ঢাকা   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১

নিরস্ত্র বাংলাদেশিদের হত্যায় বেপরোয়া বিএসএফ

Daily Inqilab সাখাওয়াত হোসেন

১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১২ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১২ এএম

এবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ গুলি করে হত্যা করেছে বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সিংহ (১৫)কে। গত রোববার গভীর রাতে উপজেলার ধনতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। শুধু কিশোরী ফেলানী, স্বর্ণা বা জয়ন্ত নয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিয়মিত বাংলাদেশের নিরস্ত্র মানুষকে সীমান্তে গুলি করে বা নির্যাতন চালিয়ে হত্যা করছে। যখন ভাগ-বাঁটোয়ারায় মেলে না, তখন বিএসএফ হত্যা করে। সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সীমান্তে যারা (বিএসএফের গুলিতে) হত্যার শিকার হন, তারা কেউই ভারতের ভূমি দখল করতে যান না। একই সঙ্গে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশিদের হত্যার বিষয়টিকে ‘নিষ্ঠুরতা’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, বিএসএফ নিরীহ ও নিরস্ত্র বাংলাদেশীদের হত্যা করছে। এ সব হত্যাকান্ডের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হতে হবে। ভারতকে কড়া বার্তা দিয়ে কঠোর মনোভাব ব্যক্ত করতে হবে। শক্তিশালী, আপোসহীন পররাষ্ট্রনীতির অনুসরণে জোরালো ভূমিকা পালন করতে হবে। সীমান্ত হত্যা প্রশ্নে ভারতকে কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। প্রতিটি হত্যাকান্ডের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে হবে। সকল হত্যাকান্ডের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য এভাবে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারলে নিঃসন্দেহে তার সুফল মিলবে। অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহন করতে হবে। নাম প্রকাশ না করা শর্তে বিজিবির সাবেক একজন ব্রিগ্রেডিয়ার জেনারেল ইনকিলাবকে বলেন, ভারতের সদিচ্ছার অভাবেই সীমান্তে হত্যাকাণ্ড বা নির্যাতন কমছে না। বাংলাদেশের সীমান্ত বাহিনীর হাতে কিন্তু কখনো ভারতীয় সীমান্তবাহিনি কিংবা সাধারণ ভারতীয়রা নির্যাতিত হয় না, হত্যার শিকার হয় না। বরং ভারতীয় বিএসএফ এর দ্বারাই বাংলাদেশীরা হত্যার শিকার হয়, নির্যাতিত হয়। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি দুর্বল তাই আমরা ভারতকে এই হত্যা বা নির্যাতন বন্ধে কঠোর বার্তা দিতে পারছি না। এখন আর আগের অবস্থা নেই। এখন কঠোর হস্তে এসব হত্যাকান্ডে বিষয়ে পদক্ষেপ গ্রহন করতে হবে।

মেজর জেনারেল (অব:) আবদুল মতিন ইনকিলাবকে বলেন, আমাদের নতজানু থেকে বের হয়ে আসতে হবে। এখন প্রতিবাদ করা হচ্ছে, দ্রুত আরো কঠোর পদক্ষেপ করতে হবে। আমাদের বিজিবিকে এখন নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। দেশ প্রেম নিয়ে তারা (বিজিবি) সীমান্তের এসব হত্যাকান্ডের কঠোর প্রতিরোধ করবে। মেজর জেনারেল (অব:) আবদুল মতিন আরও বলেন, বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, সীমান্তে বিজিবিকে আর পিট দেখানো চলবে না। আমরা আশা করবো বিজিবি দেশপ্রেমে বলিয়ান হয়ে সীমান্তে কঠোর নিরাপত্তা দেয়ার পাশাপাশি হত্যাকান্ড বন্ধে কঠোর হবে।

