শেষ সময়ে পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণ চলে যায় ছাত্রলীগ করা কর্মকর্তাদের হাতে
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮ এএম

আন্দোলনের সময় পরিস্থিতি বুঝে কঠোরতা প্রদর্শনের জন্য ডিএমপির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়। আর মাঠে সক্রিয় হওয়ার জন্য বলা হয়, বিশেষ করে ছাত্রলীগ করে আসা পুলিশ কর্মকর্তাদের। এরপর পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কঠোরতা প্রদর্শনের নির্দেশ দেয়া হলে নির্বিচারে ছাত্র-জনতার ওপর গুলির ঘটনা ঘটে, যা গণহত্যায় রূপ নেয়। পরে আর মাঠ পুলিশকে নিয়ন্ত্রণ করা যায়নি। গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানান সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। চাকরিতে কোটা সংস্কার আন্দোলন গণ-আন্দোলনে রূপ নেয়ার পর পুলিশ নির্বিচারে গণ-হত্যা চালায়। গত ৪ সেপ্টেম্বর থেকে রিমান্ডে রয়েছেন সাবেক এই আইজিপি। সেখানেই জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তা তাকে বলেন, গণ-হত্যার দায় এড়াতে পারননি আপনি। এ সময় তিনি কোন উত্তর দেননি বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি, দমন-পীড়ন সম্পর্কে তাদের ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি আন্দোলন সংক্রান্ত অনেক বিষয়ে জানতে চাওয়া হচ্ছে। মুখোমুখি জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
তদন্তকারী একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, গ্রেপ্তারের পর থেকে জিজ্ঞাসাবাদে নির্বাক রয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। কোনোভাবেই গণহত্যার দায় এড়াতে পারেননি। তবে তিনি দাবি করেছেন ছাত্র-জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে মাঠ পুলিশ তার কমান্ড বা নিয়ন্ত্রণে ছিল না। রাজনৈতিক বিবেচনায় ভূমিকা নেয় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা, বিশেষ করে ডিএমপি।
এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ছাত্রদের হাতে শুরু হওয়া আন্দোলন দমন-পীড়নের কারণে গণ-আন্দোলনে রূপ নিয়েছিল। এই আন্দোলন দমন করতে গিয়ে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। গণহত্যায় তৎকালীন সরকারের চাপ আর সরকার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের ন্যায় পুলিশকে ব্যবহার করা হিতে বিপরীত হয়েছে। পুলিশের ভূমিকা ও ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পতন ও শেখ হাসিনা পালিয়ে গেলে ছাত্র-জনতার রোষ পড়ে পুলিশের ওপর। এই দায় তো তৎকালীন পুলিশ প্রধান হিসেবে মামুন স্যার এড়াতে পারেন না।
তিনি বলেন, আমরা তাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছি। তিনি দায় এড়াতে চেষ্টা করেননি। বেশিরভাগ সময় নির্বাক ছিলেন, কখনো প্রশ্ন শুনে হতভম্ব হয়ে পড়েন তিনি।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বিমর্ষ হয়ে সাবেক আইজিপি মামুন বলেন, দ্বিতীয় দফায় চুক্তিভিত্তিক আইজিপি হতে ইচ্ছে ছিল না। এতে করে বাহিনীতে চেইন অব কমান্ডে বড় ধরনের ঘাটতি তৈরি হয়। কাউকে বঞ্চিত করা হয়। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা এড়াতে পারিনি। সেদিন যদি নারাজি দিতাম তাহলে হয়তো আমি এই গণহত্যার দায়মুক্ত থাকতাম বলে মন্তব্য করেন। গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে পৃথক হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও এ কে এম শহীদুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

আমিরাতের উন্নয়নে বাংলাদেশিদের অবদানের প্রশংসা এবং সহযোগিতার আগ্রহ প্রকাশ

কৃষিপণ্য রপ্তানিতে ভাটা, উৎপাদন ব্যাহত হওয়ায় আরও কমে যাওয়ার আশঙ্কা

ব্রিফিংয়ে জয়সোয়াল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারতের উদ্বেগ!

আমদানি বৃদ্ধি ও শুল্ক কমানোর পণ্য তালিকা চূড়ান্ত হচ্ছে

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

চট্টগ্রাম বন্দর নিয়ে পতিত সরকারের করা চুক্তি স্থগিত করুন

কমলো উড়োজাহাজের তেলের দাম

লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

আমরা কি নতুন কোনও যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? প্রশ্ন মেজর হাফিজের

মঙ্গলের মাটির তলায় তরল পানির সন্ধান

পুঁজিবাজারে আবারো বড় দরপতন

পুঁজিবাজারে দ্রুত কার্যকর পদক্ষেপ চান বিএমবিএ

ক্রিলিক একটি পরিপূর্ণ জ্ঞান ভান্ডারে পরিণত হবে -এলজিইডি’র প্রধান প্রকৌশলী

হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত নগদে প্রশাসক নিয়োগ অবৈধ

পুলিশ কোনো কিলার ফোর্স হতে পারে না : আইজিপি

হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিল তারা এখন সংস্কারের তালিম দিচ্ছে : আমীর খসরু

সিএজি কার্যালয়ে বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন

পদ্মা সেতু দিয়ে কি নদীর ক্ষতি করছেন না, প্রশ্ন মৎস্য উপদেষ্টার

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান