ঠাকুরগাঁওয়ে আগাম ধান কাটায় ব্যস্ত কৃষক
২৬ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম
ঠাকুরগাঁওয়ে আগাম জাতের ধান কাটা, মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে কৃষক-কৃষানীদের। নতুন ধান কাটা, মাড়াই ও সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন তারা। সেই সাথে ধানের জমিতে আগাম জাতের আলু চাষেরও প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা।
ঠাকুরগাঁও জেলার মাটি ও আবহাওয়া আমন ধান চাষের জন্য বেশ উপযোগি। উৎপাদন ভালো হয় বলে এ জেলা ধানের জন্য বেশ পরিচিত। বর্তমানে জেলার ৫ উপজেলায় চলতি আমন মৌসুমে আগাম জাতের রোপা আমন ধান কাটার উৎসব শুরু হয়েছে। আগাম ধান কেটে মেশিন দিয়ে মাড়াই করে বিক্রি করছেন চাষিরা। ধান কেটে মাঠেই আনন্দে সকাল ও দুপুরের খাবার খায় শ্রমিকেরা। বাজারে ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি মন ধান।
এদিকে, অসময়ে আগাম ধানে কাজ পেয়ে খুশি কৃষি শ্রমিকেরা। ধান বিক্রির টাকায় কৃষকেরা আলু চাষ করছেন। এ কারণে তারা অনেক খুশি। কৃষকদের দাবি ভালো দাম পেলে তারা আগামীতে আরো আগ্রহী হবেন আগাম ধান চাষে।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় আমন ধানের চাষ হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৫৬০ হেক্টর। এর মধ্যে বিভিন্ন জাতের আগাম জাতের ধানের চাষ হয়েছে প্রায় ১৫ হাজার হেক্টর।
হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের কৃষক শলিম জানান, আগাম ৭৫ ধানের চাষ করেছি। ফলন ও দাম ভালো পাচ্ছি। এখন ধানের জমিতে আলুর চাষ করব। রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের কৃষি শ্রমিক মো. হাসান জানান, এ সময় মাঠে কাজ ছিল না। অনেক কষ্টে দিন পার হচ্ছিল। আগাম ধানে কাজ করে সংসারের অভাব দূর হয়েছে। ধানের কাজ শেষ হলে আলুর কাজ শুরু হবে।
বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ি গ্রামের কৃষক কুদ্দুস রহমান জানান, আগাম ধান চাষ করার সুবিধা হচ্ছে ধান বিক্রির টাকা দিয়ে আলুর চাষ করতে পারি। আমাদের জায়গা তুলনামূলক উঁচু। এ কারণে আগাম ধান করে আলু করি তারপর ভূট্টা করি। ধান বিঘায় ২৫ থেকে ৩০ হাজার টাকা বিক্রি হয়। ধানের দাম হিসেবে কৃষক এবার কিছু টাকা পাচ্ছে। এ রকম যদি ধানের দাম থাকে তাহলে আমার ধান চাষে আগ্রহী হবে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, জেলায় ইতোমধ্যে আগাম আমন ধান কাটা শুরু হয়েছে। বিশেষ করে স্বল্প বয়সি ধান কাটা মাড়াই চলছে। আগাম ধান চাষ করে আবার সেই জমিতে কৃষকেরা আগাম আলুর চাষ করতে পারেন বলেই তারা বেশি আগ্রহী হচ্ছে। এজন্য কৃষি বিভাগ মৌসুমের শুরু থেকে প্রচার প্রচারণাসহ কৃষকদের ধান উৎপাদনে কাজ করে আসছে। এবার যে ফলন পাওয়া যাচ্ছে তা সন্তোষজনক। আশা করি গত মৌসুমের চেয়ে এবার আগাম জাতের ধানে ফলন বেশি হবে। সেই সাথে আগামীতে ধানের আবাদ ও ফলন বৃদ্ধি পাবে। ধানের ফলন ও ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। উৎপাদন বাড়াতে দুই ফসলি জমিকে তিন ফসলি করতে কাজ করছে কৃষি বিভাগ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