সীমান্তের একাধিক সূত্র জানায়, সম্প্রতি সময়ে ভারত-বাংলাদেশের সীমান্তে যাতায়াত পথে রয়েছে কড়া পাহাড়া। বৈধভাবে প্রতিদিনই পারাপার হচ্ছেন মানুষ। ব্যবসায়িক কাজসহ নানা প্রয়োজনে দুই দেশের মানুষ সম্পর্কযুক্ত। এমনকি আত্মীয়তার বন্ধনেও যেন আবদ্ধ হয়ে আছে অনেকে। তবে এরইমধ্যে নানা ফাঁকফোকর দিয়ে চলে আসছে কিছু অপরাধী চক্রের নানাবিধ কর্মকাণ্ড। গোপনে ও প্রকাশ্যে অনেককেই ম্যানেজ করে দুই দেশের সীমান্তে চোরাকারবারিরা যেন ব্যাপক প্রভাবশালী হয়ে আছে। অবৈধভাবেই ওপার (ভারত) থেকে এপার আসছে নানা পণ্য। অনেকেই আবার মাদকসহ চোরাইপথে গরু আনা-নেওয়ার কাজেও ব্যস্ত। ২০১৪ সালে ভারত থেকে গরু রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর থেকে মাংস উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠে বাংলাদেশ। দেশের খামারিরাও ন্যায্য দাম পেয়ে হয়ে ওঠে সফল ব্যবসায়ী। বর্তমানে বাংলাদেশে ঈদুল ফিতরে যে পরিমাণ গরুর চাহিদা রয়েছে তা পূরণে বাংলাদেশের খামারের গরুই যথেষ্ঠ। তবুও সীমান্ত দিয়ে এখনো প্রায়ই চোরাই গরু আসছে বলে তথ্য রয়েছে। প্রতি বছরই বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর গুলিতে নিহত হচ্ছে অসংখ্য বাংলাদেশি নাগরিক। তবে আশ্বাসের বাণী শোনালেও এখন পর্যন্ত এর কোনোটির বিচার হয়নি। ২০১১ সালে সীমান্তে ফেলানি হত্যার নির্মম ঘটনা বিশ্বব্যাপী সাড়া ফেলে। এর বছর ছয়েক পরে ২০১৮ সালে দিল্লীতে অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতি দেয় ভারত। তবে সেই প্রতিশ্রুতি বাস্তবে তেমন রূপ নেয়নি বললেই চলে।

সোমবার মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, বিএসএফয়ের গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ঢাকার প্রতিবাদের দিন তিনেকের মাথায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। বিজিবি নিশ্চিত করলেই আমরা অবশ্যই শক্তভাবে প্রতিবাদ জানাব। ভারতের সঙ্গে যখন বলা হতো সোনালী অধ্যায় চলছে, তখনও ঠিক একই ঘটনা চলছিল। কাজেই এটার কোনো পরিবর্তন হয়নি। আমি মনে করি, এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে।

সীমান্ত হত্যা ঢাকা-দিল্লির সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে অন্তরায় জানিয়ে তৌহিদ হোসেন বলেন, সীমান্ত হত্যা যেটা হয়, সেটা দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না। মানুষের বিষয় আছে। একটি মানুষ যখন সীমান্তে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে এটার প্রতিক্রিয়া হয় এবং সেটা একটা নেগেটিভ হয়; এটা আমরা চাই না।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা জানান, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফয়ের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরের নাম জয়ন্ত কুমার সিংহ (১৫)। সে বালিয়াডাঙ্গী উপজেলার ফকিরভিটা বেলপুকুর গ্রামের বাসিন্দা মহাদেব কুমার সিংহের ছেলে। এ ঘটনায় মহাদেব কুমার সিংহ ও নিটালডোবা গ্রামের দরবার আলী নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সমর কুমার চট্টোপাধ্যায় বলেন, রোববার দিবাগত রাতে ধনতলা সীমান্ত এলাকার ৩৯৩ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে একদল লোক স্থানীয় দালালের সহযোগিতায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। রাত তিনটার দিকে ভারতের কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফের ডিঙ্গাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এতে জয়ন্ত ঘটনাস্থলে মারা যায়। বিএসএফের সদস্যরা তার লাশ নিয়ে যান। গুলিতে জয়ন্তের বাবা মহাদেব কুমার সিংহ ও দরবার আলীও আহত হন। তারা দুজন বাংলাদেশ সীমান্তে চলে আসেন। পরে স্বজনেরা তাদের হাসপাতালে নিয়ে যান। বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবীর মুঠোফোনে বলেন, বালিয়াডাঙ্গীর ধনতলা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের একদল লোক ভারতের ওপারে যাওয়ার সময় বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে এক কিশোর নিহত ও দুজন ব্যক্তি আহত হয়েছেন। আহত দুজন রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। নিহত কিশোরের লাশ বিএসএফয়ের হেফাজতে রয়েছে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজির আহমদ বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে হতাহতের খবর শুনেছি। এটি যাচাই করতে আমাদের টিম কাজ করছে। এ রকম ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিএনপির সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বিএনপির সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

হরিরামপুরে ওলি আউলিয়ার মাজার ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

