ইমিটেশনের। কিন্তু সেগুলোকে বেনাপোল কাস্টমের কর্মকর্তারা গোল্ড প্লেটেড গয়না ধরে কেজিতে আট ডলার মূল্যে শুল্কারোপ করতে চান। কিন্তু ওই হারে শুল্ক দিতে অপারগতার কথা জানিয়েছেন আমদানিকারকেরা। তারা পণ্যের ল্যাব টেস্টের আবেদন জানিয়েছেন। কিন্তু বেনাপোল কাস্টমসের কর্মকর্তারা গত এক মাসেও পণ্যের নমুনা ল্যাব টেস্টে পাঠাননি। আমদানিকারকরা বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডকে জানালে সেখান থেকেও কোনো নির্দেশনা না আসায় পণ্য ছাড় করাতে পারছেন না ব্যবসায়ীরা।
আমদানিকারক ও বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, ঢাকার রিপ্লেস লিমিটেড, মা এন্টারপ্রাইজ ও সালমান এন্টারপ্রাইজ নামে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান ১১-২৩ জুনের মধ্যে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে তিন চালানে ৯২ হাজার ৭৪৩ কেজি ইমিটেশন জুয়েলারি পণ্য আমদানি করেন। এসব পণ্যের আমদানি মূল্য প্রায় ৫ কোটি ৫২ লাখ টাকা এবং এর বিপরীতে ন্যূনতম শুল্ক হবে ৪ কোটি ৯২ লাখ টাকা।
আমদানিকারকরা বলছেন, তিনটি চালানের মধ্যে গোল্ড প্লেটেড কোনো পণ্য নেই। সবই সোনালি রঙের প্রলেপ দেয়া সাধারণ ইমিটেশন, যার শুল্কায়ন মূল্য হবে প্রতি কেজি ৫ মার্কিন ডলার হিসেবে। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও চালান তিনটি ছাড়ের অনুমতি দেননি শুল্ক কর্মকর্তারা।
আমদানিকারক প্রতিষ্ঠান রিপ্লেস লিমিটেডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, পণ্যের নমুনা ল্যাব টেস্টে পাঠানোর জন্য আমরা এক মাস আগে বেনাপোল কাস্টমের কমিশনারের কাছে লিখিত আবেদন করেছিলাম। কিন্তু অজ্ঞাত কারণে তিনি ল্যাব টেস্ট করাতে আগ্রহী হচ্ছেন না। এর ফলে আমরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি।
এ বিষয়ে মা ট্রেডার্সের স্বত্বাধিকারী জাবেদ হোসেন মোস্তফা জানান, চলতি বছরে সোনামসজিদ থেকে একাধিক ইমিটেশন পণ্য আমদানি করে পাঁচ মার্কিন ডলারে ছাড় করেছি। ভারতে জিএসটি জটিলতা দেখা দেয়ার কারণে সোনামসজিদ বন্দরে আমদানি না করে বেনাপোল বন্দর দিয়ে সাড়ে ৩২ টন পণ্য আমদানি করি। জুয়েলারি পণ্য শুল্কায়নে সোনামসজিদে ৫ ডলার আর বেনাপোলে আট ডলার বৈষম্যর কারণে আমরা পণ্য খালাস নিতে অপারগতা জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করি। সেখান থেকেও কোনো নির্দেশনা আসেনি।
এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আবদুল হাকিম বলেন, এর আগে পরীক্ষা ছাড়াই প্রতি কেজি ইমিটেশন জুয়েলারি ৮ ডলারে শুল্কায়ন করা হয়েছে। এ জন্য এবারও একই হারে শুল্কায়ন করা হয়। আমদানিকারকেরা এ বিষয়ে এনবিআরের কাছে চিঠি দিয়েছে। সেখান থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আর এখন নিতে চাইলে প্রতিকেজি ৮ ডলার মূল্যে শুল্কায়ন করে নিতে হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দোয়া চাওয়ার ১০ মিনিট পরেই সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু
চার রাকাত বিশিষ্ট নামাজের জামাত পড়ার সময় তিন রাকাত না পেলে কেরাত পড়া প্রসঙ্গে।
৩১ ডিসেম্বর কী হতে যাচ্ছে? যা জানা গেল
পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিশাল গণমিছিল
টোল প্লাজার দুর্ঘটনা সন্তান বেঁচে নেই, এখনও জানেন না বাবা-মা
নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
শিল্পাচার্য জয়নাল আবদিনের ১১০ তম জন্মবার্ষিকী পালন
এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে ইরানি ভারোত্তোলকের স্বর্ণ জয়
রহমত ২৩১*, শাহিদি ১৪১*, বুলাওয়েতে ঐতিহাসিক দিন
এইচ এম কামরুজ্জামান খান সারা জীবন আধিপত্যবিরোধী রাজনীতি করে গেছেন
বন্দরে শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া ধ্বংসের পায়তারা করছে আ.লীগের দোসররা
ময়মনসিংহে আলোচিত ‘বালু খেকো’ আওয়ামী লীগ নেতা জামাল গ্রেপ্তার
বিজয় দিবস রাগবিতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী
কোরআন শিক্ষার মাধ্যমেই সমাজ ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব- মামুনুল হক
বাংলাদেশে বেড়েই চলেছে খাদ্যপণ্যের দাম : বিশ্বব্যাংক
সংস্কার না করলে শহীদদের রক্তের সঙ্গে অন্যায় করা হবে : উপদেষ্টা সাখাওয়াত
একইসময়ে রহস্যময় স্ট্যাটাস দিয়ে কী বুঝাতে চাইলেন আসিফ-হাসনাত!
দূতাবাসগুলোতে যাদের আচরণ খারাপ তাদের বিরুদ্ধে অভিযোগ দিন: আসিফ নজরুল
দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা
কিশোরগঞ্জে দুই নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার-১