সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন-স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল- যুবলীগ নেতা বাবর তিন দিনের রিমান্ডে
২৬ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম
ঢাকার মোহাম্মদপুরে শামীম হাওলাদার নামে এক ইলেকট্রিশিয়ানকে গুলি করে হত্যা অভিযোগের মামলায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনে, যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন ও যবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন বাবরের তিন দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। গতকাল শুক্রবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নাজমিন আক্তারের আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার সাব-ইন্সপেক্টর রাজু আহম্মেদ জাকির হোসেনেকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নাজমিন আক্তারের আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুর থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। ওই সময়ে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়। এ ঘটনায় শামীমের ফুফাতো ভাই জাকির হোসেন মোহাম্মদপুর থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
২০০৮ সালের জাকির হোসেন নবম জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি দ্বিতীয় বার নির্বাচিত হন। ২০১৯ সালে জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন।
এছাড়াও যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন ও যবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন বাবরের তিন দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এই আদেশ দেন।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানায় উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এসময় য্বুদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।
এদিকে বিএনপির কর্মী মকবুলকে হত্যার অভিযোগের মামলায় গ্রেপ্তার নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমেদের চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাচান তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এই রিমান্ডের আদেশ দেন।
এসয়ম রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার রিমান্ডের আদেশ দেন।
আদালতের অনুমতি নিয়ে কথা বলেন হেলালুদ্দীন আহমেদ। তিনি বলেন, যে এলাকায় ঘটনা ঘটেছে ওই এলাকায় আমি কখনো যাইনি৷ আড়াই বছর আগে চাকুরী থেকে অবসরে যাই। ২০১৬ সালের পর ওই এলাকায় যাইনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবীর ইভিএম এর জবাবে বলেন, ইভিএম নির্বাচন কমিশন ক্রয় করেনি। সেনাবাহিনীর মাধ্যমে এটা কেনা হয়। আমি কোনোভাবে ইভিএম ক্রয়ের সাথে সম্পৃক্ত না। ৩৫ বছর চাকরী করেছি। বিএনপি, এরশাদ, আওয়ামী লীগ সরকারের আমলে চাকিরী করেছি। ১০ বছর ম্যাজিস্ট্রেসি করেছি। আমি আপনার কাছে ন্যায় বিচার আশা করি।
তখন হেলালউদ্দীন হাস্যরসাত্মকভাবে বলেন, ইভিএম তো আপনারাই কিনেছেন। এতে ক্ষিপ্ত হন বিএনপিপন্থী আইনজীবীরা। তাকে ধমক ও কটূক্তি করতে থাকেন। তখন হেলালউদ্দীন হাত জোর করে তাদের কাছে ক্ষমা চান।
এসময় আদালতে উপস্থিত এ মোহাম্মদ হানিফ মিয়া বিএনপিপন্থী আইনজীবীদের বলেন, এটা আদালত। এভাবে কথা বলা ঠিক নয়। তাকে বিএনপিপন্থি এক আইনজীবী মারার হুমকি দেন। হানিফ মিয়া এর প্রতিবাদ করেন। তখন ওমর ফারুক তাকে কোর্ট থেকে বের হয়ে যেতে বলেন। আদালতকে বলেন, উনি ডিস্টার্ব করছেন। পরে তোপের মুখে আদালতের এজলাস ত্যাগ করেন ওই আইনজীবী।
এরপর আদালত হেলালউদ্দীনের চার দিনের রিমান্ডের আদেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়া বলেন, আদালতে নগ্য আচার-আচরণ করা ঠিক নয়। এভাবে কথা বলাও ঠিক নয়। আমাকে চর, থাপ্পড় দিয়ে বাহির করে দিবে বলেছে এই পিপি। তাদের চাপাচাপিতে আমি বাহির হয়ে যায়। সকল আইনজীবীদের উচিত এজলাসে সকলের সাথে ভালো আচারণ করা। উনারা যেটা করছেন আইনের পরিপন্থী। প্রত্যেক আইনজীবী উচিত, বিচারক, আসামি ও অন্যান্য আইনজীবীদের সম্মান দেখানো।
গত বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে চট্টগ্রাম নগরীর খুলশী থানার তুলাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