হরিরামপুরে ওলি আউলিয়ার মাজার ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

সহায়তার শর্ত যেন বাস্তবায়নযোগ্য হয় -বিশ্বব্যাংককে অর্থ উপদেষ্টা

সহায়তার শর্ত যেন বাস্তবায়নযোগ্য হয় -বিশ্বব্যাংককে অর্থ উপদেষ্টা

মির্জা আব্বাসকে হত্যাচেষ্টার মামলায় রাশেদ খান মেনন ৩ দিনের রিমান্ডে

মির্জা আব্বাসকে হত্যাচেষ্টার মামলায় রাশেদ খান মেনন ৩ দিনের রিমান্ডে

আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের তথ্য জানাতে আহ্বান জাতিসংঘের দলের

আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের তথ্য জানাতে আহ্বান জাতিসংঘের দলের

মিয়ানমারে টাইফুন ইয়াগির কারণে বন্যায় ২৩৬ জনের মৃত্যু

মিয়ানমারে টাইফুন ইয়াগির কারণে বন্যায় ২৩৬ জনের মৃত্যু

প্রবাসী আয়ে থামানো গেল রিজার্ভের পতন: বাংলাদেশ ব্যাংক

প্রবাসী আয়ে থামানো গেল রিজার্ভের পতন: বাংলাদেশ ব্যাংক

আশুলিয়া শিল্পাঞ্চল আবার অষন্তোষের চেষ্টা, সংঘর্ষে নারী শ্রমিক নিহত

আশুলিয়া শিল্পাঞ্চল আবার অষন্তোষের চেষ্টা, সংঘর্ষে নারী শ্রমিক নিহত

এবার হিমাচলের কয়েকটি মসজিদ নিয়ে কেন বিতর্ক সৃষ্টি করা হচ্ছে?

এবার হিমাচলের কয়েকটি মসজিদ নিয়ে কেন বিতর্ক সৃষ্টি করা হচ্ছে?

ঢাকা থেকে আবার দিল্লি গেলেন ডোনাল্ড লু

ঢাকা থেকে আবার দিল্লি গেলেন ডোনাল্ড লু

ডোনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে যা জানাল মার্কিন পররাষ্ট্র দপ্তর

ডোনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে যা জানাল মার্কিন পররাষ্ট্র দপ্তর

সীতাকুণ্ডে আওয়ামী নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

সীতাকুণ্ডে আওয়ামী নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

শুধু বাহক নয়, মাদকের বড় গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টার

শুধু বাহক নয়, মাদকের বড় গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টার

রাজধানীর উত্তরায় ছাত্রদের ওপর গুলিবর্ষণকারী দেলোয়ার গ্রেফতার

রাজধানীর উত্তরায় ছাত্রদের ওপর গুলিবর্ষণকারী দেলোয়ার গ্রেফতার

কক্সবাজারে রোহিঙ্গা ভোটার, জড়িত জনপ্রতিনিধি ও দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

কক্সবাজারে রোহিঙ্গা ভোটার, জড়িত জনপ্রতিনিধি ও দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

চবির নতুন উপাচার্য ড. ইয়াহ্ইয়া আখতার

চবির নতুন উপাচার্য ড. ইয়াহ্ইয়া আখতার

টঙ্গী‌তে মহাসড়ক অব‌রোধ করে শ্রমিক‌দের বি‌ক্ষোভ, আশুলিয়ায় শ্রমিকদের সংঘর্ষ, আহত ২৫

টঙ্গী‌তে মহাসড়ক অব‌রোধ করে শ্রমিক‌দের বি‌ক্ষোভ, আশুলিয়ায় শ্রমিকদের সংঘর্ষ, আহত ২৫

দীর্ঘ ১৪ বছর পর যুক্তরাজ্য থেকে কুলাউড়ায় ফিরলেন সাংবাদিক ভুট্টো

দীর্ঘ ১৪ বছর পর যুক্তরাজ্য থেকে কুলাউড়ায় ফিরলেন সাংবাদিক ভুট্টো

বাবু-শ্যামল-শাহরিয়ার ৭ দিনের রিমান্ডে

বাবু-শ্যামল-শাহরিয়ার ৭ দিনের রিমান্ডে

আয়নাঘর পরিদর্শনের ক্ষমতা পেল গুমের তদন্ত কমিশন

আয়নাঘর পরিদর্শনের ক্ষমতা পেল গুমের তদন্ত কমিশন